সংবাদদাতা,সুন্দরগঞ্জ (গাইবান্ধা): গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সরকারী কাজে বাধা প্রদানের দায়ে ৫ জনকে অর্থ জরিমানা এবং অপর ২ জনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত (১১ জুন) বৃহস্পতিবার বিকালে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী লুতফুল হাসান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ আদেশ প্রদান করেন। এর আগে দন্ডিতরা সকলেই স্বেচ্ছায় হাজির হয়ে স্ব-স্ব দোষ স্বীকার করে। অর্থ দন্ডেদন্ডিতরা হলেন উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামের আজিম উদ্দিন বেপারীর পুত্র মোসলেম আলী (৩৬), চাঁন মিয়ার পুত্র শরিফুল ইসলাম (৩৮), মৃত হোসেন আলীর পুত্র লাল মিয়া (৫২), হেলাল উদ্দিনের পুত্র আব্দুর রহিম (৫৫), আব্দুল জব্বারের পুত্র আব্দুল লতিফ (৪৮)। এদের প্রত্যেককে ৫শত টাকা করে মোট ২ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়। এছাড়া একই ঘটনায় গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ায় একই গ্রামের মৃত হোসেন আলীর পুত্র আকবর আলী (৫৫) ও সাইদুর রহমানের পুত্র জামিউল ইসলাম (৩৮) কে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়। অপরদিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সরকারি আদেশ না মেনে জোর করে ঋণের কিস্তি আদায় করায় দুই এনজিও’র ৪ জন মাঠ কর্মীকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী লুতফুল হাসান। গত বুধবার বিকালে পৌর সভার পশ্চিম বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন ভ্রাম্যমান আদালত। এরা হলেন বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’র মাঠকর্মী জাহাঙ্গীর আলম, নুর আহাম্মদ এবং বাংলাদেশ এডুকেশন এক্সটেনশন (বিজ) এর মাঠ কর্মী শরিফুল ইসলাম ও ফজলে রাব্বি। এরপর সরকারি আদেশ অমান্য করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের প্রত্যেকের এক হাজার করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
আলোকিত প্রতিদিন/১৩ জুন ‘২০/এসএএইচ