কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটো রিকশার ৮ যাত্রী নিহত, আহত ১

0
38
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটো রিকশার ৮ যাত্রী নিহত, আহত ১
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটো রিকশার ৮ যাত্রী নিহত, আহত ১

মো ফয়েজ:

ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার ৮ যাত্রী নিহত হয়েছে, এতে আহত হয়েছে আরো ১ জন। মঙ্গলবার সকাল ১০ টায় কালিকাপুর রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

নিহতের বিষয়ে নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টায় বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় একটি অবৈধ রেলক্রসিং দিয়ে পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা ৪ যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। এছাড়া হাসপাতালে নেয়ার পথে অন্যান্য যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় অন্তত আরো ১জন।

নিহতরা হলো ১/আলী আহমদ পিতা মৃত- মনসুর আলী বাকশীমুল ২/সাজু মিয়া পিতা তৈয়ব আলী বাকশীমুল ৩/ সানু বিবি স্বামী মনির হোসেন বাকশীমুল ৪/ রফিজ মিয়া পিতা-মৃত আসমত আলী ৫/ হোসনেয়ারা বেগম স্বামী মৃত ফজলু মিয়া খোাধাইধুলী ৬/ সফর জান আক্তার স্বামী আলী আশ্রাফ মীরজাপুকুর পাড় ৭/ লুৎফা বেগম স্বামী আবদুল মালেক বাকশীমুল ৮/হুসনেয়ার নাতী শুক্কুর বয়স ৭বছর।

লাকসাম রেলওয়ে থানার ওসি এমরান হোসেন বলেন, যেখানে দুর্ঘটনা ঘটেছে, সেই লেভেল ক্রসিংটি অবৈধ। ট্রেন আসার বিষয়টি বুঝতে না পেরে হঠাৎ রেললাইনে উঠে পড়ায় দুর্ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে একজনের মরদেহ পেয়েছি। বাকিদের মরদেহ স্বজনেরা নিয়ে গেছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

আলোকিত প্রতিদিন/ ২৬ নভেম্বর-২৪/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here