নিজস্ব প্রতিবেদক
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তবর্তী সরকার গঠন করা এথন। সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন আপনারা। আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি।
সেনাপ্রধান বলেন, ‘দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখেন। আপনারা আমার ওপর আস্থা রাখেন, একসঙ্গে কাজ করি। দয়া করে সাহায্য করেন আমাদের। মারামারি সংঘাত করে আর কিছু পাব না। সংঘাত থেকে বিরত হোন। সবাই মিলে সুন্দর দেশ গড়েছি।
ভাষণের আগে তিনি কোন কোন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের ওয়াকার-উজ-জামান বলেন, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের ইসলামীর সঙ্গে বৈঠক হয়েছে। শিক্ষক আফিস নজরুল ও রাজনীতিবিদ জোনায়েত সাকিও বৈঠকে ছিলেন।
সেনাপ্রধান বলেন, ‘আমরা এখন বঙ্গবভনে যাব। সেখানে অন্তবর্তী সরকার গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। তিনি ছাত্রদের শান্ত হওয়ার পরামর্শ দেন।
আলোকিত প্রতিদিন/এপি