মানিকগঞ্জে যুবলীগ নেতার হুমকি: আদালত প্রাঙ্গণে উত্তেজনা

0
134

 মিজানুর রহমান খান কুদরত :মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজাকে গতকাল (বুধবার) রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) তাকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তার কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত চত্বরে এ সময় উপস্থিত ছিলেন শত শত সাধারণ মানুষ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তারা “রাজার ফাঁসি চাই” স্লোগানে আদালত প্রাঙ্গণ মুখরিত করেন।

আদালতের রায় শেষে যখন রাজাকে প্রিজনার ভ্যানে তোলা হচ্ছিল, তখন ভ্যানের ভেতর থেকে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. আশরাফুল ইসলাম রাজু, রমজান মাহমুদ, মেহরাব খান ও হাসনা হেনাসহ বেশ কয়েকজনকে প্রকাশ্যে মেরে ফেলার হুমকি দেন।

এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা প্রিজনার ভ্যান আটকে প্রতিবাদ জানায়। পরে পুলিশ তাদের আসামির শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ও ১৮ জুলাই হামলার শিকার হাসনা হেনা বলেন, “আমরা আদালত চত্বরে রাজাকের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দিচ্ছিলাম। এ সময় রাজার একজন সহযোগী আমার ছবি তুলে রাখে। পরে প্রিজনার ভ্যান থেকে রাজা আমাদের মেরে ফেলার হুমকি দেয়। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ শাখার সমন্বয়ক মো. আশরাফুল ইসলাম রাজু বলেন, “১৮ জুলাই হাসনা হেনাকে কুপিয়ে জখম করার ঘটনায় রাজা সরাসরি জড়িত। আজ আদালত প্রাঙ্গণেই সে আমাদের হুমকি দিয়েছে। আমরা তার জামিন বাতিল এবং সর্বোচ্চ শাস্তি দাবি করছি।”

এই ঘটনার পর সাধারণ মানুষ এবং বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা রাজার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।

আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here