নিজের দেশের প্রতি সকলেরই একটা মমতা থাকে। দেশের মাটি ফসল ফলমূল, মানুষের জীবন বাচায়। দেশের গাছের ছায়া শন্তিদান করে। দেশের মৃদু বাতাস আমাদের শরীর জুড়ায়। নিজের দেশের মাটি সকল মানুষের কাছে পরম প্রিয়। জন্মভূমি স্বর্গ থেকেও শ্রেষ্ট। স্বদেশের প্রতিটি ধুলিকণা মানুষের নিকট পবিত্র। দেশপ্রেম মানুষের চরিত্রের এক স্বাভাবিক বৈশিষ্ট। দেশপ্রেম হৃদয়ে থাকলেই দেশের মাটি, মানুষ, প্রকৃতি সবকিছুই প্রিয় ও পবিত্র মনে হয়। নিজের দেশে জন্মগ্রহণ এবং আস্তে আস্তে সেখানে বড় হয়ে ওঠার ফলে স্বাভাবিক আকর্ষণ গড়ে ওঠে। এই আর্কষণ থেকে স্বদেশপ্রীতির যে বৈশিষ্ট প্রকাশ পায় তার জন্য মানুষ সবকিছু বিসর্জন দিতে পারে এমনকি নিজের জীবন পর্যন্ত। নিজের দেশের মান ও গৌরব রক্ষার জন্য মানুষ তাকে ত্যাগ স্বীকার করে দেশপ্রেমের পরিচয় দেয়। আর তারই ধারাবাহিকতায় এই গানটি লেখা। ধন্যবাদ সবাইকে।