২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

0
35
২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ আনোয়ার হোসেন:
২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৫ ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা  পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম লিটন, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার বেগম, উপজেলা হেফাজত ইসলামের সভাপতি মাওলানা আমিরুল ইসলাম প্রমুখ। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ২৫ মার্চের গণহত্যা বাঙালি জাতির ইতিহাসের এক কালো অধ্যায়, যা নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে। পাশাপাশি ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে নানা কর্মসূচি গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ঠিক করা হয়, যথাযোগ্য মর্যাদায় দিবস দু’টি উদযাপনের জন্য শ্রদ্ধাঞ্জলি অর্পণ, র‍্যালি, আলোচনাসভাসহ নানা কর্মসূচি গ্রহণ করা হবে।
আলোকিত প্রতিদিন/১৩মার্চ-২৫/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here