স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। যেখানে ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ টানা তৃতীয় আইসিসি টুর্নামেন্টের ফাইনালে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। তার সঙ্গী হিসেবে থাকবেন অস্ট্রেলিয়ার পল রাইফেল।
ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন তৃতীয় ও শ্রীলংকার কুমার ধার্মাসেনা চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন। আর শ্রীলংকার রঞ্জন মাদুগালে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন।
আগামী রবিবার দুবাইয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। একই মাঠে ভারত ও অস্ট্রেলিয়ার সেমি-ফাইনালে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন ইলিংওয়ার্থ। পরদিন লাহোরে আরেক সেমি-ফাইনালে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার লড়াইয়ে মাঠের আম্পায়ার ছিলেন রাইফেল। দুজনই আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার তারা।
এর আগে গত জানুয়ারিতে টানা তৃতীয় ও ক্যারিয়ারে চতুর্থবারের মতো আইসিসির বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হওয়া ইলিংওয়ার্থ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালেও ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন তারা।