আজ মঙ্গলবার, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৮ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

ধামরাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলায় সাবেক চেয়ারম্যানসহ ৫ জন গ্রেপ্তার

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

মামুন আহমেদ জয় -ঢাকা  ঢাকার ধামরাইয়ে আলোচিত বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান, ঢাকা জেলা পরিষদের সাবেক সদস্য ও ধামরাই পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল হক সুজন, নবযুগ কলেজ ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম ও ছাত্রলীগ নেতা আহাদ-কে সেনাবাহিনী নবীনগর ডিএসএস এলাকা থেকে রাত আনুমানিক ১২টার দিকে আটক করেছে। শনিবার (৫ অক্টোবর) গভীর রাতে সেনাবাহিনীর একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে আটক পাঁচজনকে ধামরাই থানায় হস্তান্তর করা হয়। ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। আটক ব্যক্তিদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলা*র তদন্ত চলমান রয়েছে। তিনি আরও জানান, রবিবার সকাল ১১টায় ধামরাই থানায় পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। এদিকে অভিযানের খবর এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -