নবীনগর তিতাস নদীতে অজ্ঞাত ব্যাক্তির ভাসমান মরদেহ উদ্ধার

0
30
নবীনগর তিতাস নদীতে অজ্ঞাত ব্যাক্তির ভাসমান মরদেহ উদ্ধার
নবীনগর তিতাস নদীতে অজ্ঞাত ব্যাক্তির ভাসমান মরদেহ উদ্ধার
মোঃ আনোয়ার হোসেন,মোঃ নিশাদুল ইসলাম :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অজ্ঞাত পরিচয় (৪০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার দুপুরে উপজেলার নাটঘর গ্রামের পূর্ব পাশের তিতাস নদী থেকে ওই যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় সনাক্ত হয়নি।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বুধবার সকালে তিতাস নদীতে মাছ ধরতে গিয়ে স্থানীয় জেলেরা নদীতে লাশ টি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে নবীনগর থানা পুলিশকে খবর দেয়৷ পরে নবীনগর থানা পুলিশ এসে লাশ টি উদ্ধার করে জেলা মর্গে পাঠায়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। প্রথমিক তদন্তে লাশের শরীরে কোন যখমের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলেই আইনি পদক্ষেপ নেয়া হবে।
আলোকিত প্রতিদিন/১২মার্চ-২৫/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here