নাহিদ ইসলাম (রাজশাহী): রাজশাহীতে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০ টায় শিশু একাডেমি রাজশাহীর মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস রাজশাহীর আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া কর্মকর্তা গৌতম কুমার সরকার। বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অফিসের প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মীর শামীম আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদের।
প্রধান অতিথির বক্তব্যে টুকটুক তালুকদার বলেন, এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আমাদেরই সন্তান। এদের প্রতিভা গুলোকে বিকশিত করে সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের-ই। এই শিশুদের মধ্যে কেউ ভাল ছবি আঁকে, কেউ ভাল আবৃত্তি করে, কেউ খেলাধুলায় ভালো আবার কেউ ভাল অংক বোঝে। এই ভাল পারদর্শিতা গুলোকে বিকশিত করে আমাদের এগিয়ে যেতে হবে। গড়ে তুলতে হবে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ।
রাজশাহী জেলার ৫ টি স্কুলের প্রায় ১০০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে এ ক্রীড়া অনুষ্ঠান ও উৎসব অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দৌড়, বল তোলা, যেমন খুশি তেমন সাঁজো সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতা শেষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের উপ-পরিচালক (অব:) আখতারুজ্জামান রেজা তালুকদার রুমি সহ অন্যান্য অতিথিরা অংশগ্রহণকারী সব শিশুদের হাতে পুরস্কার তুলে দেন। এখান থেকে বাছাইকৃত কিছু শিশু জাতীয় পর্যায়ে এবং পরবর্তীতে আন্তর্জাতিক পর্যায়ে অর্থাৎ অলিম্পিক সহ বিভিন্ন ইভেন্টে পাঠানো হয় বলে আয়োজকরা জানান।
আলোকিত/১৯/১১/২০২৪/আকাশ