আজ সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog Page 450

বেনজীরের দুর্নীতি ব্যক্তিগত, পুলিশ এ দায় নেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আলোকিত প্রতিবেদক

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এ দুর্নীতি করে থাকলে তার দায় বাহিনী নেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

এ সময় মন্ত্রী বলেন, যদি কেউ অন্যায় করে থাকে, আইন অনুযায়ী তার বিচার হবে। বেনজীর আহমেদ দুর্নীতি করে থাকলে এটা তার ব্যক্তিগত বিষয় বলে তিনি জানান। তদন্তের পরই জানা যাবে তিনি কী করেছেন। তিনি আরও বলেন, পুলিশ বাহিনী অনেক কষ্ট করে। জঙ্গি-সন্ত্রাস দমন, কোভিডসহ যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় তারা জীবন বাজি রেখে কাজ করেছে। কোনো ব্যক্তি অপরাধ করলে তার দায় প্রতিষ্ঠান নেয় না।

বেনজীর আহমেদকে এখনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, এর আগেই তিনি দেশ ছেড়ে চলে গেছেন বলে শুনেছি। যদিও তার যাওয়ার ব্যপারে আমি জানি না। বিস্তারিত জেনে কথা বলব আমরা।

এদিকে ভারতে খুন হওয়া বাংলাদেশি সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ‘মূল পরিকল্পনাকারী’ আক্তারুজ্জামান শাহীনকে যুক্তরাষ্ট্র থেকে ফেরানোর বিষয়ে মন্ত্রী বলেন, মূল হত্যাকাণ্ড যেহেতু ভারতে হয়েছে সেহেতু মূল মামলাও ভারতে হয়েছে৷ ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দী বিনিময় চুক্তি আছে। তাই ভারতই এ হত্যাকাণ্ডের মূল তদন্ত করবে। আমাদের দেশে এই হত্যাকাণ্ড সংগঠিত হলে আমাদের পুলিশ বিষয়টি তদন্ত করতো। তারা যদি আমাদের সম্পৃক্ত করে তাহলে আমরা তাদের সহযোগিতা করবো।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একজন নেপালে পালিয়ে গেছেন এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, একজন সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে আর আমরা বসে থাকবো এমন হতে পারে না। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং সহযোগিতাকারী সবাইকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। নেপালে একজন পালিয়ে গেছে। তবে সে কোথায় আছে সেটা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না এখনও। তদন্ত হচ্ছে, তাকে ফিরিয়ে আনতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী ।

লোকিত প্রতিদিন/এপি

ইউপি নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নজরুল ইসলাম কে দেখতে চায় বিরুলিয়াবাসী

শহিদুল্লাহ সরকার 
আসন্ন সাভার উপজেলা বিরুলিয়া ইউপি  চেয়ারম্যান হিসেবে সাভার থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম কে তৃণমূল নেতা কর্মীদের মাঝে চলছে নানান জল্পনা-কল্পনা আর আলোচনা। জনমনে প্রশ্ন কে হচ্ছেন বিরুলিয়া ইউনিয়ন  পরিষদের আগামী দিনের যোগ্যতম জনগনের পছন্দের চেয়ারম্যান। এমন আলোচনার কেন্দ্রবিন্দুতে তরুন ও যুব সমাজকে আপন করে সকল স্তরের মানুষের আস্থার জায়গা সৃষ্টি করে সবার মন জয় করে এগিয়ে যাচ্ছেন সাভার থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম।  তারুণ্যের প্রতীক নজরুল ইসলাম বিরুলিয়ায় নিরলস ভাবে মানুষের মাঝে উদীয়মান নেতা।
তিনি আকরান গ্রামে জন্মগ্রহণ করেন ৮৬ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতির জনপ্রিয়তার শীর্ষে থাকা এক রাজপথে লড়াকু সৈনিক শৈশব থেকে নেতৃত্ব দেবার মানসিকতা তাকে ধীরে ধীরে ছাত্র রাজনীতি থেকে সেচ্ছাসেবক লীগের সভাপতি পদে গুরুত্বপূর্ণ পদে আসীন করেছেন। ব্যাপক কর্মীর ভালোবাসা নিরলস প্রচেষ্টায় মূল্যায়নও আছে যথেষ্ট। ইতিমধ্যে আগামী বিরুলিয়া ইউপি চেয়ারম্যান হিসেবে দেখতে চায় বিরুলিয়া ইউনিয়নের জনগণ। বিরুলিয়াবাসী চায় পরিবর্তন।
আগামী বিরুলিয়া ইউপি চেয়ারম্যান হিসেবে নজরুল ইসলাম জনগণের ব্যাপক সাড়াও পাচ্ছেন।ইতো মধ্যে বিরুলিয়াবাসীর আস্থাভাজন হিসেবে নজরুল ইসলাম সবার মনে  জায়গা করে নিয়েছেন। সবার মুখে মুখে একটাই কথা তারুণ্যের প্রতীক নজরুল ইসলাম কে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। নজরুল ইসলাম তিনি বলেন বিরুলিয়াবাসী চাইলে আমি জনগণের সেবা করার জন্য চেয়ারম্যান পদে নির্বাচন করবো। অতীতে অসহায় মানুষের পাশে থেকে আমি সাধ্যমতো মানুষকে সহযোগিতা করার চেষ্টা করেছি এ ব্যাপারে  আপনারা অনেকটাই অবগত আছেন। বর্তমানে মানুষের পাশে  থেকে আমি মানুষকে সহযোগিতা করতে চাই।
কারন আমি এই এলাকার সন্তান তাই এই এলাকার মানুষের সুখ-দুঃখ নিজের করে ভাগাভাগি করে নিতে চাই। তিনি আরও বলেন, বর্তমান সরকারের অনেক উন্নয়ন হয়েছে এবং অনেক বরাদ্দ আছে যার সুষম বন্টনের জন্য সঠিক নেতৃত্বের প্রয়োজন। তারুণ্যের মেধাশক্তি দিয়ে বিরুলিয়ার উন্নয়ন গড়ে তুলতে চাই। তিনি আরও বলেন বিরুলিয়ার জনগণ আমার সঙ্গে থাকলে আমি নাগরিক সেবা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক মূল্যবোধ ফিরিয়ে আনার চেষ্টা করবো। ১.মাদক,সন্ত্রাস, চাঁদাবাজি ও দূর্নীতিমুক্ত একটি ইউনিয়ন গড়ে তুলবো।
লোকিত প্রতিদিন/এপি

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ, আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচটি বাতিল হয়ে গেছে বৃষ্টির কারণে। যে কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার আগে কেবল একটি প্রস্তুতি ম্যাচ পাচ্ছে বাংলাদেশ দল। সেটি তাও ভারতের বিপক্ষে। আজ রাত সাড়ে ৮টায় (বাংলাদেশ সময়) মুখোমুুখি হবে এই দুই দল। আইপিএলের কারণে অনেকটা দেরি করেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছে ভারত। শেষ মুহূর্তে যাওয়ায় তারাও একটির বেশি প্রস্তুতি ম্যাচ পাবে না।

আজ শনিবার রাতের ম্যাচ দিয়েই বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতিটা নেবে রোহিত শর্মারা। সে হিসেবে আজকের ম্যাচটি দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের কন্ডিশন বুঝতে এটি দুই দলের জন্যই বড় সুযোগ রয়েছে।

ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউইয়র্কের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। গতকাল শুক্রবার স্টেডিয়ামের পিচ-আউটফিল্ড পরিদর্শন করেছিলেন দুই দলের অধিনায়ক। সবকিছু দেখেশুনে সন্তোষ প্রকাশ করেছেন তারা।

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘এটা অবিশ্বাস্য, আমার মনে হচ্ছে পুরোটাই পাগলাটে ব্যাপার। ইন্টারনেটে আমরা দেখেছিলাম, এখানে কিছুই ছিল না (কয়েক মাস আগে)। এখন এটাকে উপযুক্ত ক্রিকেট স্টেডিয়ামই মনে হচ্ছে। দারুণ লাগছে।

তিনি আরও বলেন, বিশেষ করে পূর্বপাশের গ্র্যান্ডস্ট্যান্ড এমন হবে আশা করিনি। মাঠও অনেক ভালো মনে হচ্ছে, সবমিলিয়ে এটি সত্যিকারের ক্রিকেট স্টেডিয়াম হয়ে উঠেছে। সত্যি বলতে, আমি এমন কোনো কিছুই আশা করিনি। আমরা সবাই সামাজিক যোগাযোগমাধ্যমে দেখছিলাম, সেটি কেমন দেখাচ্ছে। এখানে আমরা খেলতে যাবো, বিষয়টি রোমাঞ্চকর মনে হচ্ছিল।

একই ধরনের মন্তব্য করেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তিনিও মাঠ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং খেলার জন্য আগ্রহ দেখান।

নাসাউ স্টেডিয়ামটি গেল জানুয়ারিতেও ছিল দর্শনীয় একটি বাগান। ৫ মাসের মধ্যে একে ক্রিকেট মাঠে রূপ দিয়েছে আইসিসি। ৩৪ হাজার দর্শক ধারণক্ষমতার এই মাঠে গতকাল অনুশীলনও করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা।

লোকিত প্রতিদিন/এপি

আইসল্যান্ডের দক্ষিণপশ্চিমাঞ্চলে একটি আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত

আন্তর্জাতিক ডেস্ক:

আইসল্যান্ডের দক্ষিণপশ্চিমাঞ্চলের একটি আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। এতে সেখানে ছড়িয়ে পড়ছে উত্তপ্ত লাভা। চলতি বছরের ডিসেম্বরের পর সেখান থেকে চতুর্থবারের মতো অগ্ন্যুৎপাতের খবর এল। এরই মধ্যে চার হাজার মানুষকে তাদের বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আইসল্যান্ডের আবহাওয়া অফিস ৮০০ বছর ধরে সুপ্ত থাকার পর সুন্ধনুকুর আগ্নেয়গিরির সর্বশেষ অগ্ন্যুৎপাতকে এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী হিসেবে বর্ণনা করেছে। তিন বছর আগে রেইকজেনেস উপদ্বীপে আগ্নেয়গিরির সিস্টেম সক্রিয় হয়। মূলত গত বুধবার সেখানে অগ্ন্যুৎপাতের পর আতশবাজির মতো আলোর ঝলকানি দেখা যায়। ৩০ মে বৃহস্পতিবার ভয়াবাহ আকার ধারণ করে। এরই মধ্যে সেখানে রেকর্ড পরিমাণ লাভা ছড়িয়ে পড়েছে। আগ্নেয়গিরিবিদ ডেভ ম্যাকগারভি হিসাব করে বলেছেন, অগ্ন্যুৎপাতের পর থেকে প্রাথমিকভাবে সেখান থেকে যে পরিমাণ লাভা বের হয়েছে, তা দিয়ে  একটি ফুটবল মাঠকে চাপা দেওয়া যাবে। ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটির গবেষক ম্যাকগারভি বলেছেন, লাভা ১৫০ ফুট পর্যন্ত পৌঁছেছে। এটিকে শক্তিশালী উদগিরণ বলেও উল্লেখ করেছেন তিনি। সবশেষ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ফের ৩ হাজার ৮০০ জন লোকের উপকূলীয় শহর গ্রিন্ডাভিককে হুমকির মুখে ফেলেছে।

সূত্র: আল-জাজিরা

আলোকিত প্রতিদিন /১ জুন-২০২৪ /মওম

সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে দিনের তাপমাত্রা

অনলাইন ডেস্ক:

আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারাদেশে বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারাদেশেই দিনের তাপমাত্রা কমবে। যা রাতে অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। ১ জুন শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। সংস্থাটি জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর এবং রাজশাহী বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূলে রয়েছে। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এর ফলে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আলোকিত প্রতিদিন /১ জুন-২০২৪ /মওম

সাবেক বিজিবি সদস্যসহ ৫ জনের ওপর হা*ম*লা: ইস্যু জাতীয় নির্বাচন!

মামুন হাসান,স্টাফ রিপোর্টার
জাতীয় নির্বাচনে কাজ না করায় উপজেলা নির্বাচনের পর হামলা।
জাতীয় নির্বাচনে কাজ না করার জের ধরে উপজেলা পরিষদ নির্বাচনের পরদিন বর্তমান এমপির সমর্থকদের হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩১ মে) কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পূর্বধইর পশ্চিম ইউনিয়নে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন সাবেক এক বিজিবি সদস্যসহ ৫ পাঁচজন। হামলায় আহতরা হলেন, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পূর্বধইর পশ্চিম ইউনিয়নের নোয়াব সরকারের ছেলে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য খোরশেদ আলম সরকার (৬২), একই এলাকার রব্বান সরকারের ছেলে মানিক সরকার (৫৫), মফিজ উদ্দিনের ছেলে আবদুর রহমান(৫৫), মৃত আবদুল মজিদের ছেলে কবির হোসেন(৫০), কুসুম সরকারের ছেলে দেলোয়ার সরকার(৪৫)।
হামলায় আহত অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য খোরশেদ আলম সরকার বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে নির্বাচন করেন সাবেক সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন ও বর্তমান এমপি জাহাঙ্গীর আলম সরকার। নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে মুরাদনগরের বিভিন্ন এলাকায় বর্তমান সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকারের সমর্থক ও নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠে। এই উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন জাহাঙ্গীর আলম সরকারের ছেলে আহসানুল আলম সরকার কিশোর। এতে পরাজিত হন তার প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী গোলাম সারোয়ার চিনু। এছাড়াও নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জয়ী হন টিউবয়েল প্রতোকের মো. শাহিন আর পরাজিত হন এডভোকেট মো ফয়সাল। হামলার শিকার সবাই জাতীয় নির্বাচনে জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা পরিষদ নির্বাচনে আহসানুল আলম সরকার কিশোর ও ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহিনের সমর্থন করায় এ হামলার চালানো হয়েছে।
তিনি আরও বলেন, আমরা ঘূর্ণিঝড়ের সময় আহত এক সমর্থককে দেখতে যাই। সে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল। সমর্থকের বাড়ি এমপি ইউসুফ আবদুল্লাহ হারুনের সমর্থক ও বর্তমান মেম্বার মো. আব্দুর রহিমের বাড়ির সামনেই। আমরা যখন ওই বাড়ির সামনে যাই আচমকা রহিম আরও লোকজন নিয়ে আমাদের ওপর হামলা করে বসে। তাদের সবার হাতে দেশিয় অস্ত্রসজ্জিত ছিল। এলোপাতাড়ি হামলায় আমাদের কারো পা ভেঙেছে কারো মাথা ফেটেছে। আমরা সবাই কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। বার বার আমাদের ওপর এভাবে হামলা করা হচ্ছে।  আমরা এসবের প্রতিকার চাই।
এবিষয়ে বাঙ্গরাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বলেন, আমি একটা মারামারির ঘটনা শুনেছি। একজন বিজিবি সদস্য আহত হওয়ার ঘটনাটি জানি। তবে এখনও কোন পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
লোকিত প্রতিদিন/এপি

গাইবান্ধায় লিচুর দাম চড়া, দেখেই স্বাদ মেটাতে হচ্ছে ক্রেতাদের

রানা ইস্কান্দার রহমান, গাইবান্ধা 
গাইবান্ধা শহরসহ হাট-বাজারে এসেছে লিচু। রসালো এই ফল কিনতে আগ্রহের কমতি নেই ক্রেতাদের। তবে গতবারের চেয়ে এবার দাম দ্বিগুণ। তাই দাম চড়া হওয়ায় রসালো এই ফল কিনতে আসা ক্রেতারা অসন্তোষ প্রকাশ করছেন। অনেকেই শুধু দাম শুনে লিচু না কিনে ফিরে যাচ্ছেন। দাম বাড়ার অন্যতম কারণ হিসেবে চলমান তাপপ্রবাহ ও অনাবৃষ্টিতে লিচুর ফলন কম হওয়ায়কে দায়ী করছেন ব্যবয়াসীরা। তা ছাড়া লিচু ফেটে যাওয়াসহ পোড়া ক্ষত দেখা যাচ্ছে। এতেও বড় প্রভাব পড়েছে লিচুর বাজারে। গাইবান্ধা শহরসহ হাট-বাজারগুলো ঘুরে দেখা গেছে, দোকানগুলোতে থরে থরে লিচুর পসরা সাজিয়ে বিক্রেতাদের হাঁকডাক। ৫০ ও ১০০টি লিচুর একেকটি আঁটি করা আছে। ১০০টি লিচু (প্রকার ভেদে) ২০০ টাকা থেকে ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এর মধ্যে বেদানা লিচু বিক্রি হচ্ছে শতকরা ৩৫০ থেকে ৪০০ টাকা যা গতবছর ছিল ২৫০ টাকা থেকে ৩০০ টাকা, বোম্বাই ও মাদ্রাজি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা যা গতবছর ছিল ২০০ থেকে ২৫০ টাকা। তবে এই জাতের লিচু গুণগতমানের দিক থেকে ভালো না, সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে চায়না-থ্রি ৬০০ থেকে ৮০০ টাকা যা গতবছর ছিল ৫০০ থেকে ৬০০ টাকার মধ্যে। একটু বড় সাইজের চায়না-থ্রি লিচু শতকরা এক হাজার টাকাতেও বিক্রি হচ্ছে। তবে বাজারে সব ধরনের লিচু সরবরাহের পরিমাণে খুবই কম। দামের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে শহরের পুরাতন বাজারের লিচু ব্যবসায়ী সুবহান মিয়া বলেন, বাগানগুলোতে এবার লিচু নেই। বাগানিরা যে স্বল্প পরিমাণ লিচু বাজারে নিয়ে আসছেন, প্রতিযোগিতার মুখে তা বেশি দামে কিনতে হচ্ছে। এ কারণেই বেশি দামে কিনে সামান্য লাভ রেখে বিক্রি করতে হচ্ছে। তিনি স্বীকার করেন, দাম বেশি হওয়ার কারণে অনেকেই লিচু না কিনে ফিরে যাচ্ছেন। বাজারের আরেক ব্যবসায়ী শহিদ জানান, এবার বাগানে লিচু নেই। যে পরিমাণ লিচুর ফলন হয়েছে, তা সপ্তাহান্তেই শেষ হয়ে যাবে। বাজারে লিচু কিনতে আসা লিটন মণ্ডল নামে এক ক্রেতা জানান, বেশি দামে লিচু কিনে পরিবারের মুখে দেয়া অসম্ভব। তাই পরখ করে নয়, দেখেই লিচুর স্বাদ মেটাতে হচ্ছে। কলেজ শিক্ষার্থী সাওন হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, গ্রামের বাড়িতে যাচ্ছি। ভেবেছিলাম ১০০ লিচু নেব। এত বেশি দামে একজন শিক্ষার্থী হয়ে লিচুর জন্য এত টাকা খরচ করা সম্ভব নয়। তাই লিচু ছাড়াই বাড়িতে যাচ্ছি।
তিনি আরও জানান, যে দামে লিচু বিক্রি হচ্ছে, তা আমাদের মতো মধ্যবিত্ত মানুষের পক্ষে কেনা সম্ভব নয়। এই দামে শুধু উচ্চবিত্ত ও সরকারি কর্মকর্তারাই লিচু কিনছেন। এ অবস্থায় লিচু কিনতে এসে হতাশ হয়ে ফিরছেন তিনি।
লোকিত প্রতিদিন/এপি

শেরপুরের নকলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন 

মোঃ নুর হোসেন, বিশেষ প্রতিনিধি: 
শেরপুরের নকলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করা হয়েছে আজ । শনিবার ১ জুন সকালে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং জাতীয় পুষ্টি সেবা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের বাস্তবায়নে উক্ত ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন , উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন , আর এমও ডাঃ হাসান,ডাঃ ওয়ালিউল্লাহ, মেডিকেল টেকনোলজিস্ট আবু কাওসার বিদ্যুৎসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ক্যাপসুল খাওয়াতে শিশুদের ভরাপেটে কেন্দ্রে নিয়ে আসতে হবে। ৬ মাসের কম বয়সি, ৫ বছরের বেশি বয়সি এবং অসুস্থ শিশুকে ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না। ৬-১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ক্যাপুসল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপুসল খাওয়ানো হবে বলে জানান ডাঃ গোলাম মোস্তফা। এ সময় শহরের বিভিন্ন এলাকা থেকে শিশুদের নিয়ে উপস্থিত ছিলেন  অবিভাবকরা।
লোকিত প্রতিদিন/এপি

দরিদ্র রোগীদের প্রতি বিশেষ যত্নবান হওয়ার নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী

মোঃ সোহাগ (বিশেষ প্রতিনিধি): পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবার জন্য কলেরা স্যালাইন ও সিলিং ফ্যান প্রদান অনু্ঠানে অসচ্ছল ও দরিদ্র রোগীদের প্রতি চিকিৎসকদের বিশেষ যত্নবান হওয়ার নির্দেশ দিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান এমপি। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী এ কলেরা স্যালাইন ও সিলিং ফ্যান প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মহিব আরো বলেন, ‘করোনা কালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সেবা করতে গিয়ে অনেক চিকিৎসক প্রাণ বিসর্জন দিয়েছেন। দেশের মানুষ চিরদিন তাদের এ আত্মাহুতিকে শ্রদ্ধাভরে স্মরণ করবে।’ প্রতিমন্ত্রী বলেন,’ চিকিৎসা সেবা মানুষের মৌলিক অধিকার, তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার দেশের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
আলোকিত/০১/০৬/২০২৪/আকাশ

দেওয়ানগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোঃ ফরহাদ রেজা : জামালপুরের দেওয়ানগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার ৩১ মে বেলা সাড়ে ৩ টায়  উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা  প্রশাসনের আয়োজনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফ আলীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আকন্দ, দেওয়ানগঞ্জ মডেল থানার এস আই জুয়েল বর্মন , দেওয়ানগঞ্জ  পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর আব্দুল  মান্নান মোল্লা,সাংবাদিক খাদেমুল ইসলাম, সাংবাদিক মদন মোহন  ঘোষ, ফায়ার সার্ভিসের প্রতিনিধি  মোবিন খান, উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মোঃ সামিউল হক সহ অনেকেই।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারি বিভিন্ন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধ, সাংবাদিকসহ অনেকে। অনুষ্ঠানে  বক্তারা তামাকের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরেন।
আলোকিত/০১/০৬/২০২৪/আকাশ