রাকিবুল হাসান: রোববার ২৯ সেপ্টেম্বর দুপুরে রাজশাহীর ভুবন মোহন পার্কে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে রাজশাহী মহানগর ও জেলা বিএনপির আমার বিএনপি শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামাব মিল্লাত।
প্রধান অতিথির বক্তব্যে ভারতকে উদ্দেশ্য করে রিজভী বলেন, যারা শেখ হাসিনা কে আশ্রয় দিচ্ছেন তারা যদি তার কথা শুনে বাংলাদেশের অভ্যন্তরে কিছু করতে যান, অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করেন তাহলে আখেরে ভালো হবে না। এটা নেপালও না ভুটানও না এটা বাংলাদেশ।
তিনি আরও বলেন, ড. ইউনুসের অন্তর্র্বতীকালীন সরকারে ফ্যাসিবাদের দোসর রেখে সংস্কার সফল হবে না। এই বিষয়টি ড. ইউনুস কে স্মরণ রাখতে হবে।
এই সরকার অস্ত্রের লাইসেন্স বাতিল করলেও অস্ত্র উদ্ধার করতে পারেনি। এগুলো এখনো যুবলীগ ছাত্রলীগের কাছে আছে। এই অস্ত্র উদ্ধার করতে হবে। না হলে আবার অস্থিতিশীলতা তৈরি হবে।
সমাবেশের শেষে তিনি শহীদ পরিবার ও আহতদের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আমার বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন, রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুনুর রশীদ মামুন সহ কেন্দ্রীয় ও রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোকিত/২৯/০৯/২০২৪/আকাশ
গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ
-Advertisement-
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -