নাজমুল হাসান:
কুমিল্লা উত্তর জেলা মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ বাজারে একটি সিএনজি তল্লাশি করে নগদ ২ লক্ষ ৭ হাজার ৩ শত ১০ টাকা ও ৩ হাজার ৭শত ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করে। আটক কারীরা হলেন-দেবিদ্বার উপজেলা পৌরসভার বাসিন্দা মৃত রহিম সরকার এর ছেলে মো: ইমরান ওরফে (ইবু-২২) এবং ব্রাহ্মণপাড়া উপজেলাধীন তেতা ভূমি গ্রামের ছেনু মিয়ার বাড়ির মো: হৃদয় মিয়ার স্ত্রী মাদক ব্যবসায়ী খাদিজা আক্তার (২৪)।
২৭ নভেম্বর বুধবার সকাল ১১টায় কোম্পানিগঞ্জ বাস স্টেশনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বাংলাদেশ সেনাবাহিনীর দেবিদ্বার ও মুরাদনগরের প্রতিনিধি দল। কুমিল্লার মুরাদনগরে ক্যাপ্টেন মোঃ সাইদুর রহমানের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন দেবিদ্বার ও মুরাদনগরের দায়িত্বে থাকা সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ এনামুল।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা উত্তর জেলার দেবিদ্বার ও মুরাদনগরের দায়িত্বে থাকা ক্যাপ্টেন মোঃ সাইদুর রহমান। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সকাল থেকে কোম্পানীগঞ্জ বাস স্টেশন এলাকায় গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখি। সকাল ১১টায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেখানে একটি সিএনজি থামিয়ে তল্লাশি করা হয়। তখন সিএনজিতে থাকা দুজন মাদক ব্যবসায়ী একজন পুরুষ ও একজন নারীর কাছে নগদ টাকা ও ইয়াবার প্যাকেট পাওয়া যায়। এ সময় গাড়িতে থাকা মো: ইমরান ওরফে ইবু ও খাদিজা আক্তার কে আটক করা হয়। পরে তাদের কে আটক করে মুরাদনগর থানা পুলিশ এস আই আরিফের হাতে তুলেদেই। এস আই আরিফ বলেন, যৌথবাহিনী আমাকে খবর দিয়ে ২ লক্ষ ৭ হাজার ৩শত ১০ টাকা ও ৩৭৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী কে আমার কাছে তুলে দেন।
সেনাবাহিনীর চৌকস দলের টহল টীমে দায়িত্বে থাকা ওয়ারেন্ট অফিসার মোঃ এনামুল আরও জানান, আটককৃতরা একটি মাদক সিন্ডিকেটের সদস্য। এই সিন্ডিকেটটি দীর্ঘদিন ধরে কসবা বটার এলাকা থেকে ইয়াবা এনে দেবিদ্বার এবং মুরাদনগরের বিভিন্ন জায়গায় উঠতি বয়সের তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণির লোকজনের কাছে বিক্রি করতো।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হোক বলেন, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হবে।