সাফ অ-২০ নারী ফুটবলের স্বাগতিক বাংলাদেশ

0
47
সাফ অ-২০ নারী ফুটবলের স্বাগতিক বাংলাদেশ
সাফ অ-২০ নারী ফুটবলের স্বাগতিক বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক:

কয়েক সপ্তাহ আগেই বাংলাদেশ নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়ন হয়েছে। আজ সাফের কম্পিটিশন কমিটির সভায় জুনিয়র নারী সাফের স্বাগতিক বাংলাদেশ নির্ধারণ হয়েছে। ১১-১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ সাফ অ-২০ নারী চ্যাম্পিয়নশীপ আয়োজন করবে।

বাংলাদেশ স্বাগতিক নির্ধারণ হলেও ভেন্যু এখনো চুড়ান্ত হয়নি। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘বাফুফেকে আমরা চিঠি দিচ্ছি ভেন্যুর নাম জানাতে।’ এর আগে কমলাপুর স্টেডিয়ামে সাফ টুর্নামেন্ট আয়োজন করে সমালোচনায় পড়েছিল বাফুফে। বঙ্গবন্ধু স্টেডিয়াম জানুয়ারিতে খেলার উপযোগী হওয়ার কথা। বঙ্গবন্ধু স্টেডিয়াম না অন্য ভেন্যু নির্ধারণ করে বাফুফে সেটাই দেখার বিষয়।

সাফ অ-২০ নারী চ্যাম্পিয়নশীপ ছাড়াও পুরুষ অ-১৯ টুর্নামেন্টেরও ভেন্যু এবং সময়সূচি চুড়ান্ত হয়েছে। ৫-১৫ নভেম্বর ভারত এই টুর্নামেন্ট আয়োজন করবে। কোন রাজ্যে করবে এজন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছে সাফ।

আগামী বছর পুরুষ সিনিয়র সাফ রয়েছে। সেই টুর্নামেন্টের স্বাগতিক এখনো ঠিক হয়নি। এ সম্পর্কে সাফ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘মার্কেটিং কোম্পানির সঙ্গে আলোচনার পর আগামী মাসে  মিটিংয়ে এটি ঠিক হবে’

আলোকিত প্রতিদিন/ ২০ নভেম্বর-২৪/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here