এবারের বিপিএলে উসমানের সেঞ্চুরিতে মিরপুরে সর্বোচ্চ রানের রেকর্ড

0
57

স্পোর্টস ডেস্ক: কনশনে শীতের দুপুরে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট হাতে উত্তাপ ছড়ালেন উসমান খান। চার-ছক্কার পসরা সাজিয়ে দুর্দান্ত এক শতক হাঁকিয়েছেন চিটাগং কিংসের এই পাকিস্তানি ব্যাটার। তাতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে দুর্বার রাজশাহীর বিপক্ষে ২১৯ রানের পাহাড়সম স্কোর গড়েছে চিটাগং কিংস।

৪৮ বলে শতক হাঁকানো উসমান শেষ পর্যন্ত থেমেছেন ১২৩ রান করে। ৬২ বলের এই ইনিংসে ১৩টি চারের পাশাপাশি ৬টি ছক্কা হাঁকান তিনি আজ। চলমান বিপিএলে এটিই কোনো ব্যাটারের প্রথম সেঞ্চুরি। আর বিপিএলে উসমানের দ্বিতীয় সেঞ্চুরি এটি। ২০২৩ সালে চট্টগ্রামেরই আগের ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে ৫৮ বলে ১০৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

আজ শুক্রবার সেঞ্চুরি করে বিপিএলে সর্বোচ্চ শতক হাঁকানো ব্যাটারদের তালিকায় দুইয়ে চলে এলেন উসমান। বিপিএলে সর্বোচ্চ ৫টি সেঞ্চুরি করে ধরাছোঁয়ার বাইরে থেকে সবার ওপরে ক্রিস গেইল। উসমান ছাড়াও এই টুর্নামেন্টে ২টি করে সেঞ্চুরি আছে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার জনসন চার্লস, এভিন লুইস ও আন্দ্রে ফ্লেচারের। একমাত্র বাংলাদেশি হিসেবে বিপিএলে দুই সেঞ্চুরির মালিক তামিম ইকবাল।

শেষদিকে দ্রুত ৩ উইকেট হারালেও ২১৯ রানের বড় সংগ্রহ তুলে থামে চট্টগ্রাম। ১৫ বলে ২ চার ও ২ ছক্কায় ২৮ রানের কার্যকরী ইনিংস খেলেন মিথুন। চট্টগ্রামের আরেক পাকিস্তানি ব্যাটার হায়দার আলীয় ৮ বলে ১৯ রানের ক্যামিও-ও বড় স্কোর গড়তে সাহায্য করেছে।

চিটাগং রানের পাহাড় গড়লেও আজও বল হাতে দারুণ সফল তাসকিন আহমেদ। ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। একটি করে উইকেট নিয়েছেন সোহাগ গাজী, শফিউল ইসলাম ও রায়ান বার্ল। রাজশাহীর বোলারদের মধ্যে তাসকিন আর সোহাগ ছাড়া সবার ইকোনমিই ছিল দশের ওপরে।

আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here