রাকিবুল হাসান (রাজশাহী ব্যুরো) : পাবনা জেলার ঈশ্বরদীতে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যলয়ের চৌকস দল।
বুধবার ( ৩১ জুলাই) সকাল ৭টার দিকে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন দিয়াড় রূপপুর গোলচত্তর জামে মসজিদের উত্তর পার্শ্বে একটি সিঙ্গেল কেবিন মাহেন্দ্রা পিকআপ তল্লাশি করে ১২ কেজি গাঁজা উদ্ধার করে ডিএনসির চৌকস দল।
গ্রেপ্তারকৃতরা হলেন,কুড়িগ্রাম জেলার ভোগডাঙ্গা ইউপির সুকান দিঘির পাড় এলাকার মৃত আব্দুসের ছেলে সাবেদ আলী (৪০) ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন অনন্তপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন কাশিপুর ইউপির মৃত দুলালের ছেলে দেলোয়ার হোসেন পলাশ (২২)।
ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে (৩১ জুলাই) সকাল ৭টার সময় রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ পরিচালক জিললুর রহমানের নেতৃত্বে এস আই মোসাদ্দেক হোসেন, এএসআই বায়েজিদ হোসেন, এএসআই শাহজাহান আলীসহ সঙ্গীয় ফোর্স নিয়ে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন দিয়াড় রূপপুর গোলচত্তর জামে মসজিদ এর উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপরে কুড়িগ্রাম- যশোর গামী একটি সিঙ্গেল কেবিন মাহেন্দ্রা পিকআপ গতিরোধ করে ডিএসনসির দল।
এসময় সিঙ্গেল কেবিন মাহেন্দ্রা পিকআপটি তল্লাশী করলে গাড়ির চালকের ও হেলপারের সিটের পিছনে লুকানো অবস্থায় পলিথিনে স্কচটেপ দিয়ে মোড়ানো দুইটি প্যাকেটে প্রতিটিতে ছয় কেজি করে ১২ কেজি উদ্ধার করে ডিএনসির চৌকস দলটি।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগের উপপরিচালক জিললুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে ডিএনসি রাজশাহী গোয়েন্দার অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় পাবনা জেলার ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ডিএনসির উপ পরিচালক।িআলোকিত/৩১/০৭/২০২৪/আকাশ