হৃদয়ের বাসনা
প্রেমকে বলি কেন সঙ্গে থাকো,
কী চাইবো বলো তোমার কাছে?
সাগরের মত বিশালতা নিয়ে
ভালোবাসার একটা মন আছে।
যেখানে ছোট ছোট অনুভূতিগুলো
খুঁজে পায় আপন ঠিকানা,
টুকরো টুকরো সব কথা সাজিয়ে
সাম্পানে ঘর বাঁধার বাসনা।
নদীর কিনারে কাশ ফুলের মাঝে
দুটি হাত ধরে হাঁটার স্বপ্ন,
নীল আকাশের নীলিমা দিয়ে
সেজেছি শুধু তোমার জন্য।
বাসনাগুলোকে উজ্জীবিত করে
রংধনুর রঙে রাঙাবো আজ,
মনের মাঝে থাকা জ্বলন্ত সে শিখা
আগুনের মতো নেবে তার সাজ।
অশ্রুধারাকে সংবরণ করে
কোমল হৃদয়ের অংশীদার,
পাষাণ হৃদয়কে বরফ গলা করে
দেবো তোমায় আজ উপহার।
আলোকিত/১০/১১/২০২৪/আকাশ