আজ রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ।   ১৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ

সংবিধানের ক্ষমতা কাঠামোতে পরিবর্তনের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে:হাসনাত কাইয়ূম

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

রাকিবুল হাসান: ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়নে রাষ্ট্রের সংস্কার শুরু করতে হবে সংবিধানের ক্ষমতাকাঠামোতে পরিবর্তনের মাধ্যমে আজ শনিবার ২৮ সেপ্টেম্বর রাজশাহী শহরের সাহেববাজারের জিরো পয়েন্টে এক জনসভায় এমন মন্তব্য করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম। আয়োজিত ‘সংবিধান সংস্কার কেন, কীভাবে?’ শিরোনামে এই জনসভা আয়োজন করে রাষ্ট্র সংস্কার আন্দোলন, রাজশাহী। রাষ্ট্র সংস্কার আন্দোলনের রাজশাহী বিভাগীয় সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের রাজশাহী জেলা ইউনিটের রাজনৈতিক সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন মোল্লা, রাজশাহী মহানগর ইউনিটের সমন্বয়ক এডভোকেট হাসনাত বেগ, সাবেক পুলিশ কর্মকর্তা মাহবুব সিদ্দিকী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের রংপুর মহানগরের প্রচার সমন্বয়ক কনক রহমান প্রমুখ।
জনসভায় হাসনাত কাইয়ূম বলেন, বাংলাদেশের যে আইন ও সংবিধান জনগণের পয়সায় বেতন পাওয়া পুলিশ জনগণের বুকে গুলি চালায়, কিন্তু আইন ও সংবিধান তাদেরকে আটকাতে পারে না। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার সাথে বেঈমানী করে বৃটিশ পাকিস্তানের রেখে যাওয়া উপনিবেশিক ক্ষমতাকাঠামো বহাল রেখে ৭২ সালে এই সংবিধান তৈরি করা হয়েছিল। এই সংবিধানের অধীনে যারাই ক্ষমতায় যায় তাদেরকে আর শান্তিপূর্ণ পথে ক্ষমতা থেকে নামানো যায় না। বাংলাদেশের সংবিধানের অধীনে আদালতের কোনো ন্যায়বিচার করার ক্ষমতা নেই। জাতীয় সংসদের জনগণের পক্ষে কোনো আইন বানানোর ক্ষমতা নেই। তিনি আরও বলেন, বাংলাদেশের সংবিধান এখান থেকে ১৫ বছরে ১০-১২ লক্ষ কোটি টাকা পাচার হয়েও গেলেও তা আটকাতে পারেনি। বাংলাদেশের মানুষের কষ্টের টাকা ব্যাংক, বিদ্যুৎকেন্দ্রর নামে টাকা লুটপাট করে সিঙ্গাপুরে মাফিয়া সামিট গ্রুপ সেরা ধনী হয়।
হাসনাত কাইয়ূমসহ জনসভায় উপস্থিত নেতৃবৃন্দ বাংলাদেশের জনগণের কাছে উদাত্ত আহ্বান জানান, মুক্তিযুদ্ধের পরে মুক্তিযোদ্ধারা যেভাবে অস্ত্র ফেরত দিয়ে ঘরে ফিরে গিয়েছিল, ৯০ এর গণআন্দোলনের পরে যেভাবে ঘরে ফিরে গিয়েছিল এবং মানুষের রক্তের বিনিময়ে পাওয়া অর্জন বেহাত হয়েছিল, সেই ভুল আর এবার করা যাবে না। নেতৃবৃন্দ ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা রক্ষায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র সংস্কারের লড়াই এগিয়ে নেয়ার আহ্বান জানান।

আলোকিত/২৮/০৯/২০২৪/আকাশ

- Advertisement -
- Advertisement -