কবি ও সম্পাদক ড. সৈয়দ রনো’র জীবনি

0
370

সৈয়দ রনো (জন্ম: ১ জানুয়ারি, ১৯৭৮), পুরোনাম সৈয়দ নুরুল হুদা রনো। তিনি বাংলাদেশ এর একজন কথাসাহিত্যিক, নাট্যকার, ঔপন্যাসিক ও সাংবাদিক। প্রকাশিত গ্রন্থ প্রায় অর্ধশতাধিক।
জন্ম ও শিক্ষাজীবন :
সৈয়দ রনো ১৯৭৮ সালের ১ জানুয়ারি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের হিজুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা- আলহাজ সৈয়দ আব্দুল লতিফ, পেশায় তিনি স্কুল শিক্ষক এবং মুসলিম বিবাহ রেজিস্ট্রার ও কাজী এবং মাতা- আলেয়ার নাহার হাওয়া। পরিবারে তিন ভাই এবং পাঁচ বোনের মধ্যে তিনি সবার বড়।
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা জীবন কেটেছে নিজ গ্রাম হিজুলিয়ায়। ঘিওর উপজেলার ফুলহারা আঞ্চলিক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও দেবেন্দ্র কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর উচ্চশিক্ষা প্রাইম বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম.এ. পাস করেন। এরপর তিনি আইনবিদ্যায় স্নাতক এল.এল.বি ও বি.এড পাশ করেন। ধর্মের প্রতি দুর্বল থাকায় তিনি আরবি শিক্ষায় আলিম পাশ করেন। ২০১৩ সালে লোকসংস্কৃতি -তে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবন :
বাল্যকাল থেকেই তিনি সাহিত্য অনুরাগী। ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যায়নরত অবস্থায় প্রথম কবিতা প্রকাশ হয় মানিকগঞ্জের স্থানীয় আলোর বাণী পত্রিকায়। এরপর থেকে নিয়মিত বিভিন্ন পত্র পত্রিকায় তার কবিতা, ছড়া, পদ্য, গল্প, প্রবন্ধ, ভ্রমন কাহিনী, নিবন্ধ, রম্যরচনা প্রকাশ হতে থাকে। মঞ্চ নাটক লিখে এবং অভিনয় করে নব্বই দশকে সুনাম এবং সুখ্যাতি কুড়াতে সক্ষম হয়েছেন। তিনি অনুশীলন সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন বর্তমানে যার নাম পরিবর্তন হয়ে অন্যধারা সাহিত্য সংসদ হয়েছে, এই সংগঠনের তিনি প্রতিষ্ঠাতা। উনিশ বছর যাবত সাপ্তাহিক অন্যধারা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া বর্তমানে জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক।
সৈয়দ রনো শুধু নাটক রচনা করেই ক্ষান্ত হননি মঞ্চায়নের ক্ষেত্রেও ত্রিশের অধিক নাটকে নির্দেশনার দায়িত্ব পালন করেছেন। কবিতা আবৃত্তিতে তার সুরেলা কণ্ঠকাব্যিক চেতনায় সমাদৃত হয়েছে। সলপ্ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের দায়িত্বে রয়েছেন। স্বত্বাধিকারী – ফ্রেন্ডস ইন্টারন্যাশনাল এবং অন্যধারা পাবলিকেশন্স। নিজ এলাকায় শিক্ষা প্রসারের জন্য প্রতিষ্ঠা করেছেন হিজুলিয়া ভি আর এন হাইস্কুল যার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বর্তমানে বালিয়াটী কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলা একাডেমির সদস্য। বিভিন্ন ধরনের লেখায় শব্দের গাঁথুনি স্পষ্ট লক্ষণীয়। মিথকে লোকজ শব্দের মিশ্রণে চমৎকার ব্যবহার করে কবিতা এবং ছড়াকে করে তোলেন উপজীব্য এবং পাঠক নন্দিত। বাংলা অভিধানে সংরক্ষিত শব্দ ছাড়াও লোকজ শব্দের সফল প্রয়োগ তার কাব্যিক পংক্তিমালাকে ভিন্ন স্বাদে পাঠকপ্রিয় করে তুলে। তার কাব্য ভাবনার পরতে পরতে লুকিয়ে আছে ছন্দের বিভিন্ন মাত্রা তাই রনোক ছান্দিক কবি বলা হয়ে থাকলেও কবি আল মাহমুদ তাকে তারুণ্যের কবি বলে অভিহিত করেছেন। সমাজের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা সকল অসঙ্গতির ক্ষুরধার প্রতিবাদ করায় অধ্যাপক এমাজউদ্দীন আহমদ সৈয়দ রনোকে দুর্দান্ত দ্রোহের কবি বলেছেন। বাস্তবতা এবং কল্পনার সংমিশ্রণে তার কবিতা হয়ে ওঠে জীবন্ত। বর্তমানে তিনি কাব্য ভাবনায় নতুন মাত্রা যুক্ত করতে গান রচনায় ব্রতী হয়েছেন।
প্রকাশিত গ্রন্থ :
• এক অঙ্গে শতরূপ
• হৃদয় মাঝে তুমি
• বিনে সুতার টানে
• অলৌকিক শক্তির সন্ধানে
• এক দিকের ভালোবাসা
• প্রথম দেখা
• চাঁদনি রাত
• পাঁজর

গবেষণামূলক গ্রন্থ :
• লোকসংস্কৃতিতে ধূয়াগান
• চেতনায় সৈয়দ রনো।

কাব্যগ্রন্থ :
• চেতনায় স্মৃতি স্তম্ভ
• পিরিতী পরম নিধি
• কষ্ট কাহন
• নির্বাচিত কবিতা
• পদ্য ছন্দ আধুনিক ডটকম
• আধুনিক ছড়া উপমায় গড়া
• ছবি কথা বলে
• কারফিউ ঘেরা পূর্ণিমা রাত
• ফেরারী সময়
• অলিক ভাবনার খুনসুটি দিন
• ঘাস ফড়িং
• শিশিরের সূর্যালাপ
• ছেঁড়া খোঁড়া মেঘ
• ভাবের পদাবলী
• বৃষ্টিমাখা রোদ

গল্পগ্রন্থ :
• কল্পলোকের গোলক ধাঁধা
• কল্পিত গহনে
• জীবনবোধের নামতা
• প্যান্ট ও পাজামার গল্প

রহস্য উপন্যাস :
• শখের গোয়েন্দা
• রহস্যের সন্ধানে
• মৃত্যুফাঁদ
• ভয়ংকর রাত্রি
• রাতের শশ্মান
• রাতের বেলা ভূতের খেলা
• কবর থেকে বলছি
রাজনৈতিক বিশ্লেষণধর্মী গ্রন্থ :
• এক এগারোর প্রেক্ষাপটে জাতীয়তাবাদী রাজনীতি এবং খোন্দকার দেলোয়ার হোসেন
• ছবি কথা বলে (প্রথম খন্ড)
• ছবি কথা বলে (দ্বিতীয় খন্ড)
ছড়ার বই :
• মর্নিং বেল
সম্পাদিত গ্রন্থ :
• মানিকগঞ্জের কবি ও কবিতা
প্রেমাণুকাব্য :
• প্রেমাণুকাব্য-১
• প্রেমাণুকাব্য
নাটক :
• শকুনের থাবা
• ৭১-এরপর
• কাবা কাবা
• ময়লা কাগজ
পুরস্কার ও সম্মননা :
• ইছামতি সাহিত্য পরিষদ পুরস্কার- ২০১০
• বাহন সাহিত্য পরিষদ পুরস্কার- ২০১১
• গীতালী ললিতকলা একাডেমি সম্মাননা-২০১২
• বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল স্মৃতি ফাউন্ডেশন পুরস্কার- ২০১৩
• বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম সম্মাননা- ২০১৪
• আলপনা বৈঠক সম্মাননা ২০১৪
• সুফি মোতাহার হোসেন সম্মাননা -২০১৫
• কাব্যকথা সাহিত্য সম্মাননা-২০১৬
• মাসিক ভিন্নমাত্রা সম্মাননা- ২০১৭।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here