মানিকগঞ্জে ছয় লক্ষ টাকার হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

0
224
মানিকগঞ্জে ছয় লক্ষ টাকার হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
মানিকগঞ্জে ছয় লক্ষ টাকার হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
মো: মহিদ:
মানিকগঞ্জ সদর উপজেলায় ছয় লক্ষ টাকার হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার জাগীর ইউনিয়নের দেড়গ্রাম এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার জাগীর ইউনিয়নের দেড়্রগাম এলাকার মৃত মনিরুদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন (৩৩) এবং একই এলাকার আনসার আলীর ছেলে আমজাদ হোসেন (২৯)। ডিবি পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকের পর সাদ্দাম হোসেনের কাছ থেকে ৫০ গ্রাম এবং আমজাদ হোসেনের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এরপর তাদেরকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ের নিয়ে আসা হয়। উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য ৬ লক্ষ টাকা বলে পুলিশ জানান। ডিবি পুলিশের ওসি আবুল কালাম জানান,আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদলতে ১০টি মামলা বিচারাধীন বলেও ওসি জানান।
আলোকিত প্রতিদিন /১২ জুলাই-২০২৪ /মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here