শম্পা দাস (কলকাতা): ১০ নভেম্বর রবিবার, বীরেশ্বর ঢোল লেন পল্লী বাসীর উদ্যোগে, ১১ তম বর্ষের জগদ্ধাত্রী পুজোর শুভ সূচনা হলো, এই পুজোর পরিচালনা করেন সহ সভাপতি ও বরানগর নয় নম্বর ওয়ার্ডের ও পৌর পারিষদ শ্রীরামকৃষ্ণ পাল। ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে এবং পুষ্প দিয়ে প্রতিমার শুভ সূচনা হয়। এবং শোলেন মুখার্জির উদ্বোধনী সংগীত দিয়ে অনুষ্ঠান শুরু করেন।
শুভ সূচনা করেন দমদম লোকসভার মাননীয় সংসদ সৌগত রায়, আলমবাজার মঠের মধু মহারাজ, উত্তরপাড়ার পৌরসভার সিআইসি সুব্রত মুখার্জি,সমাজসেবী বিপ্লব দে সরকার, আইসি বরানগর থানা শ্রী অসিত চ্যাটার্জি, বরানগর পৌরসভার পৌরপ্রধান শ্রীমতি অপর্ণা মৌলিক, আলাম বাজার ফাঁড়ির ইনচার্জ শ্রী সুভাষ আচার্য, এছাড়া উপস্থিত ছিলেন এবং যাহারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, বাপি বিশ্বাস, শ্রীমতি পৃথা মুখার্জি, শ্রীমতি নিলু গুপ্তা, প্রদ্যুৎ জানা, প্রসেনজিৎ নাথ, অজিত মাইতি, শিবানী দেবনাথ ,যুগ্ম সম্পাদক গোপাল ঘোষ, সৃজিৎ জানা, কোষাধক্ষ বাপি গুছাইত, পাপাই, ও শুভজিৎ শাসমল টহ অন্যান্য অতিথিবৃন্দ ও সদস্যবৃন্দরা,
প্রত্যেক অতিথিদের উত্তরীয় ব্যাচ পড়িয়ে সম্বর্ধনা দেন, এবং একটি করে পুষ্পস্তবক হাতে তুলে দেন, শুভ সূচনা মুহূর্ত ফুটে উঠে সুন্দর সংগীত ও নৃত্যের মধ্য দিয়ে, এমন কি ছোট ছোট শিশুরা সুন্দর আবৃত্তি করে শোনান ও দর্শকদের মুগ্ধ করেন।
সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে উঠে আসে কিছু সমাজ সেবার কথা, তাহারা কিভাবে মানুষের পাশে থাকেন, কিভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, এবং কিভাবে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেন তাহার বর্ণনাও সংক্ষিপ্ত কথার মধ্য দিয়ে উঠে আসে, সবাই আনন্দ করুক, এই শুভেচ্ছা জানালেন।
আলোকিত/১১/১১/২০২৪/আকাশ