আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog Page 2168

ফুলবাড়ীতে ধরলা নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধন

ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রমের খড়স্রোতা ধরলা নদীর বন্যা নিয়ন্ত্রণসহ বাম ও ডানতীর সংরক্ষণ প্রকল্পের আওতায় ফুলবাড়ী উপজেলাধীন শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় বামতীর বরাবর ২ হাজার ৫ শ’ মিটার নদীতীর সংরক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ৩ টায় সোনাইকাজীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রকল্পের উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের এমপি পনির উদ্দিন আহমেদ। উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডর নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম,  অতিরিক্ত  পুলিশ সুপার রুহুল আমিন, উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান,  শিমুলবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান এজাহার আলী, ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মইনুল হক। এ কাজের জন্য বরাদ্দ দেয়া হয়েছে ৫৯৫ কোটি  টাকা। ধরলার তীর সংরক্ষণের কাজে জিও ব্যাগ এবং সিসি ব্লক ব্যবহার করা হবে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রামের পওর বিভাগ প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে। ফুলবাড়ী, রাজারহাট ও কুড়িগ্রাম সদর উপজেলায় ৪৯ টি প্যাকেজে ৯ টি স্থানে ধরলার উভয় তীরে প্রায় ১৭ কিলোমিটার নদীতীর সংরক্ষণ, বিকল্প বাধ নির্মাণ, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পুনরাকৃতিকরণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দুই তীরের  ২২ হাজার ৪ শ’ টি পরিবার, ৩৫ টি হাটবাজার, ৩ টি নৌঘাট, প্রায় ১২ হাজার ১ শ’ হেক্টর ফসলি জমিসহ প্রায় ৩ হাজার ৪শ’ ৯৮ কোটি ১৫ লক্ষ টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি নদী ভাঙ্গন ও বন্যার কবল থেকে রক্ষা পাবে।
আলোকিত প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

উপহার নিয়ে ২ ভাষা সৈনিকের বাড়িতে রাজশাহী জেলা প্রশাসক 

প্রতিনিধি রাজশাহীঃ একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকে রাজশাহীতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন চলছে। শহীদ বেদিতে ফুল দিয়ে সব শ্রেণির মানুষ শহীদদের বিনম্র চিত্তে স্মরণ করছেন।
এরই মধ্যে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক মো. আব্দুল জলিল। একুশের সকালে তিনি ফুল, ফল ও মিষ্টি নিয়ে সম্মান জানাতে যান দুই ভাষা সৈনিকের বাড়িতে।
রোববার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক মো. আব্দুল জলিল প্রথমে মহানগরীর বেলদারপাড়া এলাকায় থাকা ভাষাসৈনিক মোশারফ হোসেন আখুঞ্জির বাড়িতে যান। এ সময় জেলা প্রশাসক তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ বিভিন্ন রকমের ফল ও মিষ্টি উপহার দেন। পরে তিনি এ ভাষা সৈনিকের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ-খবর নেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।
আকস্মিক এ সাক্ষাতে ভাষা সৈনিক মোশারফ হোসেন আখুঞ্জি রাজশাহী জেলা প্রশাসকের কাছে একটি দাবি তুলে ধরেন। তিনি বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশ থাকার পর এখনও সর্বক্ষেত্রে বাংলার প্রচলন হয়নি। তাই এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। ’এরপর দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক মহানগরের শান্তিবাগে থাকা অপর ভাষা সৈনিক আবুল হোসেনের বাড়িতে যান। তিনি তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তার শারীরিক অসুস্থতা সম্পর্কে খোঁজ-খবর নেন। যে কোনো প্রয়োজনে পাশের থাকার কথা জানান এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তার অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া, ফল ও মিষ্টি উপহার দেন। ভাষাসৈনিক আবুল হোসেন মহান একুশে ফেব্রুয়ারির এই দিনে তাকে এভাবে সম্মান জানানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানান এবং জেলা প্রশাসককে ধন্যবাদ দেন।
এ সময় রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু আসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভিপি শাখা) তারিকুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি অধিগ্রহণ শাখা-১) নাজমুল হুসাইনসহ জেলা প্রশাসনের অন্য কর্মকর্তারা জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রতিনিধি, জামালপুর: জামালপুরে নানা কর্মসূচিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে দিবসের শুভ সূচনা হয়।
সুর্যোদয়ের সাথে সাথে জামালপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা, কালো পতাকা উত্তোলন করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন দলীয় নেতৃবৃন্দ।
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপির নেতৃত্ব কেন্দ্রীয় সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আইনজীবি সমিতি, জেলা বিএনপি ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে আলাদা আলাদাভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়াও জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী’র নেতৃত্বে পরিষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারীরা শ্রদ্ধা নিবেদন করেন।
৫২’র ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জামালপুরে শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীতে স্থাপিত কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে হাজার হাজার নারী-পুরুষ ও স্কুল কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীদের ঢল নামে।

আলোকিত প্রতিদিন/২১ ফেব্রুয়ারি’২১/এসএএইচ

সিনিয়র সচিব হেলাল উদ্দিনের কক্সবাজার এলজিইডি অফিস পরিদর্শন

আবু সায়েম, কক্সবাজার : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ কক্সবাজারস্থ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের মনোরম পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি শুক্রবার ১৯ ফেব্রুয়ারি এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীর কার্যালয় পরিদর্শনের সময় ফাগুনের ছোঁয়ায় ফোটা হরেকরকম বাহারী ফুলের বাগান, পরিপাটি আঙ্গিনা, পরিচ্ছন্ন পরিবেশ, সার্বিক ব্যবস্থাপনা দেখতে পান।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ এলজিইডি কার্যালয়ে পৌঁছালে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান তাঁকে ফুল দিয়ে উঞ্চ অর্ভ্যথনা জানান। এসময় অন্যান্যের মধ্যে কক্সবাজারের জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ, এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলীসহ উর্ধ্বতন প্রকৌশলীবৃন্দ, এলজিইডি’র প্রকল্প পরিচালক স্বপন কান্তি পাল, সিনিয়র সহকারী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী, সহকারী প্রকৌশলীগণসহ উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার ১৯ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১২ টার দিকে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ বিমানযোগে ২ দিনের সফরে কক্সবাজার আসেন।

 

 

আলোকিত প্রতিদিন/২০ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

ফুলবাড়ীতে কোভিড- ১৯ টিকার ফ্রি রেজিষ্ট্রেশন চালু

প্রতিনিধি, ফুলবাড়ী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটায় গীতিকার তৌহিদ-উল ইসলাম পাঠাগারে সর্বস্তরের মানুষের জন্য কোভিড-১৯ টিকার ফি রেজিষ্ট্রেশন চালু করেছে। ৪০ উর্ধ্ব বয়সের যে কেউ মোবাইল ফোন ও এনআইডি কার্ড সাথে নিয়ে এসে এখানে বিনামূল্যে করোনা টিকার রেজিষ্ট্রেশন করে টিকা কার্ড নিতে পারেন।

পাঠাগারের সাধারণ সম্পাদক অধ্যক্ষ নূর মোহাম্মদ মিয়া জানান, আমরা করোনা টিকা গ্রহনে জনসাধারণের মধ্যে আগ্রহ সৃষ্টি ও তাদেরকে স্বাস্থ্য সচেতন করে তুলতে এ কর্মসূচি হাতে নিয়েছি। অনেকের এ্যান্ডোয়েড ফোন নেই, তাছাড়া ফোনে রেজিষ্ট্রেশন করলেও টিকা কার্ডটি প্রিন্ট করে নিতে হয়। আমাদের এখানে এসে রেজিষ্ট্রেশন করলে অর্থ ও সময় দুটোই সাশ্রয় হয়।

পাঠাগারের সভাপতি ও পূর্ব চন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনোদ চন্দ্র রায় বলেন, আমরা এমাসের ৯ তারিখ থেকে ফ্রি রেজিষ্ট্রেশন চালু করে এপর্যন্ত দুই শতাধিক ব্যক্তিকে টিকাকার্ড প্রদান করেছি। রেজিষ্ট্রেশন সংক্রান্ত কাজে আমাদের সহযোগিতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের ছাত্র অনুপম সৈকত অপু। আমি তার এ কাজের জন্য তাকে ধন্যবাদ জানাই।

এ পাঠাগার থেকে কোভিড-১৯ এর ফ্রি রেজিষ্ট্রেশন ও টিকাকার্ড সংগ্রহ করে টিকা গ্রহন কারী বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাসান আলী, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য রমজান আলী,দিনমজুর মনছার আলীর সাথে কথা হলে তারা বলেন, আমরা খুব সহজেই বিনামূল্যে এ পাঠাগার থেকে টিকাকার্ড সংগ্রহ করে টিকা নিয়ে সুস্থ আছি। তারা সকলেই পাঠাগারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিশ্বের অনেক দেশের আগেই করোনার টিকা পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

 

 

 

আলোকিত প্রতিদিন/২০ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

দিনাজপুরে বঙ্গবন্ধু শিশুকিশোর মেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নৌ পরিবহন প্রতিমন্ত্রী

পিসি দাস, দিনাজপুরঃ নৌপরিবহন প্রতিমন্ত্রী জননেতা খালিদ মাহ্্মদু চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশের উন্নয়নে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে।
২০ ফেব্রুয়ারি শনিবার দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর আয়োজিত অমর একুশে ফেব্রুয়ারি-২০২১ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশু সমাবেশ, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুরের ভারপ্রাপ্ত সভাপতি মো: শাহাজাহান নভেল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য দিনাজপুর-১ মনোরঞ্জন শীল গোপাল এমপি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: সানিউল ফেরদৌস, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজু ইমাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুনীতি চাকমা ও ভারপ্রাপ্ত সম্পাদক ও মুখোপাত্র কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ঢাকা’র মনিরুজ্জামান জয়েল। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাশেম লিটন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আলতাফুজ্জামান মিতা, মো: বজলুল হক, তৈয়ব উদ্দিন চৌধুরী, ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, মো: আলাউদ্দিন, কামরুল হুদা হেলাল, মির্জা আশফাক, ডা: আহাদ আলী ও বিধু ভূষণ রায়। প্রধান অতিথি নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী যার জন্ম না হলে বাংলাদেশ হতো না তার বিরুদ্ধে এবং বাংলাদেশের উন্নয়নের রোল মোডেল, ডিজিটাল বাংলাদেশ গড়ার রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খাটো করে একটি মহল এখনও কথা বলে যাচ্ছে। সারা বিশ্বে আন্তর্জাতিকভাবে আজ বাংলা ভাষা দিবস যে পালন হচ্ছে তার প্রশংসার দাবীদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের মুক্তিযুদ্ধের কথা আমাদের প্রজন্ম শিশু কিশোরদের জানাতে হবে। কারন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন নিরঞ্জন হীরা।

 

 

 

 

আলোকিত প্রতিদিন/২০ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

সারাবছর অবহেলায় রাজশাহীর শহিদ মিনারগুলো

প্রতিনিধি রাজশাহীঃ ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালে এই দিনে পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) মাতৃভাষা বাংলা করার দাবিতে রাস্তায় নেমে পড়ে বাঙলার শিক্ষার্থীরা। ১৪৪ ধারা ভঙ্গ করে রাজপথে শ্লোগানে মুখরিত ছিলো ”রাষ্ট্র ভাষা বাংলা চাই”। সেই প্রেক্ষিতে আজ পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ নামে একটি আলাদা রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করে। এই রাষ্ট্রভাষা বাংলাকে বিশ্বের কাছে পরিচিত করেছেন যারা, তাদের স্মরণে নির্মিত হয়েছে অসংখ্য শহিদ মিনার। শহিদদের স্মরণে প্রতিবছর ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। তবে বর্তমান কালে শুধু ২১ শে ফেব্রুয়ারি বাদে অন্যদিনগুলোতে অযন্তে অবহেলায় পড়ে থাকে রাজশাহীর শহিদ মিনারগুলো। আর মাত্র কয়েক ঘন্টা বাকি ২১শের প্রতি শ্রদ্ধা জানানোর । কিন্তু রাজশাহীর বিভিন্ন শহিদ মিনারে এখনো শুরু হয়নি পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ। ধুলা বালিতে ভরে আছে চারপাশ। পায়ে জুতো পড়ে শহিদ বেদিতে উঠে পড়ে জনসাধারণ। রাজশাহীর কোর্ট শহিদ মিনার, ভুবন মোহন পার্ক শহিদ মিনার এবং তালাইমারি শহিদ মিনার ঘুরে দেখা যায় এমন চিত্র।রাজশাহীর তালাইমারি শহিদ মিনার ঘুরে দেখা যায় ২১ শে ফেব্রুয়ারি কাছে আসলেও নেই কোন পরিষ্কার করার অভিযান। গাছের পাতায় আবদ্ধ চারপাশ। প্রতিদিন হয় না পরিষ্কার। মানুষের মধ্যে নেই স্থানটির জন্য বিশেষ শ্রদ্ধা। যে যার মতো শহিদ মিনারে বসে আছে। বন্ধুদের আড্ডার স্থানে পরিনত হয়েছে মিনারটি। তবে স্থানীয়দের কাছে জানা যায় রাজশাহী পদ্মা সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং ওয়াই এম স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বছরে মাঝে মধ্যে শহিদ মিনারের পরিচর্যা করা হয়। কিন্তু সামনে নদীর চর হওয়ায় অনেক স্থানীয়রা এখানে এসে বসেন। ২০ শে ফেব্রুয়ারি ক্লাবের পক্ষ থেকে পরিস্কার করা এবং সাজ সজ্জার কাজ শুরু হবে।শহিদদের স্মরনে শহিদ মিনার তৈরি হলেও কেন নেই তার পরিচর্যা? কিছু মিনার পরিষ্কার থাকলেও কিছু মিনারের খোঁজ খবর নেই না কেউ। রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ে নিমির্ত রাজশাহী কোর্ট চত্বর শহিদ মিনার। জনসাধারণের প্রবেশ তেমন নাও থাকলে গাছ পালায় ঘেরা হওয়ায় মিনারের চারপাশসহ মিনারটি পাতায় আবদ্ধ রয়েছে। জেলা প্রশাসনের আওতায় থাকায় মাঝে মধ্যে পরিষ্কার অভিযান করা হয়।অন্যদিকে রাজশাহীর ভুবন মোহন পার্কের শহিদ মিনারের অবস্থা ক্রমেই আলাদা। বাজার এলাকায় অবস্থিত হওয়ায় আশেপাশে আড্ডার স্থান হিসেবে গড়ে উঠেছে মিনারটি। এছাড়াও বছরজুড়ে মিনারের পাদদেশে পাখির মল পড়ে থাকে। পার্কের ভেতরে সাইকেল মটরসার্কেল রাখার স্থান করে নিয়েছে স্থানীয়রা। শহিদ মিনারে চত্বরের ভেতরে বাদামের খোসাসহ নানান আবজর্না পড়ে থাকে। সাধারন মানুষদের জুতো পড়েও উঠতে দেখা যায় শহিদ মিনারে। পাশে চায়ের দোকান হওয়ায় আড্ডা দেওয়া আরও যেন সহজ হয়ে উঠেছে। ভাষার মাসে শহিদ দিবসকে ঘিরেই শুধু চলে পরিস্কার করার কাজ অন্যদিন যেন তা অবহেলিত ভাবে পড়ে থাকে। সারা বছরই দর্শনার্থী ও জনসাধারনের দ্বারা ক্ষুণ্ন হচ্ছে শহিদ মিনারের মর্যাদা। যে যেভাবে পাড়েন উপড়ে উঠে ঘুরতে থাকে, ছবি তোলে।অনেকে পরিবার নিয়ে অবসর সময় কাটান মিনারে । এভাবেই ভাষার মাস এবং ২১ মে ফেব্রুয়ারি বাদে অন্য দিনগুলোতে অবহেলায় পড়ে থাকে শহিদ মিনারগুলো । এছাড়া অনেক স্কুল এবং কলেজেও শহিদ মিনার থাকলেও কতৃপক্ষ ফেব্রুয়ারি মাসের ২১ েেশর দিন ছাড়া পরিষ্কার করা হয় না তাহলে কী শহিদদের সম্মান শুধু এক দিনের জন্য ?

 

 

 

আলোকিত প্রতিদিন/২০ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

সাভারে দেওগাঁও দারুস সালাম মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে কম্বল বিতরণ

প্রতিনিধি সাভারঃ প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সাভারের দেওগাঁও দারুস সালাম মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।২০শে ফেব্রুয়ারী শনিবার সকালে সাভার সদর ইউনিয়ন ৪নং ওয়ার্ড এলাকায় এ কম্বল বিতরণ করেন সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াছমিন আক্তার চৌধুরী সুমি।অনুষ্ঠানে সার্বিক তত্তাবধায়নে ছিলেন সাভার ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি বিল্লাল হোসেন।এসময় আরো উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও দেওগাঁও দারুস সালাম মাদ্রাসা ও এতিমখানার সভাপতি দেওয়ান ইদ্রিস আলী, অত্র ওয়ার্ড মেম্বর ওয়াদুদ আকন।৪,৫ এবং ৬ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা মেম্বার মনোয়ারা আক্তার,অত্র ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মজিবর রহমান,অত্র মাদ্রাসা কমিটির সাবেক সভাপতি হাজী জয়নাল আবেদীন,নবগঠিত কমিটির সহ-সভপতি আরফান আলী ও মাওলানা আশরাফ আলী।অত্র মাদ্রাসার প্রিন্সিপাল তাজুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী মজিবুর রহমান,যুবলীগ নেতা হাসান মাহমুদ,যুবলীগ নেতা খলিল সরকার,সাভার উপজেলা ছাত্রলীগ নেতা তুষার আহমেদ,এভার লাস্টিং মানবাধিকার সংস্থার চেয়ারম্যান শফিকুল ইসলাম,যুবলীগ নেতা রাজ্জাক,মহিলা আওয়ামী লীগের নেত্রী সালমা আক্তার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

 

 

 

 

আলোকিত প্রতিদিন/২০ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

রঙ্গন চেয়ারম্যান এবং ধীমান সেক্রেটারি জেনারেল।।

বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের নতুন কমিটি গঠিত হল
মুহাম্মদ ইকবাল জাভেদঃ গত ১৯ ফেব্রুয়ারি ২০২১ গাজীপুর জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে দিনব্যাপী কাউন্সিল অধিবেশন ২০২১-২২ সম্পন্ন হয়। দুই পর্যায়ে বিভক্ত অনুষ্ঠানের প্রথম পর্যায়ে দল ভিক্তিক সাংগঠনিক বক্তব্য প্রদান এবং দ্বিতীয় পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার হিসাবে দ্বায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীন দেশের প্রথম মূকাভিনয়শিল্পী দেওয়ান মামুন। প্রায় পয়ত্রিশটি সংগঠনের প্রতিনিধিদের সরাসরি ভোটে চেয়ারম্যান ও সেক্রেটারি নির্বাচিত হন যথাক্রমে ড. ইসরাফিল আহমেদ রঙ্গন এবং ধীমান সাহা জুয়েল। পরবর্তীতে বর্তমান ও পূর্ববর্তী চেয়ারম্যান- সেক্রেটারি যৌথভাবে আলোচনা এবং প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি সোলেমান মেহেদী, যুগ্ম সেক্রেটারি জেনারেল ফজলে রাব্বী সুকর্ণ, অর্থ সম্পাদক মেজবাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম, সহ সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রুবেল, আন্তর্জাতিক সম্পাদক মীর লোকমান, শিক্ষা ও প্রশিক্ষণ সস্পাদক শহিদুল মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক সময়, তথ্য ও গবেষণা সম্পাদক ইকবাল জাভেদ, সহ তথ্য ও গবেষণা সম্পাদক মিরাজ রেজা ও অনুষ্ঠান সম্পাদক দিগান মো. কৌশিক। এছাড়াএ কার্যকরী সদস্য হিসাবে যুক্ত হয়েছেন জাহিদ রিপন, রিজোয়ান রাজন, আল জাবির, জুয়েনা শবনম মৌসুমী মৌ এবং দীপাবলি মুখার্জি অথৈ। এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশান সম্প্রতি প্রতিষ্ঠার একদশক অতিক্রম করেছে। এই সময়ে বাংলাদেশের মূকাভিনয়কে দেশব্যাপী বিস্তারে উল্লেখযোগ্য অবদান রেখেছে।

 

 

 

 

আলোকিত প্রতিদিন/২০ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

১৪৪ ধারা জারি করিয়ে গাছ লুট, অবশেষে চুরি মামলা

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেলা শহর তলীর মাচ্চর ইউনিয়নের কোওপুর দিপু কুমার পোদ্দার তাদের শরিকানা সম্পত্তির মধ্যে ভাগবাটোয়ার দ্বন্দ সুষ্টি হওয়ায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৪ ধারা জাড়ি করিয়ে ছিলেন। কোতয়ালী থানা পুলিশ সে মোতাবেক ঘটনাস্থলে শান্তি বজায় রাখতে আদালতের নির্দেশ মানার সিদ্ধান্ত দিয়ে আসে। কিন্তু আদালতের দেয়া নির্দেশ অমান্য করে উল্টো মামলার বাদী নিজেই জমির গাছ অনত্র বিক্রি করে দিয়েছে। এ ঘটনায় জমির শরিকানার একজন বিপুল কুমার পোদ্দার চুরি মামলা করেছে।
সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। সেখানে থাকা বড় মেহগনী গাছ কেটে অনত্র বিক্রি করেছে বলে জানান পরিবারের সদস্যরা।
জানা যায় , সূত্র কোতয়ালী পিটিশন নং ঃ ৯৪/২০২১ ইং, বিজ্ঞ আদালতের স্মারক নং ঃ ১৮৮ , ০৩/০২/২০২১ ইং তারিখে উভয় পক্ষকে শান্তি পূর্ন পরিবেশ বজায় রাখতে নির্দেশ নিয়ে কোতয়ালী থানার এস আই পিযুষ কান্তি হালদার ঘটনাস্থলে গিয়েছিলেন। সেখানে দুই পক্ষকেই শান্তি বজায় রাখতে কোর্টের নির্দেশ মানার কথা বলেছিলেন।
এ বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানার এস আই পিযুষ কান্তি হালদার সাংবাদিকদের জানান, আমি ঘটনাস্থলে গিয়ে শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখতে কোর্টের নির্দেশনা মানার কথা বলেছি। জানতে পেরেছি যে মামলার বাদী নিজেই গাছ অনত্র সরিয়ে দিয়েছে। এবং আরো জানতে পারি এই গাছের বিষয় নিয়ে একটি চুরি মামলা দিয়েছে জমির শরিক আরেক পক্ষ।
এ বিষয়ে এলাকাবাসী অনেকেই জানলেন, স্থানীয়ভাবে একাধীকবার শালিষ মিমাংসা করার জন্য চেষ্ঠা করা হলেও দিপু কুমার পোদ্দারের পরিবার কোন সালিশীই মানতে চায় না। ফলে ঘটনাটি কোর্ট পর্যন্ত গড়িয়েছে।
১৪৪ ধারার বিষয়ে বিমল তুলসীয়ান স্বাক্ষরিত আদালতে প্রেরিত পিটিশনে উল্লেখ রয়েছে, জেলা ফরিদপুরের কোতয়ালী থানাধীন ১৮ নং মাচ্চর কোওরপুর মৌজার বি.এস. ১৪৬০ নং খতিয়ানে ২৬০১ নং দাগে ১০ শতাংশের মধ্যে ০৭ শতাংশ জমি নালিশী জমি হইতেছে। এখানে শরিকী সম্পত্তির বন্টন সুরাহা অমিমাংসীত। সেখানে অশান্তি বিরাজ করার সম্ভবনা রয়েছে মর্মে ১৪৪ ধারা জারির আবেদন করা হয়। এই মামলার বিষয়ে আদালতের নির্দেশকে গ্রাহ্য না করিয়া মামলার বাদী জায়গা থেকে ২টি মেহগনি গাছ অনত্র বিক্রি করিয়াছে যাহা আইনবিরোধী বলে গন্য হবে। এ ঘটনার বিষয়ে গত ১৪/০২/২০২১ তারিখে বিপুল কুমার পোদ্দার বাদী হয়ে দিপু কুমার পোদ্দার, সুবোধ কুমার পোদ্দর, পলি পোদ্দার ও অলি পোদ্দার নামে একটি চুরি মামলা দ্বায়ের করেছে।

 

 

 

আলোকিত প্রতিদিন/২০ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে