মোঃ আনোয়ার হোসেন:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নবীনগর মহিলা ডিগ্রি কলেজ মাঠে স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ষবরণ। উক্ত অনুষ্ঠানে বাংলা একাডেমিতে কর্মরত কবি তারেক সজিবের সঞ্চালনায় এবং জালাল উদ্দিন ভূঁইয়ার (তিতাস বিপ্লব) সভাপতিত্ব উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নবীনগর মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শুক্লা রাণী দেব। প্রাণবন্ত এই অনুষ্ঠান সফল করতে উপস্থিতির পাশাপাশি শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক কে. এম. সফর আলী,
অধ্যক্ষ (অব.) কান্তি কুমার ভট্টাচার্য, সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন , বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নবীনগর উপজেলা সভাপতি কমরেড মো. ইসহাক, দৈনিক কালের কণ্ঠ নবীনগর প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু, সাপ্তাহিক নবীনগরের সম্পাদক আব্বাস উদ্দিন হেলাল, নবীনগর মহিলা ডিগ্রি কলেজ বাংলা বিভাগের প্রভাষক আশীষ কুমার গুহ , স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এম. শামীম আউয়াল, তিতাস সাহিত্য পরিষদ ব্রাহ্মণবাড়িয়া সভাপতি কবি সাজ্জাদ হোসেন জামাল, গুঞ্জন পাঠাগারের প্রতিষ্ঠাতা প্রভাষক হাবিবুর রহমান (স্বপন),নবীনগর আবৃত্তি চর্চা কেন্দ্রের পরিচালক শুভেন্দু চক্রবর্তী শুভ প্রমূখ।
আলোকিত প্রতিদিন/১৫ এপ্রিল ২০২৫/মওম