মোঃ সোহাগ (বিশেষ প্রতিনিধি): পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের সরকার কতৃর্ক প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় ও প্রজেক্টে দুর্নীতির বিরুদ্ধে ঘন্টাব্যাপী এক মানববন্ধন করেছে বসতভিটা হারানো ১৩০ পরিবারের সদস্যরা।
বুধবার বেলা ১১ টার দিকে স্বপ্নের ঠিকানা বাংলাদেশ চায়না টেকনিক্যাল ইনিষ্টিটিউট প্রাঙ্গনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আলম গাজী, নাঈম হাওলাদার, জামাল মৃধা, বাইজিদ মৃধা প্রমুখ।
বক্তারা বলেন কোটায় নয়, অগ্রাধিকার ভিত্তিতে যোগ্যতা অনুযায়ী ১৩০ পরিবার থেকে নূন্যতম একজন করে বিসিপিসিএল কোম্পানিতে স্থায়ী চাকরি দিতে হবে। উক্ত তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিট বিক্রির শতকরা ০.০৩ পয়সা ক্ষতিগ্রস্থ ১৩০ পরিবারকে দেয়ার কথা ছিল সেটা বুঝিয়ে দিতে হবে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে অধিগ্রহণে মূল্যের চেয়ে তিনগুন টাকা দেয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ দেড়গুণ টাকা দেয়, বাকি দেড়গুণ টাকা সকল ভূমি দাতাদের বুঝিয়ে দিতে হবে। স্বপ্নের ঠিকানা আবাসন প্রকল্পের সবাইকে স্থায়ী দলিল আগামী অক্টোবর মাসের মধ্যে দিতে হবে। দুর্নীতির সাথে জড়িত প্রজেক্ট এম ডি এ এম খোরশেদুল আলম ও পিডি শাহ আব্দুল মাওলা হেলালকে পদত্যাগ করতে হবে ও প্রকল্পের উর্ধবতন কর্মকর্তাদের আত্মীয়-স্বজনদের চুক্তিভিত্তিক নিয়োগকৃত সকল কর্মকর্তাদের বাতিল ও অপসারণ করতে হবে। ১৩০ পরিবারের জন্য বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ট্যাংকি করে সাপ্লাইয়ের ব্যবস্থা দ্রুত সময়ের মধ্যে করতে হবে। সকল দাবী লিখিত আকারে ৭ দফা দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা। আগামী ৭২ ঘন্টার মধ্যে দাবীগুলো না মেনে নিলে কঠোর আন্দোলনে যাবে বলেও উল্লেখ করেন তারা।