আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog Page 2171

তাহিরপুর সীমান্তে চোরাচালান বৃদ্ধি

প্রতিনিধি,সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে চোরাচালান বৃদ্ধি পাওয়ার খবর পাওয়া গেছে। সোর্স পরিচয়ধারীদের সহযোগীতায় ভারত থেকে পাচাঁরকৃত মদসহ এক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে। ওই ব্যবসায়ির নাম- মুহাদ্দিস আলী (২২)। সে জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বালিয়াঘাট সীমান্তের খলিশাজুড়ী গ্রামের আকবর আলীর ছেলে। আজ শুক্রবার (১৯শে ফেব্রুয়ারি) সকাল ১১টায় মাদক ব্যবসায়ি মুহাদ্দিস আলীকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়- গতকাল বৃহস্পতিবার (১৮ই ফেব্রুয়ারি) রাত অনুমান সাড়ে ৮টার সময় বিজিবির সোর্স পরিচয়ধারী কামাল মিয়া ও ইসাক মিয়া সহযোগীতায় মাদক ব্যবসায়ী মুহাদ্দিস আলী টেকেরঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে বিপুল পরিমান মদ পাচাঁর করে নিজ বাড়ির বাড়িতে যাওয়ার সময় বড়ছড়া শুল্কস্টেশন এলাকায় আটক করে বিজিবি। পরে মাদক ব্যবসায়ি মুহাদ্দিস আলীর শরীর তল্লাশী করে ৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এরপর রাত অনুমান ১০টায় ওই মাদক ব্যবসায়িকে থানায় সোপর্দ করা হয়। কিন্তু সোর্সদের গ্রেফতারের ব্যাপারে কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানাগেছে।
একই ভাবে প্রতিদিন চারাগাঁও সীমান্তের বাঁশতলা তেতুলগাছ, লালঘাট ও চারাগাঁও শুল্কস্টেশন এলাকা দিয়ে ভারত থেকে মদ, গাঁজা, চাল ও কয়লা পাঁচার করছে সোর্স পরিচয়ধারী শফিকুল ইসলাম ভৈরব ও রমজান মিয়া। অন্যদিকে বালিয়াঘাট সীমান্তের লালঘাট ও লাকমা, টেকেরঘাট এলাকা দিয়ে সোর্স পরিচয়ধারী ইয়াবা কালাম ও লেংড়া বাবুলগং কয়লা, মদ, গাঁজা, ইয়াবা ও কাঠ পাচাঁর করছে।
আর চাঁনপুর সীমান্তের রজনীলাইন, রাজাই, বারেকটিলা ও লাউড়গড় সীমান্তের যাদুকাটা নদী, পুরান লাউড় ও সাহিদাবাদ এলাকা দিয়ে সোর্স পরিচয়ধারী নুরু মিয়া,আমিনুল মিয়া,নবীকূল মিয়া,জসিম মিয়াগং গরু, ঘোড়া, নাসিরউদ্দিন বিড়ি, মদ, গাঁজা, ইয়াবা, কয়লা ও পাথর পাচাঁর করছে। সম্প্রতি যাদুকাটা নদী দিয়ে অবৈধ ভাবে কয়লা পাঁচার করা নিয়ে সোর্সদের সাথে বিজিবির সংঘর্ষ হয়। পরে গ্রাম্য সালিশ করে থানায় একটি মামলা দায়ের করেছে বিজিবি। তারপরও চোরাচালান নিয়ন্ত্রণকারী সোর্সদের কখনোই গ্রেফতার করা হয়না।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার বলেন- বিজিবি হাতে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি মুহাদ্দিস আলীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

 

আলোকিত প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

দিরাইয়ে পরিকল্পনা মন্ত্রীর সফর নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপের উত্তেজনা

প্রতিনিধি,সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাইয়ে আগামীকাল শনিবার (২০শে ফেব্রুয়ারী) আসছেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। তিনি উপজেলার জগদল ২০শয্যা বিশিস্ট হাসপাতালের সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। প্রয়াত সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত ২০১৩সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলীকে নিয়ে জগদল হাসপাতালটির নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছিলেন। নির্মাণ কাজ শেষে প্রায় ৮বছর পর এই হাসপাতালটির সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। এছাড়াও মন্ত্রী হাওরের ফসল রক্ষা বাঁধের অগ্রগতি পরির্দশন করাসহ উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা বিষয়ক সভায় অংশ নেবেন। কিন্তু মন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
একপক্ষ পরিকল্পনা মন্ত্রীর সকল কার্যক্রমকে স্বাগতম জানিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আর অন্যপক্ষ স্থানীয় এমপি ও আওয়ামীলীগের কিছু সংখ্যক নেতাকর্মীদেরকে অবগত করা হয়নি বলে দাবী করে পরিকল্পনা মন্ত্রীর সফর বাতিলের আহবান জানিয়ে প্রতিবাদ সভাসহ করেছে সংবাদ সম্মেলন। এনিয়ে দুইগ্রুপের মাঝে দেখা দিয়েছে চরম উত্তেজনা।
বিভিন্ন সূত্রে খোঁজ নিয়ে জানা যায়- পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানের আগমনকে স্বাগত জানিয়ে তার সফরকে সফল করার জন্য জেলার দিরাই উপজেলার জগদল, হোসেনপুর, নগদীপুর, কলিয়ার কাপন ও মিলনগঞ্জ বাজারে গত কয়েকদিন যাবত ধারাবাহিক ভাবে পৃথক প্রস্তুতি সভা করেছে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও গতকাল বৃহস্পতিবার (১৮ই ফেব্রুয়ারী) সন্ধ্যায় দিরাই উপজেলা সদরে আনন্দর‌্যালী করা হয়েছে। অনুষ্ঠিত সভা ও র‌্যালীতে নেতৃত্বে দিয়েছেন- উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছাব উদ্দিন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ মিয়া, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুল আলম চৌধুরী, উপজেলা যুবলীগ সভাপতি রঞ্জন কুমার রায়, কৃষকলীগের সভাপতি তাজুল ইসলাম। তাদের সাথে ছিলেন- পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শামসুল হক মঙ্গলা মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরীসহ দলের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
অপরদিকে পরিকল্পনা মন্ত্রীর অনুষ্টান বজর্নের ঘোষনা দিয়ে গতকাল (১৮ই ফেব্রুয়ারী) বৃহস্পতিবার বিকেলে জগদল গ্রামে প্রতিবাদ সভা করা হয়। ওই সময় দুইগ্রুপের নেতাকর্মীরা মুখমুখি অবস্থান নিলে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরআগে গত মঙ্গলবার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট সোহেল আহমেদ। সংবাদ সম্মেলনে তিনি বলেন- দলীয় নেতাকর্মীদেরকে না জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ঘনিষ্ট সহচর মিজানুর রহমানের আমন্ত্রণে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান হাসপাতাল উদ্বোধন করতে আসছেন। স্থানীয় আওয়ামীলীগকে উপক্ষো করার কারণে মন্ত্রীর সফর বর্জন করাসহ তীব্র নিন্দা জানানো হয়। উক্ত সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট সিরাজুদ্দৌলা, যুগ্ম-সাধারণ সম্পাদক অবিরাম তালুকদার, সাবেক পৌর মেয়র আজিজুল রহমান, বর্তমান মেয়র বিশ^জিৎ রায় প্রমুখ।

 

 

 

আলোকিত প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

গাইবান্ধায় দুই ফার্মেসির জরিমানা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় মেয়াদোর্ত্তীর্ণ ও ট্রাক্সমুক্ত স্যাম্পল ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত বৃহস্পতিবার দুপুরে অধিদপ্তরের গাইবান্ধার সহকারী পরিচালক আব্দুস সালাম শহরের কাচারি বাজারে অভিযান চালিয়ে মোশাররফ মেডিকেল স্টোর ও নাজমা মেডিকেল স্টোরের জরিমানা করেন। সহকারী পরিচালক আব্দুস সালাম বলেন মেয়াদোর্ত্তীর্ণ ও বিভিন্ন কোম্পানির সরকারি ট্রাক্সমুক্ত ডাক্তার জন্য স্যাম্পল ঔষধ রাখার দায়ে কাচারি বাজারের মোশাররফ মেডিকেল স্টোরের মালিকের ৫ হাজার ও নাজমা মেডিকেল স্টোরের মালিককে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

.

 

 

আলোকিত প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নকশা অনুযায়ী এগিয়ে যাচ্ছে দেশ- স্থানীয় সরকার মন্ত্রী

প্রতিনিধি, জামালপুর : স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পথ নকশা অনুযায়ী এগিয়ে যাচ্ছে দেশ। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর জেলা পরিষদ আয়োজিত নবনির্মিত মির্জা আজম অডিটোরিয়াম ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা, নিষ্ঠা ও দক্ষতার কারণেই হতদরিদ্র দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে স্থান করে নিয়েছে। তাঁর দৃঢ় নেতৃত্বে দেশ খাদ্য ঘাটতির থেকে খাদ্য উদ্বৃত্তের দেশে রুপান্তরিত হয়েছে। উন্নয়নের মহাসড়কে দেশ এগিয়ে যাচ্ছে অদম্য গতিতে উল্লেখ করে তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে দেশকে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত করতে প্রধানমন্ত্রী মহাপরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছেন।
তিনি আরও জানান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সারাদেশে অর্থনৈতিক অঞ্চল স্থাপনসহ বিভিন্ন কলকারখানা স্থাপনের উপর সরকার বেশি গুরুত্ব দিচ্ছে। ২০০৯ সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার সময় আমাদের মাথাপিছু আয় ছিল ৫০০ ডলারের মতো। এখন বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় দুই হাজার ডলারের বেশি।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক জেল জুলুম অত্যাচার সহ্য করে এই হতভাগ্য বাঙালি জাতির মুখে হাসি ফোটাতে সারা জীবন লড়াই সংগ্রাম করে গেছেন। তাঁর স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে গ্রামেগঞ্জে ঘুরে সকল মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। শেখ হাসিনার বিচক্ষণতায় আওয়ামী লীগ বারবার রাষ্ট্র ক্ষমতায় এসে দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তন করে বিশ্বে মর্যাদার সাথে মাথা উঁচু করে বাঁচার ব্যবস্থা করেছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সারাদেশে চলমান উন্নয়ন প্রকল্প সঠিকভাবে ও সঠিক সময়ে বাস্তবায়নের মাধ্যমে উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর স্বপ্ন ও লক্ষ্য পূরণে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সাথে কাজ করে যাওয়ার আহবান জানান তিনি।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী।
অনু্ষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি, জামালপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন সিআইপি, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আলহাজ্ব মুহাম্মদ বাকী বিল্লাহ্,জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার দেলোয়ার হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি প্রমূখ।
এর আগে, তাজুল ইসলাম জামালপুর সার্কিট হাউজে স্থানীয় সরকার বিভাগের আওতায় দপ্তর/সংস্থার প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।
এছাড়া জামালপুর শহরের প্রাণকেন্দ্রে নির্মাণাধীন শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী প্রকল্প ও মেলান্দহের মহিরামকুলে জামালপুর শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি প্রকল্পসহ বাস্তবায়নাধীন বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন স্থানীয় সরকার মন্ত্রী।
জামালপুর জেলা পরিষদের অর্থায়ন প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত
নান্দনিক স্থাপত্যশৈলীতে নবনির্মিত ১ হাজার আসনের এই অডিটোরিয়ামে রয়েছে সাউন্ড সিস্টেম, শীততাপ নিয়ন্ত্রণ, আধুনিক জেনারেটর ও গাড়ী পার্কিং ব্যবস্থা।
জামালপুরে প্রথম কোন আধুনিক সব সুযোগ-সুবিধা সম্বলিত অডিটোরিয়াম।

আলোকিত প্রতিদিন /১৯ ফেব্রুয়ারি ‘২১/এসএএইচ

রামু ক্রসিং হাইওয়ে থানার দূর্ঘটনা রোধে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত 

প্রতিনিধি কক্সবাজারঃ রামু ক্রসিং হাইওয়ে থানা উদ্যোগে দিনব্যাপী জাতীয় মহাসড়কে দূর্ঘটনা প্রতিরোধে গণপরিবহনের চালক, হেলপার ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে এক সচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়।

বুধবার রামু ক্রসিং হাইওয়ে থানায় সামাজিক দূরত্ব নিশ্চিত করে আয়োজিত এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

দিনব্যাপী এই প্রশিক্ষন কর্মশালায় রামু ক্রসিং হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম মহাসড়কে দূর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং চালকদের বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন।

এসময় রামু ক্রসিং হাইওয়ে থানা উপ- পরিদর্শক(এসআই) মোঃ মজিবুর রহমান, লিংকরোডস্থ শ্রমিক নেতা মোঃ আনোয়ার হোসেন, আলম মিয়া সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রায় অর্ধশতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

আলোকিত প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

শরীয়তপুর ডামুড্যায় আমেনা হত্যাকারী নজরুলের ফাঁসির দাবিতে মানববন্ধন। 

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরে ডামুড্যায় পারিবারিক কলহের জেরে আমেনা বেগম নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় স্বামী নজরুল ইসলাম মাদবরের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন নিহতের পরিবার এবং ইসলামপুর ইউনিয়নবাসী।
বুধবার (১৭ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলা বুড়ির হাট বাজার সংলগ্ন বুড়িরহাট ব্রিজের উপর ঘন্টাব্যাপি এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়।
এসময়, নিহত আমেনা বেগমের ছেলে নয়ন (১২) মাদবর, ভাই সুলতান মাদবর, আমিন মাদবর, ভাবি মনোয়ারা বেগম, ইসলামপুর ইউনিয়নের রিয়াদ মাদবর,মজিদ মাদবর, মেম্বার আলতাফ হোসেন
প্রমূখ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে আমেনার ভাই সুলতানা মাদবর  বলেন, বোনকে বিয়ে দেয়ার পর টাকা খরচ করে (মালোশিয়া)  বিদেশে পাঠাই খুনি নজরুলকে।
বিদেশ যাওয়ার ৭ বছর বোনকে কোনো খরচ পাঠায়নি খুনি নজরুল।
আমারা বোনকে খরচ দিতাম সে বিদেশে থেকে মুঠোফোন অকথ্য ভাষায় গালিগালাজ করতো।
তাই খুনি নজরুল বিদেশে থেকে আশার আগে বোনকে আমাদের বাড়ীতে নিয়ে আসি।
মাদকাসক্ত নজরুল বিদেশ থেকে ফিরলে এলাকার মুরুব্বি ও তার পরিবার লোকজন আমাদের বাড়ীতে এসে আমেনা-কে নিয়ে যায়।
বাড়ীতে নিয়ে আমার আদরের বোন আমেনা-কে মানসিকভাবে টর্চার করতে থাকেন মাদকাসক্ত নজরুন। আমেনা-কে ঘরে তালাবন্দি করে রাখতেন।
মাদকাসক্ত নজরুল ঘরের দরজা বন্ধ করে দেশি অস্ত্র কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে আমার বোন আমেনা-কে।
আমার বোনের হত্যাকারি মাদকাসক্ত নজরুলের ফাঁসি চাই।
রিয়াদ মাদবর, মজিদ মাদবর, মেম্মার আলতাফ হোসেন সহ ইসলামপুর ইউনিয়নবাসি অনেকেই জানান, আমেনা খুব ভালো একজন নারী ছিলেন
নজরুল একজন মাদকাসক্ত।
আমেনা-কে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে নজরুল আমরা অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি করছি।
উল্লেখ, শরীয়তপুর ডামুড্যায় পারিবারিক কলহের জেরে আমেনা বেগম (২৫) এক গৃহবধূকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন স্বামী নজরুল ইসলাম মাদবর।
১৫ বছর আগে ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের দক্ষিণ পাড়া মৃত হোসেন মাদবরের ছেলে নজরুলের মাদবরের (৪২) সঙ্গে একেই ইউনিয়নের গঙ্গেসকাঠি মৃত আজিদ আলী মাদবরের মেয়ে আমেনার বিয়ে হয়। তাদের নয়ন মাদবর(১২) নামে একছেলে রেয়েছে।
গতকাল (১৬ ফেব্রুয়ারি) মঙ্গলবার সলাকে এই হত্যাকান্ডের সময়
 নজরুল ইসলামের একতলা ভবনে কক্ষে তার স্ত্রী ছাড়া কেউ ছিলোনা। এ সুযোগ শরীরের বিভিন্ন যায়গায় কুড়াল দিয়ে কুপিয়ে আমেনা-কে হত্যা করা হয়। হত্যার পর মাদকাসক্ত নজরুল ফেজবুক লাইভে আসেন। লাইভে তার স্ত্রী আমেনা বেগমকে খাটের উপর তোশক দিয়ে মোড়ানো অবস্থায় দেখান।
একপর্যায়ে তাকে গাইতে শোনা যায়, আমার খাঁইয়া, আমার পইরা ডুব দিছে অন্যজনরে।
ফেজবুক লাইভে দেখার পর জানাজানি হলে নজরুল ইসলামের মা আনার কলি (৮০) ভাগনি সোহাদি আক্তার (২৫) ছোট ভাইর স্ত্রী আছিয়া বেগম সহ(২৩)প্রতিবেশীরা দরজা পেটাতে থাকেন।
কিন্তুু নজরুল দরজা খোলেননি।
পরে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ এসে দরজা খুলে নজরুলকে গ্রেফতার করে এবং আমেনা বেগমকে উদ্ধার করেন।
শরীয়তপুরের পুলিশ সুপার (এসপি) এস এম  আশরাফুজ্জান জানন,হত্যাকারী নজরুল কে এক ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়। স্বীকারোক্তি মোতাবেক হত্যায় ব্যবহৃত ধাঁরালো কুড়াল উদ্ধার করা হয়।
নিহত আমেনার ভাই মোঃ সুলতান মাদবর বাদী ডামুড্যা থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলা রুজুর ৬ ঘন্টার মধ্যে আদলতে ১৬৪ ধারায় আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হয়।
তাছাড়া ২৪ ঘন্টার মধ্যে ময়না তদন্তের রিপোর্ট প্রাপ্তি হয়।
আলোকিত প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

মাতৃভাষা দিবসে আ.লীগের কর্মসূচি

অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। গতকাল দলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচি ঘোষণা করা হয়। কমূসূচির মধ্যে রয়েছে, ভোর সাড়ে ৬টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবনসহ সারাদেশে সংগঠনের সকল শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন। আগামী রোববার সকাল সাড়ে ৭টায় কালো ব্যাজ ধারণ, প্রভাতফেরী সহকারে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবরে ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন। (নিউ মার্কেটের দক্ষিণ গেট থেকে প্রভাতফেরী শুরু হবে)। ২২ ফেব্রুয়ারি বিকাল ৪ টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকল কর্মসূচি যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সাথে পালনের জন্য আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনসমূহের সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহবান জানিয়েছেন।

‘পুকুর-খাল ভরাটে লাগবে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন’

পুকুর, ডোবা, খাল-বিল, নদী, কৃত্রিম ও প্রাকৃতিক জলাধার ভরাটের প্রয়োজন হলে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নিতে হবে।

 

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে জাতীয় পরিবেশ কমিটির নির্বাহী কমিটির ১৫তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভাশেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন সাংবাদিকদের জানান, পুকুর, ডোবা, খাল-বিল, নদী, কৃত্রিম ও প্রাকৃতিক জলাধার ভরাট বা শ্রেণি পরিবর্তন করতে নিরুৎসাহিত করতে হবে। অপরিহার্য জাতীয় স্বার্থে ভরাট করার প্রয়োজন হলে পরিবেশ অধিদফতরের অনুমোদন নিতে হবে। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থার আওতাধীন প্রাকৃতিক জলাশয় ও পুকুর বাধ্যতামূলকভাবে সংরক্ষণ করতে হবে এবং উন্নয়ন পরিকল্পনায় যেকোনো ভরাট কার্যক্রম অন্তর্ভুক্ত করা যাবে না।

পাহাড়-প্রতিবেশ সংরক্ষণে অবৈধভাবে পাহাড়কাটা বন্ধ করা নিয়ে তিনি বলেন, অপরিহার্য জাতীয় স্বার্থে পাহাড় কাটা প্রয়োজন হলে বাধ্যতামূলকভাবে পরিবেশ অধিদফতর থেকে অনুমোদন নিতে হবে। পাহাড় কাটার কার্যক্রম সংশ্লিষ্ট প্রত্যাশী সংস্থা থেকে কঠোরভাবে তদারকি করতে হবে ও অবৈধভাবে পাহাড় কাটার জন্য দ্রুত বিচার ট্রাইবুনাল গঠন করা যেতে পারে।

স্থানীয় সরকার বিভাগের সহায়তায় স্বাস্থ্যসেবা বিভাগ বিভিন্ন বিভাগীয়, জেলা শহর ও পৌরসভার মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় জরুরি ভিত্তিতে পাইলট প্রকল্প গ্রহণ করবে উল্লেখ করে তিনি বলেন, পর্যায়ক্রমে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পরিবেশবান্ধব ইনসিনারেটর, ইটিপি ইত্যাদি স্থাপন করতে হবে। পলিথিন ব্যাগের বিকল্প হিসেবে জৈবপচনশীল ব্যাগের ব্যবহারে সরকার প্রণোদনার মাধ্যমে উৎসাহ প্রদান করবে। এর পাশাপাশি সিঙ্গেল ইউজ প্লাস্টিক রি-সাইক্লিং শিল্পকে প্রণোদনা দেয়া হবে।

ইট ভাটা আইন ২০১৯ বান্তবায়ন কৌশল নিয়ে পর্যালোচনা প্রসঙ্গে তিনি বলেন, ছিদ্রযুক্ত ইট তৈরি এবং বিভিন্ন ধরনের ব্লক উৎপাদন ও ব্যবহার ধাপে ধাপে বাধ্যতামূলক করতে হবে। ব্লক ইট তৈরিতে শুল্ক হ্রাস অথবা সরকারি প্রণোদনা দিতে হবে। মাঠ পর্যায়ে সরকারের বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পে ব্লক ইট ব্যবহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। হাইকোর্ট বিভাগের নির্দেশনায় প্রণীত গাইডলাইন বাস্তবায়নের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে একটি তদারকি কমিটি গঠন করা যেতে পারে।

মুজিব বর্ষে ১০০ জনকে চাকরি দেবে নোয়াখালী প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন

:: প্রতিনিধি, নোয়াখালী ::
মুজিববর্ষ উপলক্ষে নোয়াখালীতে ১০০ বেকার যুবককে চাকরি দেবে নোয়াখালী প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন। জেলা প্রশাসনের সহায়তায় আগামী ২৩ তারিখ চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে এ কার্যক্রম উদ্বোধন করা হবে বলে জানান জেলা প্রশাসক মো: খোরশেদ আলম খান।

বৃহস্পতিবার সকালে নোয়াখালী প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক বৈঠকে এ তথ্য জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন জেলা সভাপতি মুক্তিযোদ্ধা মিয়া মো: শাহজাহান, সাধারন সম্পাদক ডা: মোহাম্মদ ফিরোজ, সদর উপজেলা সভাপতি বোরহান উদ্দিন আহমেদ মিঠু সাধারণ সম্পাদক মো: নুরনবীসহ আরো অনেকে।

আলোকিত প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি-২০২১/জেডএন

আজকের গাউছুল আজম কনফারেন্স ঘিরে সুসজ্জিত চট্টগ্রাম

:: প্রতিনিধি, চট্টগ্রাম ::
কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা, খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসুল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (র.) স্মরণে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ঐতিহাসিক গাউছুল আজম কনফারেন্স। আজ  শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বাদে জুমা থেকে বায়েজিদস্থ গাউছুল আজম কমপ্লেক্স ময়দানে কনফারেন্স শুরু হবে।

কনফারেন্সের প্রচারণার অংশ হিসেবে পুরো চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার সড়ক ও মহানগরজুড়ে তোরণ, বিলবোর্ড, ফেস্টুন ও প্লাকার্ড দিয়ে সাজানো হয়েছে। এছাড়াও কনফারেন্সকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগরে প্রচারণার অংশ হিসেবে অক্সিজেন মোড় থেকে বায়েজিদ-শেরশাহ-২নং গেইট-মুরাদপুর-জিসির মোড়সহ বিভিন্ন মহাসড়ক ও অলিগলিতে মাইকিং ও ব্যানার পোস্টার, লিফলেট বিলি করা হয়েছে।

আয়োজকরা জানান, কনফারেন্সে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মহান মোর্শেদ আওলাদে রাসূল হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি মেয়র আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী। কনফারেন্সে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য ও মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর।

কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন এর মহাসচিব ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য হযরতুলহাজ্ব অধ্যক্ষ আল্লামা শাব্বীর আহমদ মোমতাজী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নূর খাঁন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন এর সাংগঠনিক সম্পাদক হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ হাসান মাসুদ, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন এর যুগ্ম-মহাসচিব হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ আ. ন. ম হাদিউজ্জামান, নানুপুর মাজহারুল উলুম গাউছিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মুছলেহ উদ্দিন আহমদ মাদানী, আহছানুল উলুম জামেয়া গাউছিয়া কামিল এমএ মাদরাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা কাজী মোহাম্মদ আবুল বয়ান হাশেমী, মদিনা গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আবু মোহাম্মদ, এলবিয়ন গ্রুপের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ নেজাম উদ্দিন প্রমুখ।

আয়োজকরা আরও জানান, এরইমধ্যে ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরাতসহ দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা কনফারেন্সে যোগদানের জন্য চট্টগ্রাম আসতে শুরু করেছেন। বিশ্বের অদ্বিতীয় আধ্যাত্মিক সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের এ ঐতিহাসিক গাউছুল আজম কনফারেন্সকে সফলভাবে বাস্তবায়নের জন্য সংগঠনের পক্ষ থেকে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি ২০২১/জেডএন