আলোকিত প্রতিবেদক:
কেরাণীগঞ্জের আটিবাজার থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া বেকারি ব্যবসায়ী নাজিম উদ্দীন আলম শাহীনের সন্ধানে ডিবি কার্যালয়ের সামনে বার বার ঘুরপাক খাচ্ছেন স্ত্রী শারমিন আক্তার। গতকাল (শনিবার) সন্ধ্যায় সাদা পোশাকে একদল লোক তাকে বাসা থেকে তুলে নিয়ে যায়। ডিবি কার্যালয়ের সামনে কথা হয় শারমিনের সঙ্গে। তিনি বাংলাদেশ স্পেশালাইসড হাসপাতালের নার্সিং ইনচার্জ। তার স্বামী বেকারি ব্যবসায়ী। দুই সন্তানকে তারা নিয়ে আটিবাজার এলাকায় বাস করেন। শারমিন আলোকিত প্রতিদিনকে বলেন, ও (স্বামী) তো রাজনীতি করে না। আমি তো বুঝতেই পারছি না কেন তুলে নেওয়া হলো। বাসায় যারা আসছে, তারা কোনো পরিচয় দেয়নি। কারা নিয়ে গেছে কিছুই জানি না, কোনো তথ্যও পাচ্ছি না।
তিনি বলেন, আমাদের দুই সন্তান। ৮ বছরের এক ছেলে ও তিন বছর বয়সী এক মেয়ে আছে। মেয়ের হার্টে সমস্যা, কিছু দিন আগে অপারেশন হয়েছে। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না।শারমিন অভিযোগ করে বলেন, আমার স্বামীর নিউরো সমস্যা আছে। উচ্চ রক্তচাপ আছে। আমি ওষুধ নিয়ে ডিবি কার্যালয়ে আসছি। গতকাল রাত ১টা পর্যন্ত অপেক্ষা করেছি। কিন্তু কেউ খোঁজ দিচ্ছে না। অনুরোধ-মিনতি করছি যে, অন্তত ওষুধগুলো তার হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। কেউ শোনেনি। তিনি বলেন, মন তো মানছে না। রাজনীতি না করা লোকটাকে কেউ ফাঁসালো কি না জানি না। যারা তুলে নিয়ে আসছে, তাদের সঙ্গে কোনো নারী সদস্য ছিল না। আমি একজনকে চিনেছিলাম, তিনি পুলিশ কর্মকর্তা মশিউর রহমান। আর কাউকে চিনিনি। আমার সঙ্গে চরমভাবে ?দুর্ব্যবহার করা হয়েছে। হাত মোচড় দিয়ে পেছনে ধরে রাখা হয়েছে। আমি বলেছি, কী কারণ বলেন, এতো রাতে এলেন কেন? কোনো কথা শোনেননি তারা।
আলোকিত প্রতিদিন/এপি