অদৃষ্ট
একটাই তো জীবন!
হু হু করে চলে যাচ্ছে
জীবনের দিনগুলো,
স্থবির হয়ে পরছে
সকল চাওয়া পাওয়াগুলো।
স্বপ্নে মোড়া স্মৃতিরা সব
তাড়িয়ে বেড়াচ্ছে প্রতিনিয়ত।
বাস্তবতা তার নিজ নিয়মে চলছে,
মানুষগুলো ছুটে মরছি
অদৃষ্টের পিছে।
অদৃষ্ট কী জানেন?
সবচেয়ে বড় যোদ্ধা!
যে আড়াল থেকে যুদ্ধ চালিয়ে যায়,
দিনশেষে হয় বিজয়ী।
হতভাগ্য মানুষগুলো হেরে যাচ্ছে তার কাছে।
সে নিজের মতো নিজেকে চালনা করে,
ভালোর দিকে, খারাপের দিকে,
কখনো হয় না মুখোমুখি।
তার সাথে মানুষের নিত্য সংঘাত, সংঘর্ষ,
তবুও মানুষ চলে সেই অদৃষ্টের পিছে।
যদিও সে ধরা ছোঁয়ার বাইরে।
কখনো সে নিয়ে আসে অনন্ত সুখ,
কখনো বা মহাপ্রলয়।
তারপরেও সে জয়ী হয় সব সময়।
আলোকিত/০৫/১১/২০২৪/আকাশ