আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog Page 2169

জামালপুরে এক মাসব্যাপী পুনাক শিল্পমেলা

প্রতিনিধি জামালপুরঃ জামালপুরে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে এক মাস ব্যাপী শিল্প মেলা শুরু হয়েছে।
শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে আজ দুপুরে পুলিশ অফিসার্স মেস প্রাঙ্গণে এসআরিটসিএলের আয়োজনে
পুনাক শিল্প মেলার উদ্বোধন করেন প্রধান অথিতি পুনাক জামালপুরের উপদেষ্টা ফাতেহা পারভীন লুনা। পুনাকের জেলা সভানেত্রী শায়লা শম্পা খন্দকারের সভাপতিত্বে ও দেওয়ানগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহব্বত কবীরের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুনাক শেরপুরের সভানেত্রী কাজী মোনালিসা মারিয়া।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুরের পুলিশ সুপার মো.দেলোয়ার হোসেন,শেরপুরের পুলিশ সুপার হাসান নায়েক চৌধুরী,জামালপুরেরর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সীমা রানী সরকার, আবু সুফিয়ান, মাদারগঞ্জ সার্কেলের এএসপি সামিউল আলম, সদর থানার ওসি মো. রেজাউল ইসলাম খান, বকশীগঞ্জ থনার ওসি মো. শফিকুল ইসলাম সম্রাট প্রমুখ।
এই শিল্পমেলায় ৮০ টি স্টল স্থান পেয়েছে। এখানে পাওয়া যাবে সব ধরনের বস্ত্রপণ্য, কসমেটিকস ও ক্রোকারিজ। বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, রাইডার্স ও সার্কাস।

 

 

 

আলোকিত প্রতিদিন/২০ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

সুনামগঞ্জে মদ ও গাঁজা উদ্ধার: ৪ নারীসহ গ্রেফতার ৬

প্রতিনিধি,সুনামগঞ্জ: সুনামগঞ্জে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান মদ ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ ও র‌্যাব। এঘটনার প্রেক্ষিতে ৩জন নারী মাদক ব্যবসায়িসসহ ৩বছরের সাজাপ্রাপ্ত ৩ আসামীকেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া নারী মাদক ব্যবসায়িরা হলেন- জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের ধনপুর গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী মাদক সম্রাজ্ঞী মোছাম্মদ আম্বিয়া বেগম (৪৫) ও পার্শবর্তী দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের গচিয়া গ্রামের ফুলমতি রবি দাস (৪২),পানমতি রবি দাস (৩৮)। আর গ্রেফতারকৃত ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামীরা হলেন- জেলার জগন্নাথপুর উপজেলার চিতুলিয়া গ্রামের মৃত চারু মিয়ার ছেলে শাহিন মিয়া (৩৭) ও পাশর্^বর্তী স্বজনশ্রী গ্রামের মৃত আব্দুল ওয়াহিদ মিয়ার ছেলে মাওলানা নেছার উদ্দিন (৩৫), তার স্ত্রী সৈয়দা আছমা ফেরদৌস রাহী (৩০)। আজ শনিবার (২০শে ফেব্রুয়ারি) দুপুরের আদালতের মাধ্যমে নারী মাদক ব্যবসায়িসহ সাজাপ্রাপ্ত আসামীদেরকে কারাঘারে পাঠানো হয়েছে।
এব্যাপারে পুলিশ ও র‌্যাব সূত্রে জানা যায়- র‌্যাব ৯এর সুনামগঞ্জ ক্যাম্পের দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ’র নেতত্বে জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের ধনপুর গ্রামের পাকা রাস্তায় অভিযান চালিয়ে ৭ কেজিসহ মাদক সম্রাজ্ঞী আম্বিয়া বেগমকে গ্রেফতার করে গতকাল শুক্রবার সন্ধ্যায় থানায় সোর্পদ করা হয়। এঘটনার প্রেক্ষিতে র‌্যাব বাদী হয়ে রাতেই মাদক সম্রাজ্ঞী আম্বিয়া বেগমের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।
অপরদিকে দিরাই উপজেলার গাচিয়া গ্রামের দীর্ঘদিন চোলাই মদের জমজমাট বানিজ্য চলছিল। গতকাল শুক্রবার ভোরে পুলিশ পৃথক অভিযান চালিয়ে গাচিয়া গ্রামের পানমতি রবি দাসের নিজবাড়ির উঠানের মাঠির নিচে লুকিয়ে রাখা প্লাস্টিকের ড্রাম বোঝাই ১৬০লিটার চোরাই মদসহ মদ তৈরি উপকরণ উদ্ধার করে। পরে মাদক ব্যবসায়ি পানমতি রবি দাসকে গ্রেফতার করে তার দেওয়া তথ্য অনুযায়ী পাশর্^বর্তী বাবাশাহ’র মাজার এলাকা থেকে ফুলমতি রবি দাসকে গ্রেফতার করা হয়। এঘটনার প্রেক্ষিতে গতকাল শুক্রবার সন্ধ্যায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
এছাড়া জগন্নাথপুর উপজেলার চিতুলিয়া গ্রামের মৃত চারু মিয়ার ছেলে শাহিন মিয়া ও পাশর্^বর্তী স্বজনশ্রী গ্রামের মৃত আব্দুল ওয়াহিদ মিয়ার ছেলে মাওলানা নেছার উদ্দিন,তার স্ত্রী সৈয়দা আছমা ফেরদৌস রাহীকে গতকাল শুক্রবার সন্ধ্যায় গ্রেফতার হয়। জগন্নাথপুর থানার এসআই রাজিব রহমান এঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন- নারী নির্যাতনসহ আরো একাধিক মামলায় গ্রেফতারকৃত ৩ আসামীকে ৩ বছরের সাজা দিয়েছে আদালত। তারা দীর্ঘদিন পলাতক ছিল।

 

 

 

 

আলোকিত প্রতিদিন/২০ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

বনবিভাগের অভিযানে ২ টি অবৈধ ডাম্পার আটক

প্রতিনিধি কক্সবাজারঃ কক্সবাজার দক্ষিণ বন বিভাগের স্পেশাল রেঞ্জের অভিযানে ২টি ডাম্পার আটক করা হয়েছে। ১৮ ফ্রেব্রুয়ারী দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবিরের নির্দেশে এ অভিযান পরিচালনা করেন।সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা স্পেশাল ওসি সমীর রঞ্জন সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাপ্ত তথ্য মতে, কক্সবাজার সদরের বিভিন্ন এলাকায় একটি শক্তিশালী চক্র অবৈধভাবে পাহাড় খেটে আসছিল।

বিষয়টি কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ( ডিএফও) হুমায়ুন কবিরের নজরে আসলে তিনি অভিযানের নির্দেশ দেন।
পরবর্তীতে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজায় কক্সবাজার দক্ষিণ বনবিভাগের অভিযানে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাহাড় কাটার দায়ে এসব ডাম্পার আটক করা হয়।
সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও স্পেশাল ওসি সমীর রঞ্জন সাহা জানান,-পাহাড় কাটার সময় ২টি ডাম্পার আটক করা হয়। কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা মৌজার সিটি কলেজ এলাকার সংলগ্ন পাহাড় এবং খুরুশকুল রাস্তার মাথায় গভীর রাতে পাহাড় কেটে ফিরছিলো। ডাম্পার আটক পূর্বক রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়েছে । এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরো জানান, -পাহাড় কাটা আর অবৈধ ডাম্পারের বিরুদ্ধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবির জানান , অবৈধ বালু উত্তোল, সরকারি বন ভূমি জবরদখলমুক্ত , পাহাড় খেকোদের বিরুদ্ধে বন বিভাগ সজাগ রয়েছেন।তথ্য দিয়ে তিনি সহযোগিতা করার অনুরোধ জানান। সরকারি বন ভূমি উদ্ধার, অবৈধ বালু উত্তোলন রোধে বন বিভাগের প্রাত্যহিক অভিযান অব্যাহত থাকবে।

 

 

 

আলোকিত প্রতিদিন/২০ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

মুক্তির দাবিতে গাইবান্ধায় যুবদলের বিক্ষোভ

প্রতিনিধি গাইবান্ধাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও ঠাকুরগাঁও জেলা যুবদলের সভাপতি চৌধুরী মুহাঃ মহেবুল্লাহ্ আবু নুরকে গ্রেফতারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে গাইবান্ধা জেলা যুবদলের উদ্যোগে শনিবার দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের কিছুদুর যাওয়ার পর পুলিশ মিছিলটিতে বাঁধা দেয়। পরে বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে এসে এক সমাবেশে মিলিত হয়।

জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার আহাদ আহমেদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, সদর থানা বিএনপির আহবায়ক ওমর ফারুক সেলু, জেলা বিএনপির সাংগঠনিক অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. মিজানুর রহমান মিজান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, সহ-সভাপতি মোশফিকুর রহমান রিপন, যুগ্ম সম্পাদক ইউনুস আলী দুখু প্রমুখ।

আলোকিত প্রতিদিন/২০ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

রাজশাহী মহানগরীতে ১১৬ লিটার দেশীয় মদসহ একজন আটক

প্রতিনিধি রাজশাহীঃ রাজশাহী মহানগর এলাকাকে মাদক মুক্ত ও চোরাচালান নির্মূল করার লক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিকের নির্দেশে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে ২০ ফেব্রুয়ারি ২০২১ রাত্রী ০১.৪৫ টায় আরএমপি’র রাজপাড়া থানার তেরখাদিয়া পশ্চিমপাড়া কৃষিবিদ টাওয়ারের সামনে চেকপোস্ট ডিউটি পরিচলনাকালে গোপন সংবাদের ভিত্তিতে একটি ইজিবাইক তল্লাশী করে ১১৬ লিটার দেশীয় মদসহ ০১ ব্যক্তিকে আটক করে এবং মদ বহনকারী ইজিবাইক জব্দ করে।
আটককৃত হলো রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার রানীদীঘি গ্রামের মোঃ মুনসুর রহমানের ছেলে মোঃ এনামুল হক ওরফে বাবু (৪৯)।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/২০ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

জুড়ীতে প্রশান্তি হেলথি লিভিং সেন্টারের পক্ষ থেকে গর্ভবতী মা ও নবজাতকের মাঝে খাদ্য বিতরণ।

জুড়ী(মৌলভীবাজার)প্রতিনিধিঃ ইউ কে ভিত্তিক মাতৃসেবা সংঘটন প্রশান্তি হেলথি লিভিং স্বাস্থ্য প্রকল্প সেন্টার জুড়ী উপজেলা কতৃক গর্ভবতী মা ও নবজাতকের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়।
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জুড়ী আধুনিক হাসপাতাল আজ সকাল ১১ টায় রোজ শনিবার ২০/২/২০২১ লুৎফুর রাহমনেরর পরিচালনায় ও আনোয়ারুল ইসলাম বড়লষ্করর সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুকের বিশেষ অতিথি বিশিষ্ট সমাজসেবী মিসেস শাহিন ফারুক, লন্ডন প্রবাসী আইনজীবী ছহুল হোসেন মকু , জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান, সাংবাদিক শাহ আলম, বিশিষ্ট সমাজসেবক কন্দরপ চন্দ্র, গ্রামীণ ব্যাংকের সাবেক ডিজিএম মুজিবুর রহমান, প্রমুখ।
অনুষ্টানে বক্তারা জুড়ী প্রশান্তির সুন্দর ও সেবামূলক কাজের প্রশংসা করেন এবং জুড়ীতে প্রশান্তির কার্যক্রম আর বৃদ্ধি করার আহবান জানান।

 

 

 

আলোকিত প্রতিদিন/২০ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

জাবি শিক্ষার্থীদের উপর হামলায় জবি ছাত্র অধিকার পরিষদের প্রতিবাদ

প্রতিনিধি জবিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে প্রতিবাদলিপি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ। শনিবার (২০ ফেব্রুয়ারি ) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার
প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রাকিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত আমরা জানতে পেরেছি যে গত ১৯ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে গেরুয়া গ্রামের স্থানীয় মসজিদে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করে গ্রামবাসী। এ হামলায় ৩০ জন আহত হয়েছেন তার মধ্যে শিক্ষার্থীর সংখ্যা ই বেশি। জাবি প্রক্টর যে বক্তব্য দিয়েছে তা দায়িত্বহীন্তার পরিচয়। এত বড় ঘটনায় এভাবে দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। করোনা প্রকোপের কারনে দীর্ঘদিন যাবত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় গেরুয়াসহ আশেপাশের এলাকায় অবস্থানরত শিক্ষার্থী যাদের অনেকেই অবরুদ্ধ/ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এমতাবস্থায় হল খুলে দিয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানাচ্ছি। সম্প্রতি ববিসহ দেশের বিভিন্ন স্থানে অনবরত হামলা-মামলা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট ও জাতিকে মেধাশুণ্য করার ঘৃণ্য ষড়যন্ত্র বলে মনে করি। শিক্ষার্থীদের উপর এরকম বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ, স্থানীয় প্রশাসনকে আহবান করছি অবরুদ্ধ শিক্ষার্থীদের এলাকা থেকে উদ্ধার ও আহত শিক্ষার্থীদের সু-চিকিৎসার ব্যবস্থা এবং সেই সাথে অনতিবিলম্বে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার।

প্রতিবাদ লিপির ব্যাপারে ছাত্র অধিকার পরিষদ জবি শাখার যুগ্ন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিশু বলেন, হল বন্ধ থাকায় অধিকাংশ শিক্ষার্থীরা বাধ্য হয়েই ক্যাম্পাসের আশেপাশে থেকে নিজেদের টিউশন/খন্ডকালীন চাকুরী করে শিক্ষাখরচ বহন করছে। ছোটোখাটো বিষয় নিয়ে শিক্ষার্থীদের উপর চড়াও হচ্ছে স্থানীয়রা। হলগুলো খুলে দিলে স্থানীয়দের সাথে সংঘাত এড়ানোর সম্ভব। তাই প্রশাসনকে হল খুলে দিয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানাচ্ছি।

 

 

আলোকিত প্রতিদিন/২০ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

মনদীপ ঘরাইর উদ্যোগে ‘একুশ’ উন্মুক্ত পথ পাঠাগার উদ্বোধন

প্রতিনিধি শরীয়তপুরঃ শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাইর উদ্যোগে ‘একুশ’ নামে উন্মুক্ত পথ পাঠাগার উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের সরকারি বাসভবন পালং হাউজের দেয়ালে ফিতা কেটে পাঠাগারটি উদ্ধোধন করেন জেলা প্রশাসক পারভেজ হাসান।

বিকল্প চিন্তার এমন আয়োজনে হুমায়ুন আজাদের বিখ্যাত বই কবিতার ‘বইয়ের পাতায় প্রদীপ জ্বলে, বইয়ের পাতায় স্বপ্ন বলে’ শরীয়তপুরের সাধারণ মানুষের কাছে যেন এখন সত্যি সত্যি।

পাঠাগারটি উদ্ভোধন করে জেলা প্রশাসক পারভেজ হাসান বলেন, ‘নতুন প্রজন্মকে বই পড়ায় আগ্রহী করে তুলতে পাঠাগারটি ভূমিকা রাখবে, প্রশাসন হচ্ছে জনগণের বন্ধু, কিন্তু একটা দেয়াল তৈরী হয় মানুষের মাঝে, ইউনও স্যার তার বাড়ির দেয়ালে পাঠাগার উন্মুক্ত করে দিয়ে সে দেয়ালকে জ্ঞানের দেয়ালে পরিণত করেছেন। এধরণের উদ্যোগ প্রশংসনীয়।

‘একুশ’ উন্মুক্ত পথ পাঠাগারের প্রতিষ্ঠাতা মনদীপ ঘরাই বলেন, ‘অনেক মানুষ আছেন যারা বই পড়তে ভালোবাসেন, তবে নিয়মিত বই কিনে পড়ার সামর্থ রাখেন না। আবার সামর্থ থাকলেও ঘটা করে পাঠাগারে যাওয়া, সদস্য হওয়া, নিয়মিত চাঁদা দেওয়া এসব প্রক্রিয়া অনেকের কাছেই জটিল মনে হয়। তাই ঝামেলা এড়িয়ে সহজে আর বিনামূল্যে মানুষকে বই পড়ার সুযোগ করে দেওয়ার জন্যই আমার এ উদ্যোগ।
এসময় উপস্থিত ছিলেন মোটিবেুসনাল স্পিকার সুলায়মান সুখন, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা কমিটির সদস্যসহ আরও অনেকে।

 

 

 

আলোকিত প্রতিদিন/২০ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

শিবালয়ে একাধিক মামলার আসামি ছাত্রদলের নেতা দিয়ে ছাত্রলীগের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের শিবালয় উপজেলা ছাত্রলীগের নব্য গঠিত কমিটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে হত্যাচেষ্টা, ভাঙচুর, অগ্নিসংযোগ, চুরিসহ বিভিন্ন অভিযোগে মামলা থাকা ছাত্রদলের দুই নেতা দিয়ে কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রাকিব হাসানাত আওয়ালকে সভাপতি এবং মোঃ নাজমুল হুদা নয়নকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষনা করা হয়। খোজ নিয়ে জানা যায়, সভাপতি পদে দায়িত্ব পাওয়া রাকিব হাসানাত আওয়ালের বিরুদ্ধে তিনটি এবং সাধারণ সম্পাদক মো. নাজমুল হুদা নয়নের বিরুদ্ধে শিবালয় থানায় পাঁচটি মামলা রয়েছে। ছাত্রদল নেতাদের ছাত্রলীগে এমন পদ পাওয়ার ঘটনায় জেলাজুড়ে চলছে সড়ক অবরোধ এবং বিভিন্ন কর্মসূচি ।
শিবালয় থানায় খোজ নিয়ে জানা যায়, সভাপতির দায়িত্ব পাওয়া রাকিব হাসানাত আওয়ালের বাড়ি উপজেলার ষাইটঘর (তেওতা) গ্রামে। তার বাবার নাম আমজাদ হোসেন। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। অপরদিকে রাকিব হাসনাত ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় বিএনপির বিভিন্ন কর্মসূচির নামে উপজেলায় তাণ্ডব চালিয়েছেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিশেষ করে হামলা, ভাঙচুর, হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে থানায় তিনটি মামলা রয়েছে। এরমধ্যে ২০১১ সালের ১৪ জুলাই শিবালয় থানায় একটি মামলা হয়। এরপর ২০১৭ সালে এবং পরের বছর তার বিরুদ্ধে থানায় আরও দুটি মামলা হয়। তদন্ত শেষে যার প্রতিবেদন আদালতে দাখিল করেছে পুলিশ।
এছাড়া হত্যাচেষ্টা, বেআইনিভাবে সভা-সমাবেশ, জখম, চুরি, ভয়-ভীতি প্রদর্শন, গতিরোধ করে হুমকিসহ বিভিন্ন অভিযোগে সাধারণ সম্পাদক পদ পাওয়া নয়ন হোসেনের বিরুদ্ধে শিবালয় থানায় পাঁচটি মামলা রয়েছে। বিভিন্ন সময় বিএনপির জ্বালাও-পোড়াও কর্মসূচির নামে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার দায়ে তার বিরুদ্ধে এসব মামলা হয়েছে বলে জানা যায়। তথ্য সূত্রে জানা গেছে, নয়নের বাড়ি উপজেলার নিহালপুর গ্রামে। তার বাবার নাম মো. খলিল মল্লিক। তিনি বিএনপির সমর্থক। এ বিষয়ে জানতে চাইলে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ জানান, নবগঠিত শিবালয় উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে শিবালয় থানায় বিভিন্ন সময়ে মোট আটটি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে নবগঠিত উপজেলা ছাত্রলীগ সভাপতি রাকিব হাসানাত আওয়ালের নামে তিনটি ও সাধারণ সম্পাদক নাজমুল হুদা নয়নের নামে পাঁচটি মামলা রয়েছে।
মামলার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে ওসি জানান, রাকিবের বিরুদ্ধে হত্যাচেষ্টা, হামলা, ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে থানায় তিনটি মামলা রয়েছে। এর মধ্যে ২০১১ সালের ২৪ জুন উপজেলার তেওতা বাসেট গ্রামের সুধান্ন মণ্ডলের ছেলে কানাই মণ্ডল বাদী হয়ে একটি মামলা করেন।
২০১৭ সালের ৫ জুলাই নিহালপুর গ্রামের মৃত নোয়াই মল্লিকের ছেলে নজরুল ইসলাম আরেকটি মামলা করেন। সর্বশেষ ২০১৮ সালের ২২ আগস্ট দশচিড়া গ্রামের শামসুল হকের ছেলে সাইফুল ইসলাম একটি মামলা করেন।
তদন্ত শেষে মামলাগুলোর প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে বলেও জানান ওসি।
এদিকে নতুন কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়। সেখানে দেখা যায়, ছাত্রলীগের নতুন দায়িত্ব পাওয়া এই দুজন নেতা বিএনপির একটি ব্যানারসহ বেশকিছু নেতাকর্মীদের সঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে আছেন। এরমধ্যে একজন চেক শার্ট অপরজন পাঞ্জাবি পরা। ব্যানারে বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছবি রয়েছে। তবে, কোন কর্মসূচিতে তারা ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন সেটা স্পষ্ট বোঝা যায়নি।
এসব বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহমেদ বুলবুল এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের ব্যক্তিগত মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
সদ্য শিবালয় উপজেলা ছাত্রলীগের বড় দুই পদ পাওয়া সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যায়।

আলোকিত প্রতিদিন/২০ ফেব্রুয়ারি’২১/এসএএইচ

চট্টগ্রামে গাউছুল আজম কনফারেন্সে লাখো নবীপ্রেমিকের ঢল 

ঈমানের পরীক্ষা আল্লাহর অফুরন্ত রহমত প্রাপ্তির মাধ্যম
– অধ্যক্ষ ছৈয়্যদ মুনির উল্লাহ্
প্রতিনিধি, চট্টগ্রাম : যুগে যুগে ইসলামের ইতিহাসে আল্লাহ ও রাসুল (স:) এর পথে মতে যাঁরা নিজেদের নিয়োজিত করেছেন সকলকেই কঠিন পরীক্ষা ও মুসিবতের মাধ্যমে জীবন কাটাতে হয়েছে কিন্তু সুখের বিষয় হলো এ পথের কঠিন বাস্তবতায় আল্লাহর দয়া সর্বক্ষনে ছিলো। ধৈর্য ধারণকারীর সাথে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামীন সর্বক্ষণ সাথী হয়ে থাকেন। পবিত্র কোরআনে আল্লাহতায়ালা বলেছেন নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। দ্বীনের পথে দাওয়াত দিতে গিয়ে স্বয়ং রাসুল (দঃ) তায়েফের জমিনে রক্তাক্ত হয়েছিলেন, আপন জন্মভূমি ত্যাগ করতে হয়েছিল, শেবে আবু তালেবে তিন বছর নির্জনে কাটাতে হয়েছিলো, তীব্র কষ্টে ধৈর্যধারনের মধ্য দিয়ে পাড়ি দিতে হয় জীবনের বেশিরভাগ সময় এমন দুঃখ কষ্টের ভিতরে  লুকিয়ে থাকে জান্নাতের হাতছানি।
এত বাধা, দুঃখ কষ্ট একমাত্র  আল্লাহর পথে চলতে গিয়ে এখানে দুনিয়াবি কোন স্বার্থ ছিলোনা সময়ের পরিক্রমায় গাউছে আজমের তরিক্বতেও এমন পরীক্ষা, ত্যাগ তীতিক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে কারণ হকের পথে বাধা আসবে, জুলুম নির্যাতনের কষ্ট আসবে কারণ উনি খলিলুল্ল্হা, খলিফাতুর রাসুল এসব কিছু চৌদ্দশত বছর আগের সুন্নত আল্লাহর অনুগ্রহে বর্তমানে বাস্তবায়িত হচ্ছে আপাত দৃষ্টে কষ্ট মনে হলেও প্রকৃত পক্ষে এ কষ্ট মহামুক্তির সুসংবাদ, নিয়ামতের আধার। হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু সমস্ত জীবন কষ্টের মহাসমুদ্র পাড়ি দিয়েছেন ধৈর্যের মাধ্যমে, সবরে জামিলের অনুপম দৃষ্টান্ত যেন উনার পবিত্র জীবন, উনি রাসুলনোমা মুর্শেদ প্রিয় রাসুল (দঃ) এর পথ ধরে চলেছেন আজীবন তাই উনার পথেও ঈমানের পরীক্ষা সীমাহীন, এতো আনন্দের বিষয় ইনশাআল্লাহ এ পথের দুনিয়াতে মহা পুরষ্কার হলো খাতেমা বিল খায়ের তথা ঈমানের সাথে মৃত্যুবরণ করা, প্রিয় রাসুলের দিদার লাভের সৌভাগ্য, দুঃখ কষ্ট ভোগ করার মাধ্যমে সুন্নাতে রাসুল (দঃ) আদায়ের মহা সুযোগ।
হযরত গাউছুল আজম সমস্থ জীবন খুব সাধারন বেশে কাটিয়েছে গেছেন ছিল না অর্থ বিত্ত ক্ষমতা যশ খ্যাতির মোহ উনার একমাত্র লক্ষ্য  উদ্দেশ্য ছিলো আল্লাহ এবং রাসূল (দঃ) কে রাজি খুশি করানো। যার জন্য সমস্ত জীবন দিনে রাতে কেঁেদছেন, তরিক্বত ও মাদ্রাসার খেদমতে নিরলস ত্যাগ ও শ্রম দিয়ে গেছেন। উনিই বলেছেন এ তরিক্বতকে আমি নবীর কাছে সোপর্দ করেছি। বস্তুত পক্ষে এ তরিক্বতে আসা সহজ হতে পারে কিন্তু এখানে টিকে থাকতে গেলে পরিক্ষার মধ্য দিয়ে যেতে হয় কারণ আল্লাহ কোরআনের সুরা বাকারার ১৫৫ নং আয়াতে বলেছেন “আমি তোমাদেরকে কিছু ভয় ক্ষুধা এবং ধনসম্পদ জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা পরীক্ষা করিব, তুমি সুসংবাদ দাও ধৈর্যশীলগণকে”। আল্লাহকে পাবার এ পথে পরীক্ষাতো থাকবেই কারণ আল্লাহ নিজেই বলেছেন পরীক্ষা নেবেন। মনে রাখতে হবে সবরকারীর সাথে স্বয়ং আল্লাহ থাকেন। হযরত গাউছে আজম আল্লাহর রঙে রঙিন, নবীর মুহাব্বতে নিজেকে বিলীন করেছেন, উনি কোরআনকে ধারণ করেছেন নিজের মাঝে এবং কোরআনের নূরকে বিশ^ময় ছড়িয়ে দিয়েছেন ফয়েজে কোরআনের মাধ্যমে।
হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু বলেছিলেন, ‘তিনটি জিনিস তোমাদের কাছে আমানত রেখে যাচ্ছি কাগতিয়া মাদরাসা, আমার তরিক্বত এবং তোমাদের ঈমান’। এখানে ঈমানের কথা বলেছিলেন কারণ ঈমান রক্ষার জন্য যে পরীক্ষা আমাদের উপর আসবে সেটা উনি উনার গাউছিয়্যতের দৃষ্টিতে আগেই দেখেছেন। উনি আমাদের শিখিয়ে গেছেন এখলাস ও সবরের মাধ্যমে কিভাবে জীবন কাটাতে হয়। উনার সমস্ত জীবনই খুলছিয়ত ও লিল্লাহিয়তের উপর প্রতিষ্ঠিত। এখন আমাদের একটাই দায়িত্ব এখলাসের সাথে তরিক্বতের পথে দায়েম ও কায়েম থাকা। সফলতা দানের মালিক একমাত্র আল্লাহ আর গাউছুল আজমের সব কথা ও কাজ তৌহিদ প্রতিষ্ঠার জন্য, এ পথের আলো হলো প্রিয় রাসুলের মুহাব্বত। ইনশাআল্লাহ, আঁধার শেষে নতুন সকাল আসবেই, পৃথিবীর প্রান্ত হতে প্রান্তে এ মকবুল তরিক্বত পৌঁছে যাবে স্বমহিমায় এতো গাউছুল আজমের দোয়া নিঃসন্দেহে যা কবুল হবেই।
১৯ ফেব্রুয়ারি শুক্রবার বাদে জুমা হতে চট্টগ্রাম নগরীর বায়েজিদের গাউছুল আজম সিটিতে ঐতিহাসিক গাউছুল আজম কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মহান মোর্শেদ আওলাদে রাসূল হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী এসব কথা বলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য ও মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য গাউছুল আজম কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগ এর দপ্তর সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নূর খাঁন, প্রফেসর ড. জালাল আহমদ, জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ মুহাম্মদ শাহেদ ইকবাল বাবু, কাউন্সিলর আলহাজ¦ মুহাম্মদ মোবারক আলী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সরোয়ার কামাল, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান।
বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মুহাম্মদ আবু বকর, মাওলানা মুহাম্মদ রকিব উদ্দিন, মুহাম্মদ সালাউদ্দীন, মাওলানা মুহাম্মদ এরশাদুল হক, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন নূরী প্রমূখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড: জালাল আহমদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন জালালবাদ ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ সাহেদ ইকবাল বাবু, মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ  যুক্তরাজ্য শাখার সভাপতি মুহাম্মত সালাহ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরোয়ার কামাল, বাংলাদেশ আওয়ামীলীগ চাঁদপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান।
আজকের কনফারেন্স এর বিশেষ অতিথি, জমিয়াতুল মোদার্রেছীন এর মহাসচিব হযরতুলহাজ¦ অধ্যক্ষ আল্লামা শাব্বীর আহমদ মোমতাজী ছাহেবের শশুর এর মৃত্যুতে কনফারেন্স এর প্রধান অতিথি মহোদয় গভীরভাবে শোক প্রকাশ করেছেন। পবিত্র ফাতেহা শরীফ পাঠের মাধ্যমে উনার রূহের মাগফেরাত কামনা করা হয়।
প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর বলেন, যুব সমাজ হচ্ছে একটি দেশের প্রাণশক্তি। সেই যুব সমাজকে সঠিক  দিক নির্দেশনা দিয়ে আল্লাহ ও রাসূলের দেখানো পথে এবং মতে পরিচালিত করে দেশকে এগিয়ে নিতে অবদান রেখে চলেছেন কাগতিয়া দরবার শরীফ।
কনফারেন্সে যোগদানের উদ্দেশ্যে সকাল থেকেই চট্টগ্রামের আশপাশের বিভিন্ন উপজেলা রাঙ্গুনিয়া, হাটহাজারী, ফটিকছড়ি, সীতাকুন্ড, বোয়ালখালী, আনোয়ারা পটিয়া ছাড়াও রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, মহেশখালী থেকে গাড়িযোগে কাগতিয়া দরবারের অসংখ্য অনুসারী, ভক্ত ও সাধারণ মুসলমানেরা কনফারেন্সস্থলে আসতে থাকে। চট্টগ্রাম ছাড়াও ফেনী, কুমিল্লা, বি.বাড়িয়া, চাঁদপুর ও ঢাকা থেকেও কাগতিয়া দরবারের হাজার হাজার অনুসারী ও মুসলমানেরা উপস্থিত হন। কনফারেন্সে যোগদানের জন্য শুধু দেশের নয়, বহির্বিশ্বের বিভিন্ন দেশ সৌদিআরবসহ ওমান, কাতার, কানাডা ও সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবী, শারজাহ্ হতেও কাগতিয়া দরবারের অনুসারী সপ্তাহখানেক পূর্ব থেকে বাংলাদেশে আসেন। শহরের গুরুত্বপূর্ণ সড়ক আলোকসজ্জিত করা হয় এবং চট্টগ্রামের প্রায় সকল প্রবেশমুখে ও বিভিন্ন উপজেলায় উত্তোলন করা হয় তোরণ। মাগরিবের আগেই কনফারেন্সস্থল গাউছুল আজম কমপ্লে¬ক্সের বিশাল ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে জনসমুদ্রে রূপ নেয়।
মিলাদ ও কিয়াম শেষে প্রধান অতিথি দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহ্র ঐক্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি, অসহায় নির্যাতিত মুসলমানদের হেফাজত এবং দরবারের প্রতিষ্ঠাতা গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।
আলোকিত প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি-২০২১