আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog Page 2179

কক্সাবাজারে হোটেল ও রেস্টুরেন্টে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদকঃ বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশের জের ধরে কক্সবাজারে আবাসিক হোটেল ও রেস্টুরেন্টে ভ্যাট ফাঁকির বিরুদ্ধে অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানের প্রথমদিন কক্সবাজার শহরের কলাতলী এলাকায় উইন্ডো টেরেজ, অস্টার ইকো, সী-উত্তরা, হোটেল ডায়মন্ড ও শালিক রেঁস্তোরায় প্রচুর ভ্যাঁট ফাঁকির প্রমান পাওয়া গেছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) সকাল ১১ টা থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের কলাতলীস্থ বিভিন্ন আবাসিক হোটেল ও রেস্তোরায় এ অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্রগ্রাম-২ এর সহকারী পরিচালক যথাক্রমে মোহাম্মদ রিয়াজ উদ্দিন, রতন কুমার দাশ ও উপসহকারী পরিচালক মো.শরিফ উদ্দিন।
দুদক সুত্রে জানা গেছে, কক্সবাজার শহরে চার শতাধিক আবাসিক হোটেল, দুই শতাধিক রেস্টুরেন্ট ও কয়েক’শ বিভিন্ন ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান কাস্টমসের কতিপয় কর্মকর্তার সাথে যোগসাজস করে দীর্ঘদিন ধরে ভ্যাট ফাঁকি দিয়ে আসছে। এমন অভিযোগের প্রেক্ষিতে কক্সবাজারের জাতীয় ও স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে দুর্নীতির সংবাদ প্রচার করা হলে টনক নড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ সরকারী উর্ধতন মহলের। তারই ধারাবাহিকতায় সম্প্রতি কক্সবাজার কাস্টমস এক্সাইজ ও ভ্যাঁট কার্যালয়ের ডেপুটি কমিশনার সুশান্ত পাল কে বদলী করা হলেও বহাল তবিয়তে থাকে উক্ত সিন্ডিকেটের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। পরবর্তীতে কাস্টমস এক্সাইজ ও ভ্যাঁট কর্মকর্তাদের সাথে নিয়ে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) অভিযানে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযানের নেতৃত্ব দেয়া কর্মকর্তারা জানান, কক্সবাজার হোটেল-মোটেল জোনের বানিজ্যিক প্রতিষ্ঠান গুলোতে ব্যাপক ভ্যাট ফাঁকির প্রমান পাওয়া গেছে। যারা এই ভয়াবহ দুর্নীতির সাথে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি অভিযান পরিচালনা করা প্রতিষ্ঠানগুলোকে ফাঁকি দেয়া সমুদয় ভ্যাট পরিশোধ করতে হবে অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে দুদক। একইসাথে কক্সবাজারে আবাসিক হোটেল ও রেস্টুরেন্টে ভ্যাট ফাঁকির বিরুদ্ধে এ অভিযান আগামী এক মাস পর্যায়ক্রমে পরিচালনা করা হবে।
উল্লেখ্য যে বিগত কিছুদিন আগে বিভিন্ন গণমাধ্যমে “মাসিক চুক্তির কারণে সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব” এবং কক্সবাজার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অফিসে কর্মকর্তাদের ঘুষের মহোৎসব চলছে শীর্ষক প্রামাণিক সংবাদ প্রকাশিত হয়। সিন্ডিকেটের প্রধান ডেপুটি কমিশনার সুশান্ত পাল কে বদলী করা হলেও এখনো বহাল তবিয়তে সিন্ডিকেটের রাজস্ব কর্মকর্তা সব্যসাচী শিকদার সহকারী রাজস্ব কর্মকর্তা সালাউদ্দিন সহ অন্যান্য কর্মকর্তারা।
সচেতন মহল মনে করেন, সরকারের যথাযথ রাজস্ব আদায়ে সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের বদলীপূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে কক্সবাজার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অফিসে শান্তি শৃঙ্খলা সহ সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে।

 

 

আলোকিত প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

গাইবান্ধায় ভুল চিকিৎসায় ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রের মৃত্যুর অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভুল চিকিৎসায় হাসিবুর নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ করায় নিহতের স্বজনদের মারধর করার ঘটনা ঘটে। গত ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে গাইবান্ধা জেলা হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত হাসিবুর গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের দক্ষিণ গিদারী গ্রামের ব্যাপারি পাড়ার বকুল মিয়ার ছেলে ও দাড়িয়াপুর আমানউল্লাহ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। গাইবান্ধা জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হারুন অর রশিদ ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগসহ মারধরের বিষয়টি অস্বীকার করেন। নিহত হাসিবুরের পরিবারের অভিযোগ, গত মঙ্গলবার বিকালে খেলাধুলা শেষে হাসিবুর শারীরিক অসুস্থতাবোধ করলে তাকে চিকিৎসার জন্য সন্ধ্যায় জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুজন পাল প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসিবুরকে সাধারণ বেডে ভর্তি করে। এরপর হাসিবুরের অবস্থার উন্নতি না হলে মঙ্গলবার রাত আটটার দিকে হাসিবুরের শরীরে একটি ইনজেকশন পুশ করা হয়। ইনজেকশন দেওয়ার পরপরই হাসিবের নাক-মুখ দিয়ে ফেনা ও রক্ত বের হয়ে কিছুক্ষণের মধ্যে তার মৃত্যুহয়। হাসিবুরের বাবা বকুল মিয়া বলেন, ইনজেকশন পুশ করার প্রতিবাদ জানালে আমাদের উপর চড়াও হয় দায়িত্বরত চিকিৎসক-নার্স। পরে বাহির থেকে ফোন করে আনা কিছু ভারাটিয়া সন্ত্রাসীদের মাধ্যমে আমাদের মারধর করতে করতে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়। তবে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ অস্বীকার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. হারুন অর রশিদ বলেন, সাসপেক্টেট পয়জনিং হিসেবে চিকিৎসা দেওয়া হয়। এর দুই ঘণ্টা পরে রোগীটি মারা যায়। এর পরিপেক্ষিতে রোগীর লোকজন নার্সদের উপর চড়াও হয়। ইনজেকশন দিয়ে তাকে মারা হয়েছে এমন অভিযোগ করে।

 

 

আলোকিত প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

সাভার পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠিত

সাভার প্রতিনিধিঃ সাভার পৌরসভার নবনির্বাচিত মেয়র হাজী আব্দুল গণি ও কাউন্সিলরদের সংবর্ধনা দিয়েছে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার সামনে এই জমকালো সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা সভায় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সরফউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি,আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন, ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর সহধর্মীনী ডাঃ ফরিদা হক, সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদ, পাথালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, উপজেলা ভাইস চেয়ারম্যান সাহাদাত হোসেন খান, বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন, পৌরসভার তত্তবধায়ক প্রকৌশলী শরীফুল ইমাম, পৌরসভার প্রধান হিসাব রক্ষক কর্মকর্তা সামছুদ্দীন, সচিব আবদুর রব শিকদার প্রমুখ।

কাউন্সিলরদের মধ্যে সম্বর্ধিত হয়েছেন, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লা, নূরে আলম সিদ্দিকী নিউটন, আব্দুস সাত্তার, সেলিম মিয়া, সানজিদা শারমিন মুক্তা, আব্দুর রহমান, রমজান আহম্মেদ, মশিউর রহমান খান সম্রাট ও আনিসুজ্জামান খান মুরাদ। এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর ইয়াসমিন আক্তার সাথী, মিসেস ডারফিন আক্তার ও সুলতানা রাজিয়া।আরো উপস্থিত ছিলেন সাভার পৌর যুবলীগ নেতা শেখ সাঈদ সহ আওয়ামী লীগ এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 

 

আলোকিত প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

কুয়াকাটায় মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ॥

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ কুয়াকাটায় আলীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দায়েরকৃত মিথ্যা ও চাঁদাবাজি মামলায় উদেশ্যমূলক প্রতিবেদন দিয়ে ফাঁসানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহিপুর থানা শ্রমিক লীগ সভাপতি আবুল কালাম ফরাজী জামিনে মুক্তির পর মঙ্গলবার শেষ বিকেলে ৩ শতাধিক মটোরসাইকেল শোভাযাত্রায় তাকে পটুয়াখালী থেকে আলীপুরে নিয়ে আসা হয়। এসয় তারা মহিপুর-আলীপুর বন্দরে বিক্ষোভ করে ও চাঁদাবাজি মামলাকে মিথ্যা আখ্যায়িত করেন। আদালতের নিযুক্ত তদন্ত কর্মকতা লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লার যোগসাজসে মামলাটি করা হয়েছে বলে দাবি করা হয়।

বিক্ষোভ শেষে আলীপুর চৌরাস্তায় লতাচাপলী ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি ইয়াকুব হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামিনে মুক্ত মহিপুর থানা শ্রমিক লীগ সভাপতি আবুল কালাম ফরাজী, মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. খলিলুর রহমান, লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সাইদ ফকির, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন বিপ্লব, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ বারী আজাদ, কুয়াকাটা পৌর শ্রমিক লীগের সভাপতি আব্বাছ কাজী প্রমুখ।

এসময় বক্তরা বলেন, বিষয়টি আপোষ-মীমাংসাযোগ্য মামলা হলেও ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা অনৈতিকভাবে প্রভাবিত হয়ে উদ্যেশ্যমূলকভাবে আদালতে মনগড়া প্রতিবেদন দিয়ে রাজনৈতিক ও পারিবারিক দ্বন্দের শোধ নিয়েছেন। প্রতিবাদ সভায় বক্তরা, মিথ্যা-বানোয়াট এ চাঁদাবাজি মামলাটি পুনরায় প্রশাসনিক তদন্তের অনুরোধ করেন।

 

আলোকিত প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

কলাপাড়ায় মধ্যযুগীয় নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়া অপহৃত সেই যুবক গভীর জঙ্গল থেকে উদ্ধার

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ মহিপুরে হাত পা বেঁধে মধ্যযুগীয় নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়া অপহৃত যুবক রায়হান (২২) কে ৬ দিন পর অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে লতাচাপলী ইউনিয়নের স্লুইজগেট এলাকার বালুবাহী নৌকা থেকে তাকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি ডিঙ্গি নৌকা ফাতরার বন এলাকায় বালু আনতে যায়। এসময় বালুবাহী নৌকা দেখে রায়হান চিৎকার করে তাদের কাছে সাহায্য চাইলে তারা রায়হানকে উদ্ধার করে মহিপুর থানা পুলিশকে খবর দিয়ে তাদের কাছে হস্তান্তর করে। উদ্ধারের সময় রায়হানের হাত বাঁধা ছিল বলে জানান বালুবাহী নৌকার শ্রমিকরা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুুপুরে বাড়ি থেকে শ্বশুর বাড়ি তালতলী যাওয়ার পথে নিখোজ হয় যুবক রায়হান। পরে শুক্রবার সকালে রায়হানকে মধ্যযুগীয় নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর ৯জনকে আসামী করে বায়হানের পিতা মহিপুর থানায় ১টি মামলা দায়ের করেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, মামলা রুজুর ৪৮ ঘন্টার মধ্যে রায়হানকে উদ্ধার করে তাকে পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে তিনি সাংবাদিকদের জানান এবং ইতিমধ্যেই মামলার ৯ আসামীর মধ্যে ২জনকে বিপুল পরিমান মদ তৈরীর সরঞ্জামসহ গ্রেফতার করা হয়েছে।

 

 

আলোকিত প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

জবির নতুন ক্যাম্পাসের অধিগ্রহনকৃত ভূমির ডিজিটাল সার্ভের নকশা প্রনয়ন

জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাসের প্রায় ২০০ একর জমির জরিপ যা আধুনিক প্রযুক্তি ডিজিটাল ড্রোন সার্ভের মাধ্যমে ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। প্রকল্প এলাকার বাস্তব চিত্র, জমির সীমানা, রাস্তাঘাট, পুকুর, ডোবা সহ সকল প্রকার চিত্র নকশার মাধ্যমে উপস্থাপন করা হয়, যা পরবর্তিতে মাস্টার প্ল্যান তৈরির কাজে সহযোগী হবে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) উক্ত নকশা উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এর নিকট হস্তান্তর করা হয় এবং ড্রোনের মাধ্যমে সম্পাদিত জরিপ কাজের ভিডিও চিত্র প্রজেক্টরের মাধ্যেেম উপাচার্য মহোদয়ের সভা কক্ষে প্রদর্শন করা হয়। এ সময় ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, রেজিস্ট্রার, পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস), প্রধান প্রকৌশলী, প্রক্টর সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের চিফ ইঞ্জিনিয়ার (ভারপ্রাপ্ত) হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, নতুন ক্যাম্পাসের কাজ ড্রোনের মাধ্যমে দেখা হয়েছে। এতে করে যেসব সমস্যা আছে সেসব সমাধান সহ আমাদের কাজ করতে সুবিধা হবে।

আলোকিত প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

পলাশে এক মানসিক প্রতিবন্ধী নারীর জমি আত্মসাতের অভিযোগ

নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার চামরাবো গ্রামে মৃত: মমতাজ উদ্দিনের কণ্যা হোসনা বেগম নামে এক মানসিক প্রতিবন্ধী অসহায় নারীর সম্পত্তি আত্নসাতের অভিযোগ উঠেছে। প্রতিবন্ধী এই নারীর বড় বোন রেহেনা বেগম জানান, আমরা ১ ভাই, ৭ বোন। পিতৃ সম্পত্তি মোট . ০৭৯ শতাংশ। আমাদের পিতা মৃত তাই সকল সম্পত্তি বড় ভাই মোহাম্মদ আলি দেখা শুনা করতেন। আমরা প্রয়োজনে বাবার সম্পত্তি বারবার চাইলেও সম্পত্তি বুঝিয়ে না দিয়ে কৌশলে দখলে রেখে আমাদের পাওনা সম্পতি থেকে বঞ্চিত করে চলছেন। পরে ২০১৩ সালে স্থানীয় কাউন্সিলার ও গণ্যমান্যদের সহযোগীতায় আমাদের সাত বোনের সম্পত্তি আমার বড় ভাই মোহাম্মদ আলী আমাদের সম্পত্তি বুঝিয়ে দিতে বাধ্য হোন। আমরা প্রত্যেকে পৌনে আট শতাংশ করে সম্পত্তি পাই। মানসিক প্রতিবন্ধী বোন হোসনা বেগমও পৌনে আট শতাংশ সম্পত্তি পায়। এর এক বছর পর আজীবন ভরনপোষণের লোভ দেখিয়ে হোসনা বেগমের কাছ থেকে মোহাম্মদ আলী, তার পৌনে আট শতাংশ জমি নিজের নামে লিখিয়ে নেয়। পরে মোহাম্মদ আলী ২০১৮ সালে মারা যাওয়ার পর তার স্ত্রী রাশিদা আক্তার শিউলি, কৌশলে প্রতিবন্ধী বোন ও বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দেয়। বর্তমানে বোন ও মা কে আমি বাড়িতে এনে রাখছি। স্থানীয় মাতাব্বর ব্যাক্তিরা এসব ঘঠনা অবগত আছেন। সম্প্রতি কয়েক মাস পূর্বে আমার মা মারা যাওয়ার পর থেকে ভাইয়ের স্ত্রী শিউলি, আমার বোনের পৌনে আট শতাংশ সম্পত্তি বিক্রি করতে উঠে পড়ে লেগেছে। ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় কাউন্সিলার মোঃ আব্দুল বাতেন মিয়া বলেন, আমরা বহুবার ঘোড়াশাল পৌরসভা মেয়র সাহেবের নির্দেশে বিষয়টি মিমাংশার করার চেষ্টা করতে গিয়ে আমরা ব্যার্থ হয়েছি।

এলাকাবাসী জানান, মোহাম্মদ আলী বেঁচে থাকতে প্রতিবন্ধী হোসনা ও তার মায়ের বরণ পোষন করেছিলেন। কিন্তুু মোহাম্মদ আলী’র মৃত্যুর পর তার স্ত্রী তাদের বাড়ি থেকে অসহায় প্রতিবন্ধী ও তার বৃদ্ধ মাকে বেড় করে দেন। সম্প্রতি হোসনার মাও মারা গেছে, বর্তমানে একেবারে অসহায় হয়ে পড়েছেস এই প্রতিবন্ধী নারী। বোনের আশ্রয়েও তার ঠিক ভাবে দিনাতিপাদ হচ্ছেনা। প্রতিবেশীসহ এলেকার সকল মানুষ চান, যেন প্রতিবন্ধী হোসনা তার পৈত্রিক সম্পত্তি যে কোন মুল্যে ফেরৎ পান।

 

 

আলোকিত প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

নড়াইলে দুই মাদক কারবারীকে যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধিঃ দুই মাদক কারবারীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন নড়াইলে জেলা ও দায়রা জজ আদালত।
বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন-যশোরের বাঘারপাড়া উপজেলার নিত্যানন্দপুর গ্রামের শের আলী মোল্যার ছেলে রফিকুল ইসলাম (৩২) এবং একই উপজেলার বাররা গ্রামের কিসমত সরদারের ছেলে আবু সাঈদ সরদার (২০)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইল সদর থানার কামকুল এলাকা থেকে রফিকুল ইসলামের কাছ থেকে ৭০ বোতল ফেনসিডিল এবং আবু সাঈদের কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের হয়। এসআই খায়রুল ইসলাম তদন্ত শেষে দুই মাদক কারবারীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আটজন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

আলোকিত প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

তাহিরপুর সীমান্তে চোরাচালান বৃদ্ধি

প্রতিনিধি,সুনামগঞ্জঃ সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে আবারও জমজমাট হয়ে উঠেছে চোরাচালান বানিজ্য। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে ৩টি ঘোড়া ও নিষিদ্ধ ঘোষিত নাসির উদ্দিন বিড়ির চালন আটক করেছে পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়- গত কয়েকদিন যাবত জেলার তাহিরপুর উপজেলার চাঁনপুর সীমান্তের বারেকটিলা, রাজাই, কড়ইগড়া, চানপুর, নয়াছড়া,পাগলা ছড়া ও পাশর্^বর্তী লাউড়গড় সীমান্তের যাদুকাটা নদী, শাহআরেফিন মোকাম, পুরান লাউড়গড় এলাকা দিয়ে সোর্স আমিনুল ইসলাম, নবীকুল মিয়া, নুরু মিয়া, শহিদ মিয়া ও রফিকুল ইসলাম গং রাজস্ব ফাঁকি দিয়ে প্রতিদিন ভারত থেকে কয়লা, পাথর, মদ, গাঁজা, নাসিরউদ্দিন বিড়ি ও ইয়াবাসহ গরু ও ঘোড়া পাচাঁর করছে।
গতকাল মঙ্গলবার (৯ই ফেব্রুয়ারী) দুপুরে ভারত থেকে অবৈধ ভাবে ৭টি ঘোড়া ওপেন পাচাঁর করে কাউকান্দি ও আমবাড়ি এলাকা দিয়ে পৃথক ভাবে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে পিছলার বিল নামকস্থান থেকে ৩টি ঘোড়া আটক করে। অপরদিকে ১লক্ষ ৪৭হাজার টাকা মূল্যের অবৈধ নাসিরউদ্দিন বিড়ি আটকের পর উপজেলা পরিষদ সংলগ্ন স্থানে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ। এছাড়াও টেকেরঘাট সীমান্তের রজনীলাইন, বরুঙ্গছড়া, বড়ছড়া, লাকমা ও টেকেরঘাট এলাকা দিয়ে সোর্স ইসহাক মিয়া, কামাল মিয়া, লেংড়া বাবুল ইয়াবা, মদ, গাঁজা ও কয়লা পাচাঁর করছে। পাশর্^বর্তী বালিয়াঘাট সীমান্তের লাকমা, লালঘাট এলাকা দিয়ে সোর্স ইয়াবা কালাম মদ, গাঁজা, ইয়াবা, কাঠ, কয়লা পাঁচার করছে। চারাগাঁও সীমান্তের লালঘাট, বাঁশতলা, চারাগাঁও এলসি পয়েন্ট এলাকা দিয়ে সোর্স শফিকুল ইসলাম ভৈরব ও রমজান মিয়া ভারত থেকে কয়লা, চাল, মদ, গাঁজা, ইয়াবা পাচাঁর করছে।
গত সোমবার (৮ই ফেব্রয়ারী) রাতে সোর্স পরিচয়ধারী শফিকুল ইসলাম ভৈরব, নজরুল মিয়া ও রমজান মিয়াগং চারাগাঁও এলসি পয়েন্ট দিয়ে ভারত থেকে অবৈধভাবে ২০০বস্তা (১১ মে.টন) কয়লা পাচাঁর করার পর ২টি ট্রলিসহ আটক করেছে বিজিবি। কিন্তু সোর্সদেরকে গ্রেপ্তার করেনি। সম্প্রতি লাউড়গড় সীমান্তের যাদুকাটা নদী দিয়ে রাজস্ব বিহীন অবৈধ কয়লা পাচাঁর নিয়ে বিজিবি ও সোর্স পরিচয়ধারী চোরাচালানীদের মধ্যে সংঘর্ষ ও গুলাগুলি হয়। এঘটনার প্রেক্ষিতে গ্রাম্য সালিশ ও থানায় মামলা হয়েছে।
এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার বলেন- আটককৃত ঘোড়াগুলোর মালিক খোঁজে বের করার চেষ্টা চলছে আর অবৈধ নাসিরউদ্দিন বিড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে।

 

 

আলোকিত প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শাবিপ্রবির একাউন্টস স্বচ্ছতার দিকে ১ম

শাবিপ্রবিঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর তত্ত্বাবধানে দুই দিন ব্যাপী সকল দপ্তর প্রধান শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে কী পারফরম্যান্স সূচক এবং স্বীকৃতির উপায় সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত হয়।  ফেব্রুয়ারীর ৯ এবং ১০ তারিখ সকাল সাড়ে ১০ ঘটিকা থেকে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর সেমিনার কক্ষে করোনা কালীন সময়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে কর্মশালাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে শাবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের সবাইকে একটা নিয়মের মধ্যে চলতে হবে। শিক্ষকদের জন্য নতুন নীতিমালা চালু হচ্ছে। প্রশাসনিক কাজ ভালভাবে করার জন্য আমরা গুনগত মান সম্পন্ন কর্মকর্তা নিচ্ছি। আইকিউএসির উদ্যোগে এর আগেও কর্মকর্তাদের ট্রেনিং দেওয়া হয়েছে। সমস্ত কর্মকর্তাদের জন্য একটি করে কম্পিউটারের ব্যবস্থা করে তাদেরকে কম্পিউটার ট্রেনিং দেওয়া হবে।

তিনি আরও বলেন, ৪৬টা পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতার দিক দিয়ে শাবিপ্রবি এক নম্বরে আছে। বিশেষ করে, সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে শাবিপ্রবির একাউন্টস স্বচ্ছতার দিক দিয়ে প্রথম। শিক্ষকদের ট্রেনিং এর জন্য ইউজিসি আমাদেরকে সেন্টার অফ এক্সিলেন্স ফর টিচিং এন্ড লার্নিং (সিইটিএল) এর অনুমোদন দিয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের সকল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র হবে শাবিপ্রবি। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের বাজেট আসবে বিশ্ববিদ্যালয়ের কাজের মান ও দক্ষতার উপর। বিশ্ববিদ্যালয়ের মান বাড়াতে আমরা অনেক কাজ করে যাচ্ছি তবুও আমাদের কিছু অপূর্ণতা রয়েছে।
আলোকিত প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে