১৫ আগস্ট নিয়ে জনমনে শঙ্কা

0
196
১৫ আগস্ট নিয়ে জনমনে শঙ্কা
১৫ আগস্ট নিয়ে জনমনে শঙ্কা

দ্বীন মোহাম্মাদ দুখু:
১৫ আগস্টে হামলা-আঘাত আসার আশঙ্কা ও আতঙ্কে ভুগছে জনগণ। এই আঘাত হয়তো আরও সামনে আসবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় অনেকেই সহ্য করতে পারবে না, তারা বসে থাকবে না। তারা আঘাত হানতে পারে।
এ ব্যাপারে সতর্ক করে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কেউ যদি স্বপ্ন দেখে যে আবার একটা কাউন্টার রেভোলিউশন করে আসবেন। কাউন্টার রেভোলিউশন করতে হলে আপনাকে হাজার হাজার লোকের রক্ত বয়াতে হবে।’ সোমবার সকাল ১০টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আহত আনসার সদস্যদের পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ক্ষমতাচ্যুতরা আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে, সাংবাদিকের এমন প্রশ্নে তিনি বলেন, ‘লোক জড়ো করুক আর যাই করুক, এমন কিছু করবেন না যাতে আপনাদের জীবন বিপন্ন হয়। এদেশের মানুষ এখন আর আপনাদের গ্রহণ করছে না।’ আওয়ামী লীগকে বরং পুনর্গঠন করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘আপনারা আপনাদের দলকে পুনর্গঠন করেন। যেভাবে রাজনৈতিক দল থাকে। নির্বাচন হলে নির্বাচন করেন। জনগণ ভোট দিলে ভোটে যাবেন।’ ‘আপনারা আসুন, যারা রেগুলার করতে চান। এখানে মারামারি করে লাভ নাই। আরো লোকের মৃত্যু আমরা চাই না। আমরা উষ্কানি দিলে আপনারা আর্মি ফায়ারে টিকতে পারতেন না। আমরা আর্মিকে মানা করেছি গুলি না চালাতে।’
এদিকে, ১৫ আগস্ট পালনে অনুমতি চেয়েছে আওয়ামী লীগ। শোক দিবসে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। এ জন্য নিরাপত্তা নিশ্চিত করতে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুমতি চাওয়া হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। গত ৫ আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ দলটির তৃণমূলের নেতাকর্মীদের অনেকে। হানিফ বলেন, এই কর্মসূচিকে ঘিরে দলের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন সরকারের কাছে আবেদন করা হয়েছে। তিনি বলেছেন, ‘ওই এলাকার নিরাপত্তার জন্য দলের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে চিঠি পাঠানো হয়েছে। আমরা আশা করি সেই অনুমতি দেওয়া হবে।’ এর আগে রবিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে দলীয় নেতাকর্মীদের ধানমণ্ডি ৩২ নম্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর অনুরোধ জানান।
অন্যদিকে, সার্বিক পরিস্থিতি মোকাবেলায় ও সুন্দর বাংলাদেশ বির্নিমাণে গতকাল থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার বিকাল ৩টায় রাষ্ট্রীয় ভবন যমুনায় অনুষ্ঠেয় এ আলোচনা শুরু হয় বিএনপিকে দিয়ে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের একটি প্রতিনিধিদল আলোচনায় অংশ নেন। এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মনজু জানান, গতকাল সন্ধ্যায় ৬টায় চারটি দলের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। ইসলামী আন্দোলন, এবি পার্টি, গণঅধিকার পরিষদের উভয় অংশও আলোচনায় অংশ নেন।

 

আলোকিত প্রতিদিন / ১২ আগস্ট ২০২৪ 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here