আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog Page 2174

ফুলবাড়ীতে দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার প্রতিনিধির জন্মদিন পালন

ফুলবাড়ী,(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সদস্য সৃষ্টি টিভি ও দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মোস্তাফিজার রহমান জাহাঙ্গীরের জন্মদিন ১৬ ফেব্রুয়ারি পালন করা হয়েছে। উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে রাত ৮টায় কেক কাটার মাধ্যমে দিনটি পালন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক মিলন, কাশিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিঞা, বাংলাদেশ প্রতিদিনের উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি অনিল চন্দ্র রায়, সাংবাদিক হারুন অর রশিদ, মধ্য নওদাবস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুল হক বসুনিয়া,রতিকান্ত রায়, আজিজুল হক নাজমুল, জিয়াউর রহমান,সিরাজুল ইসলাম, রতন চন্দ্র সেন, জিয়াউর রহমান জিয়া, নূরনবী মিয়াসহ সূধীজন।

 

 

 

 

আলোকিত প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

শরীয়তপুরে হত্যা মামলা তুলে নিতে বাদীকে হুমকি

সাইফুল ইসলাম শরীয়তপুরঃ শরীয়তপুর সদরে একটি অজ্ঞাতনামা হত্যা মামলার জের ধরে মামলার বাদীকে মোবাইল ফোনে মামলা তুলে নিতে হুমকি, সন্ত্রাসী বাহিনী নিয়ে মারধর এবং পরে বাদীর বিরুদ্ধে সাজানো ইভটিজিং মামলা করার অভিযোগ উঠেছে। তবে পুলিশ ইভটিজিং মামলায় প্রাথমিকভাবে দুইজনকে গ্রেফতার করলেও তদন্তে ইভটিজিং মামলাটি সাজানো ও বানোয়াট হওয়ার প্রমাণ পায়। ২০১৯ সালের ২৫ অক্টোবর শরীয়তপুর পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর পালং এর বাসিন্দা জালাল আহম্মেদ এর ছোট ছেলে আওলাদ হোসেন চৌকিদার (২২) নিখোঁজ হয়। ২৮ অক্টোবর শরীয়তপুর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি ঝোপের মাঝ থেকে আওলাদ হোসেনের লাশ উদ্ধার করে পালং থানা পুলিশ।
এ ঘটনায় নিহতের ভাই মোক্তার হোসেন (৪০) বাদী হয়ে পালং থানায় ২৯ অক্টোবর, ২০১৯ সালে অজ্ঞতনামা খুনিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
মামলার এজহারে নিহত আওলাদ হোসেনের সাথে প্রতিবেশী নুরুল ইসলাম তালুকদার এর মেয়ে তানজিলা আক্তারের প্রেমঘটিত মনোমালিন্যের বিষয়টি উল্লেখ করা হয়। ফলে এ মামলায় পুলিশ প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদ ও নজরদারীতে রাখে। পরে বাদী পক্ষ ২০ জানুয়ারি, ২০২০ সালে মামলাটিকে আবেদন করে পিবিআইতে হস্তান্তর করে। তারপর থেকে এখন মামলাটি পিবিআইতে তদন্তনাধীন।কিন্তু এ মামলা তুলে নিতে নুরুল ইসলাম তালুকদার গং প্রায় সময় বিভিন্ন হুমকি ও ভয় ভীতি দেখিয়ে আসছিল বলে অভিযোগ করেন নিহতের ভাই আবুল হোসেন চৌকিদার। তিনি বলেন, ’গত ১৩ ফেব্রুয়ারি, রাত আনুমানিক ১০টা ৩০মিনিটের সময় একটি অপরিচিত নাম্বার থেকে কল করে মামলাটি উঠিয়ে নিতে বলে। সে বলে- যদি উঠিয়ে না নেই তবে তোমার সমস্যা হবে এবং রাস্তা-ঘাট যেখানেই যাবে সেখানেই সমস্যা হবে। তাই আমার বড় ভাইয়ের পরামর্শে ঐ রাতেই পালং থানায় একটি সাধারণ ডায়েরি করি। এর কারণে পরদিন ১৪ ফেব্রুয়ারি আনুমানিক সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের সময় উত্তর পালং শাবনুর মার্কেটের রাজিব খানের চায়ের দোকানে বসা থাকা অবস্থায় নুর ইসলাম তালুকদার (৪০), শহিদুল তালুকদার (৩৬), লিয়াকত সরদার (৩২), সেলিম মাদবর (২৮), শাজাহান মাদবর সহ ৫/৭ জন আমার উপর অতর্কিত হামলা চালায়।’ এ ঘটনায় আহত আবুল হোসেন চৌকিদারের ভাই মোঃ মোক্তার হোসেন আসামীদের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেন। অন্যদিকে, আওলাদ হত্যা মামলা সহ আবুল হোসেন চৌকিদার এর উপর হামলা মামলা তুলে নিতে আবুল হোসেন চৌকিদার সহ হামলা মামলার সাক্ষীদের বিরুদ্ধে ইভটিজিং মামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন আবুল হোসেন চৌকিদার। হামলা মামলার আসামী অভিযুক্ত নুর ইসলাম তালুকদারের মেয়ে তানজিলা আক্তার বাদী হয়ে পালং থানায় ইভটিজিংয়ের অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের ভিত্তিতে পুলিশ দুইজনকে গ্রেফতার করে। যারা আবুল হোসেন চৌকিদার এর উপর হামলা মামলার প্রধান সাক্ষী। আবুল হোসেন চৌকিদার বলেন, ‘তারা একটি সাজানো ইভটিজিং মামলা করেছে। এখন বিভিন্ন মাধ্যম থেকে চাপ আসছে এই বলে যে, আমরা মামলা তুলে নিলে তারাও মামলা তুলে নিবে। কিন্তু আমরা এর সঠিক বিচার চাই।’
এদিকে, ইভটিজিংয়ের অভিযোগের বিষয় কথা বলতে গেলে অভিযোগকারী তানজিলা আক্তারকে বাড়িতে পাওয়া যায়নি এবং তানজিলা আক্তারের মাকে পালং মডেল থানার সামনে পেলেও তিনি সংবাদকর্মীদের এড়িয়ে চলে যান।
এ বিষয়ে জানতে চাইলে পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম উদ্দিন বলেন, ‘আমরা তদন্ত করে ইভটিজিংয়ের অভিযোগের সত্যতা পাইনি। ইভটিজিং এর অভিযোগ কেন করা হলো সে বিষয় ক্ষতিয়ে দেখা হবে। আটককৃতদের ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।

আলোকিত প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা রাস্তায় বসে প্রতিবাদ সমাবেশ করল নেতাকর্মীরা

প্রতিনিধি সুনামগঞ্জঃ প্রথম সেক্টর ও ফোর্সেস কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব প্রত্যাহারের সরকারি হঠকারী ও অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি।
বুধবার (১৭ ফেব্রুয়ারি)সকালে সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করতে চাইলে খামার খালী পয়েন্টে পুলিশ বাঁধা দেয়। পরে বিএনপির নেতাকর্মীরা শহরের প্রদান সড়কে বসেই প্রতিবাদ সমাবেশ করে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন, সহ সভাপতি নাদের আহমদ, আবুল কালাম আজাদ এড.মঈন উদ্দিন সোহেল,আতম মিসবাহ,রেজাউল হক প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ সদস্য কলিম উদ্দিন মিলন বলেন, বাংলালাদেশ জনগণ জানিয়ে দিতে চায়, বীর উত্তম খেতাব আওয়ামী লীগ অবৈধ সরকারের সম্পদ নয়, এটা স্বাধীন্তা যুদ্ধের সম্পদ,জনগণের সম্পদ। ঐ সম্পদে হাত দেওয়া মানে বাংলাদেশের মানুষের কলিজায় হাত দেওয়া।
তিনি আরো বলেন, বাংলাদেশের পক্ষ থেকে বলে দিতে চাই বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় স্বাধীন্তার সর্বভৌমত্বের প্রতীক সংবিধানের রক্ষক, বাংলাদেশের সর্বভৌমত্বের রক্ষক। ব্যাক্তির স্বার্থে গোষ্ঠীর স্বার্থে, মাফিয়া চক্রের স্বার্থের আমাদের গর্বের ধন বাংলাদেশ সেনাবাহিনীকে ব্যবহার করা যাবে না।

 

 

 

 

 

আলোকিত প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রতিনিধি টাঙ্গাইলঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংর্ঘষে ট্রাকের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন আহত হয়েছেন। আজ সকালে এ দুর্ঘটনা ঘটে৷ নিহত ট্রাকের চালক খালেক (৫০) সিরাজগঞ্জের সলঙ্গার বনবাড়ীয়া গ্রামের আব্দুল করিমের ছেলে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. রেজাউল করিম জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়া আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় পৌঁছালে টাঙ্গাইলগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক খালেক নিহত হয়। আহত হয় আরও ৫ জন। পরে তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনা কবলিত গাড়ি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

 

 

 

 

আলোকিত প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

বাউফলে ডোবা হতে নবজাতকের লাশ উদ্ধার

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের বীরপাশা গ্রামের একটি পুকুর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি-২০২১) সকালে থানা পুলিশ ওই নবজাতকের লাশ উদ্ধার করে।
বীরপাশা গ্রামের চৌকিদার মোহাম্মদ ফিরোজ আলম জানান, ওই গ্রামের আবদুল হক হাওলাদারের বাড়ির সামনের পুকুরে ওই নবজাতকের লাশ দেখতে পেয়ে বাউফল থানার পুলিশকে খবর দেওয়া হয়। ছেলে নবজাতকের লাশটি একটি কালো রংয়ের জ্যাকেট দিয়ে মোড়ানো ছিল। স্থানীয় লোকজন ধারণা নবজাতকটি কারো অবৈধ সম্পর্কের ফসল হতে পারে ।
এ বিষয়ে বাউফল থানার পুলিশ জানায়, নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। লাশ আঞ্জুমান মফিদুলের মাধ্যমে দাফন করা হবে।

 

 

 

আলোকিত প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

সেনবাগে ১ জন কে ১ বছর কারাদন্ড ও ১ জনকে ১ লক্ষ টাকা জরিমানা

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সেনবাগ উপজেলার ৬ নং কাবিলপুর ইউনিয়নের দিলদার মার্কেটে নকল ঔষধ তৈরীর অপরাধে মোবাইল কোর্টে মোঃ নুর নবী কে ১ বছর কারাদন্ড দেয়া হয়।সে উত্তর শাহাপুর গ্রামের ডাঃ বাড়ির আব্দুল খালেক এর পুত্র বলে জানা যায়।অপরদিকে নকল ঔষধ মজুদ ও বিক্রয় করার অপরাধে মেসার্স আজাদ মেডিকেল হলের মোশারফ হোসেন কে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।সে মইজদীপুর গ্রামের আবুল খায়ের এর পুত্র বলে জানা যায়।সেনবাগ থানা পুলিশ এর সহযোগিতায় মঙ্গলবার উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন সেনবাগ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষেমালিকা চাকমা।
আলোকিত প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

মান্নার মৃত্যু নিয়ে যে তথ্য দিলেন স্ত্রী

২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হঠাৎ করেই না ফেরার দেশে পাড়ি জমান চিত্রনায়ক মান্না। মান্নার মৃত্যুর ১৩ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত স্বাভাবিকভাবে বিষয়টি মেনে নিতে পারছেন না তার ভক্তরা।

শুধু ভক্তরাই কেন, প্রয়াত এ নায়কের মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক মানতে রাজি নন মান্নার স্ত্রী শেলী।

গত ১৩ বছর ধরেই শেলী মান্না দাবি করে আসছেন, সঠিক সময়ে সঠিক চিকিৎসা না দেওয়ায় মারা গেছেন মান্না। কোনো প্রস্তুতি না রেখেই মান্নাকে হার্টের ইনজেকশন দেওয়া হয়েছে, যেটা উন্নত বিশ্বের চিকিৎসায় দেখা যায় না।

আগামীকাল বুধবার চিত্রনায়ক মান্নার মৃত্যুর ১৩ বছর পূর্ণ হবে। স্বামীর মৃত্যুদিবসের একদিন আগে সেই দাবি আবারও তুলেন শেলী।

মান্নার মৃত্যু কিভাবে হয়েছে সে বিষয়ে বেশ কিছু বক্তব্য দিলেন তিনি।

শেলী মান্না বলেন, আমি একজন চিকিৎসকের মেয়ে। বাংলাদেশে যখন এমবিবিএস চালু হয়নি। সে সময় আমার বাবা কলকাতা থেকে ডাক্তারি পাশ করেন। আমি চিকিৎসকের মেয়ে বলে এ পেশার মানুষদের খাটো করে কিছু বলতে চাচ্ছি না। তবু না বলে উপায় নেই।

তিনি বলেন, আমার বাবা যেহেতু ডাক্তার ছিলেন, সেহেতু আমিও এ বিষয়ে কিছুটা জানি। তাছাড়া আমি যেখানে চাকরি করি, সেখানে সব ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হয়। উচ্চতর প্রশিক্ষণ নিতে হয় আমাদের।

সে সব অভিজ্ঞতার আলোকে শেলীর দাবি, ভুল চিকিৎসা এবং দেরিতে চিকিৎসায় মান্নার মৃত্যু ঘটেছে।

মান্নার মৃত্যুর পূর্বের সময়টা নিয়ে বিশদ বর্ণনা দেন শেলী:

তিনি বলেন, শরীরের বিষয়ে মান্না সব সময় সতর্ক ছিল। অ্যালার্জি হলেও ডাক্তারের কাছে যেত। ওর বড় ধরনের অসুখ বলতে কিছু ছিল না, শুধু গ্যাসট্রিক ছাড়া। সেদিন মাঝরাতে মান্না যখন বাসায় ফিরল তার বুকে একটু ব্যাথা করছিল। রাতে খাওয়া দাওয়া করল। কিন্তু ব্যাথা না কমায় নিজেই গাড়ি ড্রাইভ করে হাসপাতালে গেল। হাসপাতালের ফুটেজ বলছে, মান্না হেঁটে গিয়েছে হাসপাতালের ভেতরে। অর্থাৎ মান্নার কার্ডিয়াক অ্যারেস্ট হয়নি। কারণ যদি কারো কার্ডিয়াক অ্যারেস্ট হয় সে কোনোভাবেই গাড়ি চালিয়ে যেতে পারবে না। হাঁটতে পারবে না। হাসপাতাল তার বিভিন্ন টেস্ট করাল। তারপর ভর্তি করাল। এসব প্রক্রিয়ায় কেউ তাকে ধরেও নেয়নি। একজন স্বাভাবিক মানুষের মতো সে একাই সব করেছে। আর সেই লোকটাই হুট করে মারা গেল!

শেলী বলেন, মান্না যখন হাসপাতালে ভর্তি হলো তখন ভোর পৌনে পাঁচটা। মান্নার চিকিৎসা কিন্তু সাধারণ ডাক্তাররা করেছে। ট্রিটমেন্ট করে যখন কন্ট্রোলের বাইরে চলে গেছে। ৭টা ৪০ মিনিটের দিকে তারা হার্টের একটা ইনজেকশন দেয়। ইনজেকশনের নাম এসকে। উন্নত দেশে অপারেশন থিয়েটার প্রস্তুত রেখে, কার্ডিওলজিস্টের সঙ্গে রেখে তারপর ওই এসকে ইঞ্জেকশন দেওয়া হয়।মান্নার বেলায় এসব করা হয়নি। ওই ইঞ্জেকশন দেওয়ার পর মান্না গোঙ্গানি দিয়ে বমি করে। অথচ এসবের সময় হাসপাতালের স্পেশালিস্ট ডাক্তার ছিলেন না। রুটিন অনুযায়ী তিনি আসেন সকাল ৯টায়। অভিজ্ঞ ডাক্তার ছাড়াই এসব করা হয়েছে।

এমন সব বক্তব্য দিয়ে প্রয়াত মান্নার স্ত্রী বললেন, হ্যা, আমরা কেস করেছি। সেখানে এসব পয়েন্ট নিয়ে আলোচনা হবে।

শেলী বলেন, মান্নার মতো একজন মানুষের যদি এই অবস্থা হয় তাহলে একজন সাধারণ মানুষের কী অবস্থা হবে? এই বছরই একটা শুনানি হবে। এই শুনানি হলে হয়তো আমরা একযুগ পরে হলেও ন্যায়বিচার পাব। মানুষ জানবে যে মান্না কিভাবে মারা গেছে।

তুরস্কের ইন্ডাস্ট্রিয়াল জোনকে স্বাগত জানালো ফিলিস্তিনিরা

ইসরাইল অধিকৃত পশ্চিমতীরের জেনিন শহরে ইন্ডাস্ট্রিয়াল জোন করতে যাচ্ছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ফিলিস্তিনের অর্থনীতি বিষয়ক মন্ত্রী খালেদ আল-ওসাইলি বলেন, এ জোনে তুর্কি সহায়তার পরিমাণ ১০ মিলিয়ন মার্কিন ডলার। জোনের অভ্যন্তরীণ অবকাঠামো তৈরিতে এ অর্থ ব্যবহৃত হবে। তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সিকে রোববার আল-ওসাইলি বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী, এ জোনে তুরস্কের নিজস্ব কারখানাও পরিচালিত হবে। দ্য ইউনিয়ন অব চেম্বারস অ্যান্ড কমোডিটি এক্সচেঞ্জেস অব টার্কি’র (টব) সহায়ক প্রতিষ্ঠান ‘টব বিস অর্গানাইজড ইন্ডাস্ট্রি অ্যান্ড টেকনোলজি জোনস কোর’কে জেনিনে ইন্ডাস্ট্রিয়াল জোন প্রতিষ্ঠার অনুমতি দিয়ে শনিবার সরকারি গেজেট প্রকাশিত হয়। ফিলিস্তিনের অর্থনীতিমন্ত্রী জানান, দুই ধাপে ইন্ডাস্ট্রিয়াল জোনের কাজ বাস্তবায়িত হবে। প্রথম ধাপে অর্থায়ন করবে জার্মানি। জোনের সব বাহ্যিক অবকাঠামো নির্মাণে সেখানে ব্যয় হবে ২৯ মিলিয়ন ডলার। এ বছরের মাঝামাঝি এ ধাপের কাজ সম্পন্ন হতে পারে। দ্বিতীয় ধাপে অভ্যন্তরীণ অবকাঠামোর কাজ হবে। এ কাজে ১০ মিলিয়ন ডলার দেবে তুরস্ক। শিগগিরই এ ধাপের কাজ সম্পন্ন হবে বলে আশা করেন মন্ত্রী। রাজনৈতিক অবস্থান এবং ফিলিস্তিনি অর্থনীতিতে সহায়তার জন্য আল-ওসাইলি এরদোগান, তুরস্ক সরকার ও দেশটির জনগণকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, তুর্কি কারখানা হলে ফিলিস্তিনের রপ্তানি খাত শক্তিশালী হবে। এ প্রক্রিয়ায় সরাসরি প্রায় পাঁচ হাজার এবং পরোক্ষভাবে ১৫ হাজার কর্মসংস্থান হবে বলে আশা করেন তিনি। জেনিনে শিল্পজোন প্রতিষ্ঠার ধারণা ১৯৯৯ সালে নেওয়া হলেও বিভিন্ন কারণে এ উদ্যোগ স্থবির হয়ে পড়ে। শেষ পর্যন্ত গত বছর এ উদ্যোগ কার্যকরভাবে শুরু হয়। ১১ লাখ বর্গমিটারের পরিকল্পিত জোনটির অবস্থান সিটি সেন্টারের দুই মাইলের মধ্যে। হুররিয়াত, আনাদোলু এজেন্সি।

 

 

 

আলোকিত প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

মঙ্গলযানের ‘৭ মিনিটের আতঙ্ক’ নিয়ে উৎকণ্ঠায় কাটল নাসার বিজ্ঞানীদের

মঙ্গল নিয়ে সাধারণ মানুষ থেকে বিজ্ঞানী- সকলেরই কৌতূহল উত্তরোত্তর বেড়েই চলেছে। ইদানীং যেমন নাসা-প্রেরিত মঙ্গলযানের নিরাপদ ল্যান্ডিং নিয়ে উৎকণ্ঠিত ছিলেন সকলে।

তবে সকলকে আশ্বস্ত করে ‘seven minutes of terror’ পেরিয়ে মঙ্গলের মাটিতে সফল অবতরণ করেছে নাসার মার্স রোভার ‘পারসিভারেন্স’। এটি একটি robotic astrobiology lab। সফল এই অবতরণের সঙ্কেত ইতিমধ্যেই এসে পৌঁছেছে লস এঞ্জেলে্সের জেট প্রপালসন ল্যাবরেটরিতে।

জেপিএল-এর বিজ্ঞানীদের আতঙ্ক ছিল– মঙ্গলের মাটিতে প্রচণ্ড গতিতে আছড়ে পড়ার সময়ে ছ’চাকার যে যানটি আছে তার যাতে কোনও ক্ষতি না হয়, এজন্য যানটিকে একটি ক্যাপসুলের মধ্যে ঢুকিয়ে মঙ্গলযানের সঙ্গে পাঠানো হয়েছিল। ২০৪০ লাখ কিলোমিটার পথ পেরিয়ে প্রায় ৭ মাসের যাত্রা শেষে মঙ্গলের বায়ুমণ্ডলে পৌঁছেছে ‘পারসিভারেন্স’।

শেষ ৭ মিনিটের মধ্যে ওই যানসহ ক্যাপসুলটি ধীরে ধীরে আছড়ে পড়ে এক জায়গায় থেমে যাওয়ার কথা। এই ঘটনাটাই ঠিক ভাবে হবে কিনা, এই নিয়ে উদ্বেগ ছিল বিজ্ঞানীদের। JPL engineers মজা করে আতঙ্কটিকে ‘seven minutes of terror’ বলেছিলেন।

এখন ল্যান্ডিং হয়ে যাওয়ার পরে প্রাথমিক ভাবে বিজ্ঞানীরা মনে করছেন, কোনও ক্ষতি হয়নি ‘পারসিভারেন্সে’র। বিজ্ঞানীরা জানিয়েছেন, খুব দ্রুত এটি মঙ্গলের মাটিতে অভিযানও শুরু করে দেবে। ৬ চাকার ওই অনুসন্ধানযান মঙ্গলপৃষ্ঠের ছবি তুলবে, মাটির প্রকৃতি বিশ্লেষণ করবে এবং সেই সব ছবি ও তথ্য পাঠাতে থাকবে।-জি নিউজ

 

 

আলোকিত প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

সেনাবাহিনী নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে : সেনাপ্রধান

সেনাবাহিনী নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছেন বাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ।

তিনি বলেন, আমার কারণে যেন বাহিনী ও সরকার বিতর্কিত না হয়, সে বিষয়ে আমি সতর্ক রয়েছি।

মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে আর্মি এভিয়েশন গ্রুপের এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

কিছুদিন ধরে দেশের বাইরে থেকে বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে- সে বিষয়ে সেনাপ্রধানের বক্তব্য জানতে চান সাংবাদিকরা।

জেনারেল আজিজ আহমেদ বলেন, যে ধরনের অপচেষ্টগুলো হচ্ছে, এগুলো বাংলাদেশ সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠান যেটা হলো জাতির গর্ব, দেশের গর্ব, সেই প্রতিষ্ঠানকে নিয়ে তারা নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। যাতে করে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়।

‘আপনাদেরকে আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই- সেনাবাহিনী একটা অত্যন্ত প্রশিক্ষিত এবং ওয়েল মোটিভেটেড একটা ফোর্স। আগের থেকে অনেক বেশি সুসংহত। সেনাবাহিনীর চেইন অব কমান্ড অত্যন্ত ইফেকটিভ এবং বাহিনীর প্রতিটি সদস্য ঘৃণাভরে এ ধরনের অপচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে অতীতে, এখনও করছে। এবং বর্তমানে যা আছে  তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করে যাচ্ছে।’

তিনি বলেন, আমাদের চেইন অব কমান্ডে যারা আছে, তারা সবাই আমরা এ ব্যাপারে সতর্ক আছি। আমি আশ্বাস দিতে চাই- সেনাবাহিনীতে এ ধরনের অপপ্রচার বিন্দুমাত্র আঁচ আনতে পারবে না তারা আমাদের চেইন অব কমান্ডে।

সেনাপ্রধান আরও বলেন, সেনাবাহিনী বাংলাদেশের সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। বাংলাদেশের সংবিধানকে সমুন্নত রাখতে অঙ্গীকারাবদ্ধ। বাংলাদেশ সরকারের প্রতি অনুগত এবং বাংলাদেশ সরকারের বর্তমান সরকারের যে কোনো আদেশ নির্দেশ পালনে সদাপ্রস্তুত।

জেনারেল আজিজ বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ হোক, বহির্বিশ্বের হোক যে কোনো সমস্যা মোকাবিলার জন্য আমরা সাংবিধানিকভাবে ঐক্যবদ্ধ। এটা নিয়ে আমার মনে হয় কোনো দুশ্চিন্তা করার তেমন কিছু নেই।

 

 

 

আলোকিত প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে