দুলাল হোসেন, শাজাহানপুর : বগুড়ার শাজাহানপুরে মাদ্রাসার মাহফিলের চাঁদা তুলতে গিয়ে সড়ক দূর্ঘটনায় ১০ বছরের শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
গতকাল ২৩ জানুয়ারী আনুমানিক সময় বিকাল ৫ঘটিকায় শাজাহানপুর উপজেলার চেপিনগর ইউনিয়নের বৃ-কুষ্টিয়া মাদ্রাসা গেটে এঘটনা ঘটে।
নিহত মুসাব্বির (১০) উপজেলার আমররুল ইউনিয়নের রাধানগর গ্রামের আমিনুল ইসলামের ছেলে এবং সে ক্ষুদ্র ফুলকোট ইসলামীয়া হাফেজিয়া মাদ্রাসা ও ইয়াতীমখানায় হিফজ বিভাগে পড়তো।
মাদ্রাসা সভাপতি আবুল কাসেম সরকার জানান, নিহত মুসাব্বির মাদরাসা মাহফিলের টাকা কালেকশনের জন্য অন্য ছাত্রদের সাথে বি-ব্লক বৃ-কুষ্টিয়া ব্রিজ সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে ছিল। সে সময় ছাত্ররা কাঁচামালের ভ্যান দাঁড় করালে ভ্যান থেকে কাঁচামালের বড় একটি বস্তা উল্টে তার উপরে পরে যায় এবং গুরুতর আহত হন। সেখান থেকে স্থানীয়দের সহয়াতায় মুসাব্বিরকে বি-ব্লক ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নিতে বলেন। পথিমধ্যে তার অবস্থার আরও অবনতি ঘটে। হাসপাতালে পৌছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। সভাপতি আরও জানান তার পরিবার নির্মম ভাগ্যকে মেনে নিয়েছে। তবে শিক্ষার্থীদের দিয়ে আর কোনদিন এমন কাজ করা হবে না বলে তিনি অঙ্গিকার করেন।
অন্যদিকে গণমাধ্যম কর্মিরা সংবাদ সংগ্রহে নিহত মুসাব্বিরের বাড়িতে গেলে স্থানীয় লোকজন বাঁধা দেন। তারা বলেন মাদ্রাসার ক্ষতি হয় এমন কাজ তারা করবে না। মাদরাসা কর্তৃপক্ষ নিহতের পরিবারের সাথে আপোষ করেছে বলে অনেকেই জানায়।
জানাগেছে, নিহত মুসাব্বিরের নামে মাদ্রাসার নাম পরিবর্তন করে তার নামকরণ করা হবে। এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক এবং ধর্মীয় দৃষ্টিতে এটি একটি গর্হিত কাজ বলে অনেকেই মনে করছে। তার সাথে এলাকাবাসী শিক্ষার্থীদের দিয়ে চাঁদা আদায় বন্ধের জোর দাবী জানান।
এসময় আমরুল ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিমুজ্জামান এর সাথে মূঠোফোনে যোগাযোগ হলে তিনি জানান, বিষয়টি মিমাংসা হয়েছে লাশ দাফনও করা হয়েছে পরিবারের কোন আপত্তি নেই। তবে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ আর কোনদিন কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে এরকম চাঁদাবাজি করবেনা।
এবিষয়ে শাজাহানপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম এর কাছে মামলা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান আমাদের কাছে তার পরিবারের পক্ষথেকে কেই আসেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আলোকিত প্রতিদিন/এপি