নিজস্ব প্রতিবেদক
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন পরবর্তীতে পরিণত হয় সরকার পতনের এক দফা আন্দোলনে। ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। পালানোর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বরাবর প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগপত্র দিয়ে চলে গেছেন তিনি।
শেখ হাসিনা দেশত্যাগ করায় রাস্তায় নেমে এসেছেন লাখো মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকও সয়লাব হয়ে গেছে খুশির বার্তায়। শেখ হাসিনা দেশ ছাড়ার ঘণ্টা খানেকের মধ্যেই হাজারো ছাত্র-জনতা প্রবেশ করেন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে।
আজ সোমবার বিকেল ৩টার পরে গণভবনে প্রবেশ করেন তারা। দেখা গেছে, গণভবন থেকে দামি সব জিনিসপত্র নিয়ে যাচ্ছেন বিক্ষোভকারীরা। এর মধ্যে আছে- শাড়ি, টেলিভিশন, ফুলের টব, বালতি, মাছ, মাংস, চেয়ার। এছাড়া কবুতর, খরগোশের মতো পশু-পাখিও নিয়ে যাচ্ছেন গণভবনে প্রবেশ করা জনতারা নিয়ে গেছেন।
উল্লেখ্য, বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এ সময় তার ছোট বোন শেখ রেহানাও সঙ্গে ছিলেন। জানা গেছে, ভারতের আগরতলায় এই হেলিকপ্টার অবতরণ করে তভর।
আলোকিত প্রতিদিন/এপি