বগুড়ায় “জাতীয় মৎস্য সপ্তাহ” উপলক্ষে র‍্যালী,আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণ 

0
274
বগুড়ায় “জাতীয় মৎস্য সপ্তাহ” উপলক্ষে র‍্যালী,আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণ 
বগুড়ায় “জাতীয় মৎস্য সপ্তাহ” উপলক্ষে র‍্যালী,আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণ 

মাজেদুর রহমানঃ

 “ভরবো মাছে মোদের দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে মৎস্য অধিদপ্তর, বগুড়ার আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা, মৎস্য পুরস্কার প্রদান ও সদর উপজেলা চত্বর পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু এমপি।

৩১ জুলাই (বুধবার) সকাল ১০টায় বগুড়া জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য র‍্যালী শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।সকাল সাড়ে দশটায় জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, মৎস্য পুরস্কার প্রদান করা হয়।আলোচনা সভায় মাছ চাষের সুফল, অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টির চাহিদা মেটাতে মাছের ভূমিকা এবং দেশের বর্তমান পরিস্থিতিতে গুজবকে এড়িয়ে চলার বিষয়েও আলোচনা করেন বক্তারা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম তাঁর বক্তব্যে দেশের সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনায় নিহতের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।এ অস্থিতিশীল পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তিনি বগুড়া জেলার সকল নাগরিকগণকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভাশীষ পোদ্দার লিটন, উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা পারভীন।আরোও বক্তব্য  রাখেন বগুড়া সদরের এরুলিয়া ইউপির বানদিঘী হাটখোলার ডি আরিফা মৎস্য খামারী মোঃ রাজা মিয়া। অনুষ্ঠানে বগুড়া জেলার ২ জন সফল মাছ চাষিকে কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের প্রাণীজ আমিষের চাহিদা পূরনে গুরুত্বপূর্ন অবদানের স্বীকৃতি স্বরুপ “মৎস্য পুরস্কার ২০২৪” প্রদান করা হয়।

আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে বগুড়া সদর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ  উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভাশীষ পোদ্দার লিটন ও সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা পারভীন।  এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা মৎস্য অফিসার কালি পদ রায়, উপজেলা মৎস্য অফিসার মাসুদ রানা, নুনগোলা ইউপি চেয়ারম্যান বদরুল আলম, সমাজসেবা অফিসার মোঃ আঃ মোমিন, ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ রেজওয়ান,সহকারী মৎস্য অফিসার আফিয়া সুলতানাসহ উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে ৭০ কেজি রুই,কাতলা ও মৃগেল জাতের পোণা মাছ অবমুক্ত করা হয়।

আলোকিত প্রতিদিন /৩১ জুলাই-২০২৪ /মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here