শিবালয়ে ফিল্মি কায়দায় অটোরিক্সা ছিনতাই আট*ক-৩ 

0
502
আঞ্চলিক প্রতিনিধি, মানিকগঞ্জ শিবালয়ে ফিল্মি কায়দায় অটো-রিক্সা ছিনতাই ও চালককে ছুরিকাঘাতের সাথে জড়িত চক্রের তিন সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে। তথ্য-প্রযুক্তির সাহায্যে ২২ জানুয়ারি রাতে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) গ্রেফতারকৃদের কোর্টে চালান দিয়েছে।
এরা হচ্ছে,  ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার বিলছোনাউটা গ্রামের শহিদের ছেলে প্রিন্স জমাদদার  সজিব (২০), পাবনা সুজানগর উপজেলার দুলাই গ্রামের রহমান প্রামানিকের ছেলে মেহেদি হাসান মৃদুল (১৯) ও ব্যাটারী ব্যবসায়ী মানিকগঞ্জ সদর উপজেলা জয়রা গ্রামের কাউছার মিয়া (২৩)।
পুলিশ জানায়, উপজেলার গোয়ালখালী গ্রামের আব্দুল মালেকের পুত্র অটোরিক্সা চালক আব্দুল করিম (৪০) গত ৩০ ডিসেম্বর রাত ১১টার দিকে পাটুরিয়া ঘাট পুলিশ বক্সের সামনে থেকে অজ্ঞাত পরিচয় দু’যাত্রী নিয়ে ১৬০ টাকা ভাড়ায় উথলী বাসষ্ট্যান্ডে আসে। ওই যাত্রীরা পুনরায় পাটুরিয়া ঘাটে যাওয়ার কথা বলে এবং পথিমধ্যে কাশাদহ ব্রিজের নিকট পোঁছালে মোবাইল ফোন সেট রাস্তায় পড়ে গেছে অটো-রিক্সা থামাতে বলে। অটোরিক্সার গতি কমালে ওই দু’যাত্রী চালকের ঘাড়ে-পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে অটো নিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলে চালকের ডাক-চিৎকারে ও গুরুত্বর অবস্থায় দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। পুলিশ চালককে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নেয়। তার অবস্থা গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
শিবালয় থানার ওসি এআরএম আল-মামুন জানান, এ বিষয়ে থানায় মামলা হলে গোপন সংবাদ ও তথ্য-প্রযুক্তির সাহায্যে ঝড়িয়ারবাগ গ্রামের রহিজ উদ্দিনের ভাড়াটিয়া সজিব ও মেহেদিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে ছিনতাইকৃত অটো চালককে ছুরিকাঘাত ও ব্যাটারি বিক্রির তথ্য পাওয়া যায়। অভিযান চালিয়ে ব্যাটারী ব্যবসায়ী কাউছারকে আটক ও ছিনতাইকৃত অটো উদ্ধার করা হয়। আসামিরা এমন ছিনতাই অপহরণ কাজে যুক্ত বলে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দী দিয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here