মিরপুরে অবৈধ পানি-বিদ্যুতের সংযোগ বন্ধ করতে গেলে রাস্তায় নেমে বস্তিবাসীর বিক্ষোভ

0
44
মিরপুরে অবৈধ পানি-বিদ্যুতের সংযোগ বন্ধ করতে গেলে রাস্তায় নেমে বস্তিবাসীর বিক্ষোভ
মিরপুরে অবৈধ পানি-বিদ্যুতের সংযোগ বন্ধ করতে গেলে রাস্তায় নেমে বস্তিবাসীর বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুর-১২ নম্বরে অবস্থিত ঝিলপাড় বস্তিতে অবৈধ বিদ্যুৎ এবং পানির সংযোগ বন্ধ করতে যায় কর্তৃপক্ষ। এ সময় বস্তিবাসী উত্তেজিত হয়ে বিদ্যুৎ ও ওয়াসা কর্তৃপক্ষের লোকজনের সঙ্গে বাকবিতণ্ডতায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা রাস্তায় নেমে পড়লে মিরপুর-১২ নম্বর সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ বস্তিবাসীকে রাস্তা থেকে কিছুটা সরিয়ে দিলেও এখনো ওই সড়কে যানচলাচল স্বাভাবিক হয়নি। ১৪ জানুয়ারি মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালের পর বিদ্যুৎ এবং ওয়াসা কর্তৃপক্ষ পুলিশসহ মিরপুর ঝিলপাড় বস্তির বিদ্যুৎ ও পানি সংযোগ বন্ধ করতে যায়। এতে করে বস্তিবাসী উত্তেজিত হয়ে বিদ্যুৎ ও ওয়াসা কর্তৃপক্ষ সঙ্গে বাকবিতণ্ডতায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে বস্তিবাসী দুপুরের দিকে মিরপুর-১২ নম্বরের রাস্তা অবরোধ করে। যার ফলে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পুলিশ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করলেও বস্তিবাসী রাস্তার পাশে অবস্থান করায় যান চলাচল শুরু হলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি।

এ বিষয়ে ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার বলেন, বস্তিবাসী প্রথমে রাস্তা অবরোধ করেছিল। এখন তারা রাস্তা থেকে সরে পাশে অবস্থান নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

আলোকিত প্রতিদিন/১৪জানুয়ারি-২৫/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here