আজ মঙ্গলবার, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৮ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশের সংস্কৃতি মুগ্ধতা ছড়ালো ক্যাম্পাসে 

-Advertisement-

আরো খবর

শান্তা মারিয়া, ইউননান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিশাল চত্বরে সারি সারি দাঁড়িয়ে আছে বিভিন্ন দেশের স্টল। এরই মধ্যে বাংলাদেশের স্টলের সামনে দীর্ঘ লাইন। চীনের তরুণতরুণীরা সাগ্রহে অপেক্ষা করছেন ভিতরে ঢোকার। কেউ চান হাতে মেহেদী পরতে, কেউ চান ফুচকা, দুধ-চা, বিরিয়ানির স্বাদ গ্রহণ করতে। এমন দৃশ্য দেখা গেল ৩১ অক্টোবর২০২৫, শুক্রবার । চীনের ইউননান বিশ্ববিদ্যালয়ের ছাংকুং ক্যাম্পাসে ৩১ অক্টোবর, শুক্রবার শুরু হয় সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসব। উৎসবের প্রথমদিনে ছিল বিভিন্ন দেশের সংস্কৃতির পরিচয়বাহী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
চীনের ইউননান প্রদেশের রাজধানী কুনমিংয়ে অবস্থিত ইউননান বিশ্ববিদ্যালয় সবচেয়ে বিখ্যাত এবং ঐতিহ্যবাহী। এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে বিভিন্ন দেশের শিক্ষক ও শিক্ষার্থীরা। বাংলাদেশের অনেক শিক্ষার্থী এখানে বিভিন্ন বিভাগে পড়ছেন। পিএইচডি গবেষকও আছেন। আছেন শিক্ষকও। ইউননান বিশ্ববিদ্যালয়ে বাংলাভাষা বিভাগও রয়েছে। সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী দিনে বাংলাদেশের অংশগ্রহণ বেশ প্রশংসা পেয়েছে। বাংলাদেশের স্টলে প্রদর্শিত কারুশিল্পের নমুনা, বই, পোশাক ও খাদ্য সামগ্রী উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহের জন্ম দেয়।
অনুষ্ঠানে রেড কার্পেটে জোতীয় পতাকা নিয়ে অন্যান্য দেশের অংশগ্রহণকারীদের পাশাপাশি বাংলাদেশের অংশগ্রহণকারীরাও হাঁটেন। বাংলাদেশীরা বাংলায় সংগীত পরিবেশন করেন। স্টল থেকে বাংলা গান বাজানো হয়। চীনা তরুণীদের হাতে মেহেদির নকশা এঁকে দেয়া হয়। সকল দর্শকের জন্য ছিল বাংলাদেশী খাবারের স্বাদ আস্বাদনের সুযোগ। দিনব্যাপী চলা এই প্রদর্শনী বাংলাদেশী ও বিদেশিদের জন্য এক আনন্দ মিলনমেলায় রূপ নেয়।
বার্তা প্রেরক
শান্তা মারিয়া
শিক্ষক , বাংলাভাষা বিভাগ, ইউননান বিশ্ববিদ্যালয়
১ নভেম্বর , ২০২৫
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -