শেষ থেকে শুরু
এখনো সময় রয়েছে বাকি
জীবন হয়নি শেষ,
চাওয়া পাওয়াটাই সব সময় যেন,
রয়ে যায় অনিমেষ।
বয়সকে ব্যাপার না ভাবি কভু,
বয়স শুধুই সংখ্যা,
ইচ্ছে করলে যে কোনো সময়
বদলানো যায় ভাগ্য লেখা।
আঁধার শেষে আলোর রাশি
পরে যখন জানালায়,
মেঘ ভাঙ্গা রোদ এসে গিয়ে আবার,
প্রকৃতিকে হাসায়।
যতো আলোর শিখা নিভে যায় যাক,
আশার প্রদীপ জ্বলে
যতোক্ষণ দেহে প্রাণ আছে মানুষ,
আশা নিয়েই বেঁচে চলে।
ঘড়ি তার সময় শেষ করে দিয়ে।
আবার শুরু করে গণনা
যেখানে কিছু হয়ে যায় শেষ
সেখানেই শুরু ভাবনা।
যেটুকু সময় নিঃশ্বাস চলে
স্বপ্ন করতে হবে সত্য,
নিরাশাকে মনে ঠাঁই দিয়ে কভু
আশাকে করবো না ব্যর্থ।
শেষ বলে কোনো কথা নেই জেনো-
শেষ থেকে হয় শুরু
বুকে সাহস নিয়ে এগোবো সব সময়,
মুছে ফেলে চোখের অশ্রু।
২৮/১০/২০২৪/আকাশ