ভারতের সহযোগিতায় জিয়াউর রহমানকে হত্যা, এস এ কবীর জিন্নাহ

0
106
মিজানুর রহমান খান কুদরত: মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবীর জিন্নাহ বলেছেন , শেখ হাসিনা হচ্ছে বিশ্বের একনম্বর স্বৈরাচার ও তার বাবা শেখ মুজিবুর রহমান হচ্ছে দেশের প্রথম স্বৈরাচার। শেখ মুজিবুর রহমান নিজের ক্ষমতায় পাকাপুক্ত করার জন্য দেশের বাকস্বাধীনতা বন্ধ করে দিয়েছিলো।
জিয়াউর রহমান দেশের ক্লান্তিকালে স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন এবং তার নেতৃত্বেই মুক্তিযুদ্ধ হয়েছিলো। শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর দেশের ক্লান্তিকালে তিনি আবার দেশের দায়িত্বভার গ্রহন করেন ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠাসহ মানুষের বাকস্বাধীনতা ফিরিয়ে দেন।
কিন্তু প্রতিবেশী দেশ ভারতের সহযোগিতায় এদেশের সেনাবাহিনীর কিছু কুলাঙ্গার বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করে। রোববার বিকেলে মানিকগঞ্জ জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে জিয়াউর রহমানে ৮৯তম জন্মবার্ষিকীতে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি ডাক্তার জিয়াউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, সহসভাপতি আজাদ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক নূরতাজ  আলম বাহার, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা স্বেচ্ছাসেবক আহবায়ক জিন্নাহ খান, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, শিক্ষক প্রতিনিধি মজিবুর রহমান কনক প্রমূখ।
পরে কেক কেটে উদযাপন করা হয় জিয়া স্মৃতি পাঠাগারের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী।  অপর দিকে শিশু একাডেমীতে রোববার সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিনশ শিক্ষার্থী অংশ নেয় চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, জিয়াউর রহমানের উপর কুইজ প্রতিযোগিতা, বিএনপির দলীয় সংগীত দেশাত্ববোধক গান ও হামদ নাত পাঠ করা হয়।
আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here