আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog Page 2172

সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ

প্রতিনিধি কক্সবাজারঃ কক্সবাজারের উত্তর বনবিভাগের আওতাধীন জোয়ারিয়ানালা রেঞ্জের ২০০৫-২০০৬ অর্থ বছরের ৫৪ হেক্টর স্বল্পমেয়াদী বাগানের সামাজিক বনায়নের উপকারভোগী ৫৪ জনের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করা হয়েছে। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর বাগানের খাড়া গাছ বিক্রি করে উপকারভোগীর প্রাপ্য লভ্যাংশ হিসেবে তারা পেয়েছেন প্রায় ৩০ লক্ষ ৮০ হাজার একশত পঞ্চাশ টাকা। কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) আমিন আল পারভেজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে লভ্যাংশের এই পরিমাণ টাকার চেক বিতরণ করেন।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেল চারটায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজন করা হয় চেক বিতরণ অনুষ্ঠান ।

কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) তহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) আমিন আল পারভেজ। জোয়ারিয়ানালা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ টিটুর সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে কক্সবাজার উত্তর বনবিভাগের স্পেশাল ওসি একেএম আতা এলাহী, বিট কর্মকর্তাসহ সামাজিক বনায়নের উপকারভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) আমিন আল পারভেজ বলেন, সামাজিক বনায়নে উপকারভোগীদের মাঝে প্রায় ৩১ লক্ষ টাকার লভ্যাংশ প্রদান করা হয়েছে। যা খুবই আনন্দায়ক।সরকারি বাগান দেখাশোনার পাশাপাশি লভ্যাংশ পেয়ে উপকৃত হওয়া যায়। সামাজিক বনায়ন সমাজের পরিবেশ সুষ্ঠু ও সুন্দর রুপান্তরে মুখ্য ভূমিকা পালন করে।

সভাপতির বক্তব্যে কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা তহিদুল ইসলাম বলেন,আপনারা সামাজিক বনায়ন যথার্থ দেখাশোনা করলে লভ্যাংশের পরিমাণ আরো বেশী পাবেন। তিনি উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন, সামাজিক বনায়নে আপনারা মনোযোগী হলে বাগানকে গুরুত্ব দিলে লভ্যাংশ বৃদ্ধির পাশাপাশি ব্যক্তিগতভাবে উপকৃত হবেন। তিনি সবাইকে সামাজিক বনায়নে আরো বেশী দায়িত্ব পালনে সচেষ্ট হওয়ার অনুরোধ জানান।

 

 

আলোকিত প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

নিরাপদ খাবার পানির প্লান্টের উদ্বোধন ও লালনশাহ পার্কে বৃক্ষরোপন করলেন মেয়র।

প্রতিনিধি রাজশাহীঃ রাজশাহীর অন্যতম বিনোদন কেন্দ্র পদ্মাপাড়। যেখানে প্রতিদিন আগমন বিপুল সংখ্যক দেশি-বিদেশী দর্শনার্থীদের। আগত দর্শনার্থীদের সুপেয় পানির সরবরাহের জন্য ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) পদ্মাপাড়ে বড়কুটি সংলগ্ন অডভার মুনসক্ গার্ড পার্কে স্থাপন করেছে একটি নিরাপদ খাবার পানির প্লান্ট ‘প্রবাহ’।
বৃহস্পতিবার সাড়ে ১১টায় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও বিএটি‘র ব্যবস্থাপনা পরিচালক শেহ্জাদ মুনীম এই নিরাপদ খাবার পানির প্লান্ট ‘প্রবাহ’ এর উদ্বোধন করেন। প্রবাহ প্রকল্পের মাধ্যমে বিএটি কর্তৃক স্থাপিত প্লান্টের পানির ধারণক্ষমতা ৬ হাজার লিটার।
উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক মেয়র বলেন, ব্রিটিশ আমেরিকান টোবাকো রাজশাহী মহানগরীকে সবুজায়নের জন্য বিপুল সংখ্যক গাছ উপহার দিয়েছেন। নিরাপদ খাবার পানির প্লান্ট স্থাপনের জন্য ব্রিটিশ আমেরিকান টোবাকোকে আন্তরিক ধন্যবাদ জানাই। আগামীতে মহানগরীর বিভিন্ন জনবহুল স্থানে এমন নিরাপদ খাবার পানির প্লান্ট স্থাপনে ব্রিটিশ আমেরিকান টোবাকো‘কে অনুরোধ জানাচ্ছি।
বিএটি ব্যবস্থাপনা পরিচালক শেহ্জাদ মুনীম বলেন, পরিস্কার-পরিচ্ছন্ন এই শহরের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের সাথে কাজ করতে পেরে আমরা আনন্দিত। ব্রিটিশ আমেরিকান টোবাকো সারাদেশে ১৯৮০ সাল থেকে বনায়ন প্রকল্পের মাধ্যমে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রেখেছে। গত বছর সিটি কর্পোরেশনকে প্রায় ১৮ হাজার গাছের চারা প্রদান করা হয়েছে। আগামীতে আরো ১২ হাজার গাছের চারা প্রদান করা হবে।
এদিকে দুপুর ১২টায় লালন শাহ মুক্তমঞ্চ এলাকায় বৃক্ষরোপণ করেছেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও বিএটি‘র ব্যবস্থাপনা পরিচালক শেহ্জাদ মুনীম।
এ সময় রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, পরিবেশ স্থায়ী কমিটির সভাপতি ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ভারপ্রাপ্ত সচিব আলমগীর কবির, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর হেড অব লিগ্যাল এন্ড এক্সটার্নাল এ্যাফেয়ার্স মুবিনা আসাফ, হেড অব এক্সটার্নাল এ্যাফেয়ার্স শেখ শাবাব আহমেদ, এক্সটার্নাল এ্যাফেয়ার্স কনসালটেন্ট আকতার আনোয়ার খান, সিনিয়র সাসটেইনাবিলি এফেয়ার্স ম্যানেজার আহমেদ রায়হান আহসানুল্লাহ, সিএসআর এক্সিকিউটিভ মাহফুজা তাসনিম আরাডিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুর ইসলাম তুষার, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

 

 

আলোকিত প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

মহিপুর থানা প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ॥

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ মহিপুর প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া-মিলাদের মধ্য দিয়ে । বৃহস্পতিবার বেলা বারোটায় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-০৪, কলাপাড়া-রাঙ্গাবালী-মহিপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহেমান মহিব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিপুর থানার ওসি মনিরুজ্জামান, কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোতালেব তালুকদার, মহিলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, কলাপাড়া পৌর মেয়র বিপুল হাওলাদার ও মহিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মালেক আকন্দ, সাধারন সম্পাদক নুরুল ইসলাম হাওলাদার . কুয়াকটা প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান বুলেট আকন, কুয়াকটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন সাধারন সম্পাদক কাজী সাইদ. মহিপুরপ্রেস ক্লাবের সাধারন সম্পাদক নাসির উদ্দিন সন্নমত. কলাপাড়া রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া রিপোর্টাস ক্লারে সভাপতি এসকে রঞ্জন, কলাপাড়া টেলিভিশন জার্নালিষ্ট ফোরামের সভাপতি সাইফুল ইসলাম রয়েল, মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যন জাহিদুল ইসলাম সেলিম, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা।
৭ পাউন্ডের একটি কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত করা হয়। সভায় বক্তারা প্রেসক্লাবের উত্তরোত্তর উজ্জল ভবিষ্যত কামনা করেন। এছাড়া প্রেসক্লাবের সকল সদস্যদের সৎ এবং নিষ্ঠার সাথে লেখনির মাধ্যমে সমাজের উন্নয়নে অগ্রনী ভূমিকা রাখার আহ্বান জানান।

 

 

 

আলোকিত প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

সাভারে হকার্স লীগ নেতা নুর উদ্দিন আটক

প্রতিনিধি সাভারঃ ধর্ষণের মামলা তুলে নিতে বাদীকে ভয়-ভীতি দেখানোর অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তার নাম নুর উদ্দিন। সে রাজবাড়ীর বালিয়াকান্দির মৃত ইসলাম মণ্ডলের ছেলে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) ভোরে সাভারের চাপাইন এলাকা থেকে তাকে আটক করা হয়।

মামলা এবং আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ।

পুলিশ জানায়, চাকরি দেওয়ার নাম করে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে সম্প্রতি সাভারের ওয়াপদা রোড এলাকার ইতালি ফেরত প্রবাসী সাদিকুর রহমান সেলিমকে আটক করে পুলিশ। আদালত থেকে জামিনে মুক্ত হয়ে তিনি ধর্ষণের শিকার ওই নারী ও তার পরিবারকে মামলা তুলে নেয়ার জন্য নানাভাবে আর্থিক প্রলোভন দেন। সাড়া না পেয়ে ভিন্ন কৌশল নেন তিনি। তার পক্ষে মামলা তুলে নেয়ার জন্য নানাভাবে ধর্ষণের শিকার ওই নারী ও তার পরিবারকে চাপ দিয়ে আসছিলেন সেলিমের সহযোগী ব্যবসায়ী ও হকার্স লীগ নেতা নুরুদ্দিন।

মামলা তুলে না নেয়া হলে ধর্ষণের কথিত ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেন তিনি। নিরুপায় হয়ে পরিবারটি সাভার মডেল থানায় অভিযোগ করলে পুলিশ মামলা গ্রহণ করে গ্রেফতার করে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সেলিমের সহযোগী নুরুদ্দিন কে।

সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) আল আমিন জানান, চাকরি দেওয়ার নামে অসহায় এক তরুণীকে ধর্ষণের পর গ্রেফতার এড়াতে প্রভাবশালীদের আশ্রয় নিয়েছিলেন সাভার ওয়াপদারোড এলাকার মৃত মজিবর রহমানের ছেলে ইতালি ফেরত সাদিকুর রহমান সেলিম।সুবিধা করতে না পেরে শেষমেশ তার সহযোগী নুরুদ্দিন কে দিয়ে ধর্ষণের চিত্র ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় ভীতি দেখাতে থাকেন ওই পরিবারটিকে। কল রেকর্ড এবং বিভিন্ন প্রমাণাদি হাতে আসার পর মামলা দায়ের করা হয় এবং ব্যবসায়ী নুরুদ্দিন কে গ্রেফতার করা হয়।

 

 

 

আলোকিত প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

রাজশাহীতে জাল দলিলে কোটি টাকার জমি দখল

প্রতিনিধি রাজশাহীঃ রাজশাহীতে জাল দলিলে কোটি টাকার জমি দখলের অভিযোগ উঠেছে আব্দুল বারী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ নিয়ে রাজশাহী এডিসি রাজস্ব আদালতের রায়েও দখল ছাড়েননি তিনি। উল্টো আদালতের আদেশ গোপন করে জমির প্রকৃত মালিক দাবিদার লাকী বেগমের বিরুদ্ধে এডিএম আদালতে ফৌজদারি মামলা করেন তিনি। এতে চরম হয়রানির শিকার লাকী বেগম।ভুক্তভোগী ও আদালতের রায় থেকে জানা গেছে, রাজশাহীর হেতেমখাঁ মহল্লার সাপিনা বেগম নগরীর সপুরা এলাকায় পাঁচ কাঠা জমি ১৯৭৫ সালের ২২ এপ্রিল শেখ হারুন ও শেখ নজিরের কাছ থেকে কেনেন। কেনার পর খারিজ শেষে নিয়মিত খাজনা পরিশোধ করে আসছিলেন।পরবর্তীতে সাপিনা তার নাতনি লাকী বেগমকে দলিলমূলে জমির মালিকানা দেন। লাকী বেগম টাকার প্রয়োজনে নানির কাছ থেকে পাওয়া এ জমি আজগর হোসেন নামে এক ব্যক্তির কাছে বিক্রির জন্য সম্প্রতি বায়না চুক্তি করেন।এদিকে নগরীর শিরোইল এলাকার আবদুল বারী আসল মালিক সাপিনা বেগমের টিপসই জাল করে বোয়ালিয়া এসি ল্যান্ড আদালতে একটি অনাপত্তিপত্র (না দাবিনামা) দাখিল করেন এ বলে যে, সাপিনা বেগম শেখ হারুন ও শেখ নজিরের কাছ থেকে জমিটি কেনেননি।ফলে এসি ল্যান্ড শুনানি শেষে জমির মালিক সাপিনা বেগমের মালিকানা স্বত্ব ও খারিজ বাতিল করেন। অভিযোগ ওঠে, বারী এসি ল্যান্ড আদালতের সার্ভেয়ার আবু সায়েমসহ কয়েকজনকে দিয়ে রায় হাসিল করে সন্ত্রাসী দিয়ে জমিটি দখল করেন।
নথিপত্রে দেখা গেছে, বারী একদিকে ক্রেতা সাপিনা বেগমের স্বাক্ষর ও টিপসই জালের মাধ্যমে না-দাবিনামা দাখিল করে রায় হাসিল করেন। অন্যদিকে জমিটির প্রকৃত মালিক শেখ হারুন ও শেখ নজিরের কাছ থেকে ২০০৬ সালের ৯ নভেম্বর কিনেছেন বলে একটি জাল দলিল করেন। অথচ শেখ নজির ১৯৯২ সালের ১৪ নভেম্বর মারা যান। নথিপত্র দেখে এডিসি রাজস্বের আদালত বিষয়টি নিশ্চিত হন ও বারীর মালিকানা বাতিল করেন।অন্যদিকে কাগজপত্রের নকল তুলে সাপিনা পরে জানতে পারেন তার টিপসই জাল করে এসি ল্যান্ড অফিসে তার নামে না দাবিনামা দিয়ে একতরফা রায় নিয়েছেন বারী। ফলে এসি ল্যান্ডের রায় বাতিলসহ সাপিনা বেগম রাজশাহীর এডিসি রাজস্বের আদালতে আপিল ও সংশোধনী মামলা করেন। আদালত সাপিনা বেগমের সই-স্বাক্ষর ফরেনসিক পরীক্ষার নির্দেশ দেন। এতে তার সই ও না দাবিনামাও জাল বলে প্রমাণিত হয়। এরপর এডিসি রাজস্ব আদালত জমির প্রকৃত মালিক সাপিনা বেগম বলে রায় দেন। পাশাপাশি দলিল নথিপত্র ও টিপসই জালের অভিযোগে বারী গংদের বিরুদ্ধে ফৌজদারি মামলার আদেশ দেন।এছাড়া বারী যাদের কাছ থেকে জমিটি কিনেছেন বলে যে দলিল আদালতে পেশ করেন তাও জাল বলে প্রমাণিত হয়। টিপসই ও স্বাক্ষর জালের অভিযোগে বারী এবং তাকে সহযোগিতাকারী এসি ল্যান্ড অফিসের সার্ভেয়ার আবু সায়েমের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার আদেশ দেওয়া হয়। বরখাস্ত করা হয় আবু সায়েমকে।অভিযোগে আরও জানা যায়, এরপরও আবদুল বারী জমির দখল ছাড়েননি। লাকী বেগমের কাছ থেকে জমিটি কেনার জন্য বায়না চুক্তিকারী আজগর আলী টাকা বিনিয়োগ করে এখন বিচারের আশায় ঘুরছেন। লাকী বেগমের অভিযোগ, বারী ক্ষমতাসীন দলের কিছু লোককে হাত করে তার একমাত্র সম্বল জমিটি দখলে নিয়েছেন।সম্প্রতি জমিটি উদ্ধারে লাকী বেগম ও তার জমির ক্রেতা আজগর আলী জমিটি উদ্ধারে রাসিক মেয়রের হস্তক্ষেপ চেয়ে একটি আবেদন করেন। লাকী বেগমের আইনজীবী মো. দুরুল হোদা বলেন, এডিসি রাজস্বের আদালত স্পষ্ট রায় দিয়েছেন দখলবাজ বারী সবকিছু জাল করেছেন।সম্প্রতি আদালতের রায়ের তথ্য গোপন করে বারী এডিএম আদালতে জমির প্রকৃত মালিকদের বিরুদ্ধে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর একটি মামলা করেন।এ বিষয়ে অভিযুক্ত আব্দুল বারী বলেন, ‘আমি জমিটি দুই ব্যক্তির কাছ থেকে কিনে ভোগদখল করছি।’ দলিল জাল প্রমাণিত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, আদালতকে প্রভাবিত করে প্রতিপক্ষ রায় নিজেদের পক্ষে নিয়েছেন। তিনি ওই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

আলোকিত প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ কর্তৃক অবৈধ কমিটি দেওয়ায় ঘিওর ছাত্রলীগের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রলীগের কমিটি উপজেলা ছাত্রলীগকে না জানিয়ে এবং গঠনতন্ত্র না মেনে দেওয়ায় জেলা ছত্রলীগের বিরুদ্ধে মানববন্ধন করেছে ঘিওর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ (১৮ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে একত্রিত হয়ে এ মানববন্ধন কর্মসূতিতে অংশগ্রহণ করেন ঘিওর উপজেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম মিয়া জন বলেন, বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্রের কোনো তোয়াক্কা না করে এবং উপজেলা ছাত্রলীগকে অবগত না করেই জেলা ছাত্রলীগের সভাপতি এবং সেক্রেটারি এ অবৈধ কমিটি ঘোষনা করেছেন। আমরা এ কমিটি মানিনা মানবোনা। তিনি আরও বলেন, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাধারন সম্পাদক এই অবৈধ কমিটি এবং মেয়াদহীন বাবালীগের মানিকগঞ্জ জেলা কমিটি ভেঙ্গে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচী অব্যাহত থাকবে। সেই সাথে তিনি জেলা কমিটির এহেন কর্মকান্ডের সাথে জড়িতদের খুজে বের করে শাস্তি প্রদানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রওশন ইয়াজদানী সুমন বলেন, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ কর্তৃক টাকার বিনিময়ে ঘোষিত এই অবৈধ কমিটি আমরা মানিনা মানবোনা। যতক্ষণ পর্যন্ত মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি এবং এই অবৈধ কমিটি ভেঙ্গে না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচী অব্যাহত থাকবে। এসময় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি নাহিদ খান সুমন এবং যুগ্ন সাধারন সম্পাদক সাব্বির শিকদার বক্তব্য রাখেন। মানববন্ধনে উপজেলা এবং ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ কর্তৃক অনুমোদন দেয়া হয় ঘিওর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি।

আলোকিত প্রতিদিন/ ১৮ ফেব্রুয়ারি’২১/এসএএইচ

জুড়ীতে আল-জাজিরার বিরুদ্ধে সড়কে  মানববন্ধন ও প্রতিবাদ সভা

প্রতিনিধি মৌলভীবাজারঃ মৌলভীবাজার, জেলার জুড়ী উপজেলার জুড়ী নাইট চৌমুহনা মুক্তিযোদ্ধা চত্বরে  সময়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ কে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে তারা মানববন্ধন  করেন।
আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ২০২১ ইং তারিখ সকাল ১১.০০  মুক্তিযোদ্ধা  চত্বরে) জুড়ী নাইট চৌমুহনা বিভিন্ন জুড়ী উপজেলার দেশ প্রেমিক নাগরিকবৃন্দ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়া হয়।
বিভিন্ন সংগঠনের নেতারা বলেন, প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানকে জড়িয়ে আন্তর্জাতিক গণমাধ্যমটি মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে বাংলাদেশের সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। আল জাজিরা বিরুদ্ধে জুড়ীতে প্রতিবাদ সভা কাতার ভিত্তিক বিতর্কিত সংবাদ মাধ্যম আল জাজিরা কতৃর্ক সম্প্রতি বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী ও সফল সেনা প্রধানের বিরুদ্ধে মিথ্যা ও বানায়োট প্রতিবেদনর প্রতিবাদে এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠানটি হয়।জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হান্নানের
পরিচালনায় ও জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রন্জন দাস মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, পশ্চিমজুড়ী ইউনিয়ন চেয়ারম্যান শীকান্ত দাস, জুড়ী উপজেলা যুবলীগ সভাপতি মামুনুর রশিদ সাজু, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাব উদ্দিন সাবেল সাধারণ সম্পাদক ইকবাল ভুইয়া জায়ফরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা  পূর্বজুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ মইনুল ইসলাম সহ প্রমুখ।
আলোকিত প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

শ্বশুর-শাশুড়ির সেবা করলেই পুত্রবধূদের উপহার!

এমন ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইল থানার ওসি
প্রতিনিধি টাঙ্গাইল: শ্বশুর-শাশুড়ির সেবা করলেই উপহার পৌঁছে দিচ্ছেন পুলিশ কর্মকর্তা। এমন ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন। তিনি নিজে গিয়ে উপহার পৌঁছে দিচ্ছেন শ্বশুর-শাশুড়িদের সেবা করা পুত্রবধূদের হাতে । উপহারের মধ্যে রয়েছে টাঙ্গাইলের তাঁত শাড়ী, পোড়াবাড়ির চমচম ও ক্রেস্ট। সেইসাথে পরিবারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। তার এমন উদ্যোগের কারণে চারদিক থেকে ফোন আসছে, শুভেচ্ছা, অভিনন্দন আর প্রশংসায় ভাসাচ্ছেন তাকে। থানার ভিতরে ফেস্টুনে লেখা আছে ‘বৃদ্ধাশ্রম নয়, পরিবারই হোক বাবা-মায়ের নিরাপদ আবাস’। পুত্রবধূ যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তার শ্বশুর-শাশুড়ির খেদমত করে আল্লাহ তাকে আখিরাতে পুরস্কার প্রদান করবেন। সেখানে আরো লেখা আছে- শ্বশুর-শাশুড়িকে যে সেবা যত্ন করবে ও একসাথে বসবাস করবে সেই ভাগ্যবতিকে পুরস্কৃত করা হবে। যোগাযোগের জন্য ফোন নম্বর উল্লেখ্য করাও আছে। উদ্যোগটি ভালো লাগায় বিষয়টি মানুষ ইতিবাচকভাবে গ্রহণ করে ও মুহুর্তেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। কলেজ পাড়ার শিউলি জানান, আমি টাঙ্গাইল জেলা সংবাদে একটি পোস্ট দেখতে পাই। সেটি দেখে আমার খুব ভালো লাগে। আমিও আমার শ্বশুর-শাশুড়িকে নিজের মা-বাবার মতো ভালোবাসি ও তাদের সেবা যত্ন করি। তাদের সেবা করে আমি আত্মতৃপ্তি পাই। বিষয়টি অবগত করার জন্য আমি পোস্টে উল্লেখিত নম্বরে ফোন করি। পরবর্তীতে বিকেল বেলায় দেখি ওসি স্যার নিজে এসে আমাকে উপহারগুলো তুলে দেন। মাহমুদা আক্তার জানান, আমি পুরস্কার পেয়েছি। পুরস্কার পেয়ে নিজের প্রতি আরো আত্মবিশ্বাস বেড়ে গেছে। আমি আমার শ্বশুর-শাশুড়িকে এমনিতেই দেখাশুনা করি। ভবিষ্যতেও একইরকম তাদের সেবা করে যাবো। শ্বশুর কাজী মুজিবুর রহমান জানান, আমার মেয়ে আমাকে যেমন ভালোবাসে, আমার ছেলের বউও ঠিক তেমনি ভালোবাসে। আমাদের দেখভাল ও সেবাযত্নে কোনো ত্রুটি করে না। এমন ছেলের বউ পেয়ে আমরা সত্যিই ভাগ্যবান। বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন জানান, আমার ছেলে ও ছেলের বউ আমাদের সাধ্য অনুযায়ী সেবা করে। একজন পুলিশ অফিসার আমার বউমাকে পুরস্কৃত করেছে। পুরস্কার পেয়ে সে তো আত্মহারা। টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, আমি লক্ষ্য করেছি বৃদ্ধ বয়সে সন্তানের অবহেলায় মা-বাবা অযত্নে জীবনযাপন করেন। অনেকেই ঠিকমত খাবারও দেয় না। আর্থিক অবস্থা ভালো সন্তানেরা মা-বাবাকে ছেড়ে বউ বাচ্চা নিয়ে আলাদা বসবাস করে। অনেক সন্তানরাই ভুলে যায় এই মা-বাবা দিনরাত পরিশ্রম করে এই সন্তানের মুখে আহার তুলে দেন ও উচ্চশিক্ষায় শিক্ষিত করেন। তারা এও ভুলে যায় তাদের একদিন বৃদ্ধ হতে হবে। অনেক সন্তানরা কাজের প্রয়োজনে বাইরে ব্যস্ত থাকে। তাদের মা-বাবা পুত্রবধূর কাছে বেশি সময় কাটায়। আমার উদ্দেশ্য ওই পুত্রবধূদের উৎসাহিত করা। তিনি আরো বলেন, যারা মা-বাবাকে ছেড়ে দূরে চলে যায় ও অনেকের একাধিক সন্তান থাকার পরও মা-বাবাকে কাছে রাখা নিয়ে ঠেলাঠেলি করে দূরে সরিয়ে দেয়, সেই সব সন্তান ও পুত্রবধূর প্রতি প্রতিবাদ স্বরূপ এই আয়োজন করেছি। যাতে কোনো মা-বাবাকে অবহেলা ও বৃদ্ধাশ্রমে যেতে না হয়।

 

 

 

আলোকিত প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

নরসিংদীর বেলাবতে মাটির নীচে মিললো ৩ হাজার ৪৬০ পিস গুলি

প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীর বেলাবতে মুক্তিযুদ্ধের এক সংগঠকের বাড়ির আঙিনায় মাটি কাটার সময় উদ্ধার হলো ৩ হাজার ৪৬০ পিস রাইফেলের গুলি। এসব গুলি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যুদ্ধে ব্যবহারের জন্য মুক্তিযোদ্ধারা মজুদ রেখেছিল বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।
গতকাল মঙ্গলবার ১৬ ফেব্রুয়ারি রাতে উপজেলার চরউজিলাব গ্রামের প্রয়াত কৃষকনেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুলহাইয়ের বাড়ির আঙিনা থেকে এসব গুলি উদ্ধার করে থানা পুলিশ।
বেলাব থানার অফিসার ইনচার্জ ওসি সাফায়েত হোসেন পলাশ ও স্থানীয়রা জানান, মাটি কাটার শ্রমিকরা মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত আব্দুল হাইয়ের বাড়িতে মাটি ভরাটের জন্য বাড়ির আঙিনায় কলাগাছের পাশ থেকে মাটি কাটছিলেন।
দিনভর মাটি কেটে নেয়ার পর বিকেলে মাটির নীচে গুলিভর্তি একটি বক্স দেখতে পান তারা। এ সময় বাড়ির মালিক মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের ছেলে বায়েজিদকে গুলিরবক্স পাওয়ার খবর জানালে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে বেলাব থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় রাত ১০টা পর্যন্ত মাটি খুঁড়ে ৩ হাজার ৪৬০ পিস রাইফেলের গুলি উদ্ধার করে।
এ সময় স্থানীয়রা মাটি খুঁড়ে গুলি বের হওয়ার ঘটনা দেখতে ঘটনাস্থলে ভিড় জমায়। উদ্ধার হওয়া থ্রি নট থ্রি রাইফেলের এসব গুলি মুক্তিযুদ্ধের সময় যুদ্ধে ব্যবহারের জন্য মুক্তি যোদ্ধাদের মজুদ রাখা ছিল বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। ১৯৭১ সালে আবদুল হাইয়ের বাড়িতে মুক্তি যোদ্ধাদের ক্যাম্প ছিল বলে জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।

 

 

 

 

 

আলোকিত প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

 

 

আলোকিত প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

মালয়েশিয়া নয় আমাদের রাজশাহী দৃষ্টিনন্দন আধুনিক সড়ক বাতি জ্বলছে।

প্রতিনিধি রাজশাহীঃ প্রজাপতির মতো ডানা মেলে থাকা সড়কবাতিগুলোতে আলো জ্বলার অপেক্ষায় ছিলেন নগরবাসী। নগরবাসীর সেই অপেক্ষার প্রহর শেষ হয়েছে। রাজশাহী নগরীর বহরমপুর বিলসিমলা রেল ক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত চারলেন সড়কে বসানো সেই দৃষ্টিনন্দন আধুনিক সড়কবাতিতে আলো জ্বলেছে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় নান্দনিক সড়কবাতিগুলোর উদ্বোধন করেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এর মাধ্যমে আলোকোজ্জ্বল হয় ৪ দশমিক ২ কিলোমিটার সড়ক ও আশপাশের এলাকা।
মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়নে ১৭৩ কোটি টাকার প্রকল্পের আওতায় ২৬ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে বহরমপুর রেলক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত সড়কটি ৩০ ফুট থেকে ৮০ ফুটে উন্নীত করা হয়েছে। সড়কের দুই পাশে ১০ ফুট চওড়া ফুটপাত ও রাস্তার দক্ষিণ পাশে সাড়ে সাত ফুট ড্রেন করা হয়েছে।

 

 

 

 

 

 

আলোকিত প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে