সংবাদদাতা, বগুড়া : বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে করোনাভাইরাস আইসোলেশন কেন্দ্রে চিকিৎিসা সেবার মান বৃদ্ধির লক্ষে ২০ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করলেন বগুড়া-৬ সদর আসনের জাতীয় সংসদ সদস্য বগুড়া জেলা বিএনপির আহবায়ক গোলাম মোহাম্মদ সিরাজ।
জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নির্দেশে জেলা বিএনপি আহবায়ক, সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ এর নিজস্ব উদ্যোগে শনিবার বিকেল ৪টায় বগুড়া সিভিল সার্জন অফিসে ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান (তুহীন) এর নিকট বগুড়া করোনা আইসোলেশন কেন্দ্রে ২০টি অক্সিজেন সিলিন্ডার, অক্সিমিটার, অক্সিজেন সিলিন্ডারের টলিসহ বেশ কিছু অক্সিজেন সামগ্রী প্রদান করেন।
ডক্টরস এসোসিয়েশন অব বগুড়া (ড্যাব) বগুড়া জেলা শাখার আহবায়ক অধ্যাপক ডা: শাহ মো: শাহাজাহান আলী বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে এর আগে বগুড়া করোনা আইসোলেশন কেন্দ্রে ৫০০ পিপিই প্রদান করা হয়েছিল। আজ ২০ টি অক্সিজেন সিলিন্ডারসহ অক্সিজেন সমগ্রী প্রদান করা হলো। প্রয়োজনে করোনা রোগীদের সুবিধার্থে আরও সহযোগিতার আশ্বস দিয়েছেন এমপি জিএম সিরাজ।
এসময় উপস্থিত ছিলেন ড্যাব নেতা অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিক, ড্যাব নেতা অধ্যাপক ডাঃ আজফারুল হাবিব রোজ, মোহাম্মাদ আলী হাসপাতাল এর তত্ত্বাবধায়ক ডা: এটিএম নুরুজ্জামান সঞ্জয়, এমপির পিএস আব্দুল আজিজ প্রমুখ।
আলোকিত প্রতিদিন/২৭ জুন’২০/জেডএন