সাতক্ষীরার কলারোয়ায় বিদ্যুতায়িত একজনের মৃত্যু

0
451

::প্রতিনিধি, সাতক্ষীরা::
কলারোয়ায় জমিতে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মো. কামরুল গাজী (৪৫) নামের এক মিষ্টান্ন ব্যবসায়ী মৃত্যুবরণ করেছেন। শনিবার সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়। তিনি ৭নং চন্দনপুর ইউনিয়েনের বয়ারডাঙ্গা গ্রামের মৃত আজিজুর রহমান গাজীর ছেলে।
বয়ারডাঙ্গা বটতলা মোড়ের মুদি দোকানদার মো. আব্দুল মাজেদ সরদার জানান, কামরুল ময়রা নিজ দোকানের পাশে মেটে আলুর বীজবপন করার জন্য মাটি তৈরি করছিলেন। এ সময় অসাবধানতাবশত ঝুড়ির আঘাতে বিদ্যুৎয়ের তার ছিঁড়ে তার শরীরে জড়িয়ে পড়লে ঘটনা স্থলেই মারা যান। পরে পরিবারে সদস্যরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে বয়ারডাংগা গ্রামের বাড়িতে নিয়ে যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here