সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের এক বছর : সানন্দবাড়ী প্রেসক্লাবে স্মরণ সভা

0
178

মোঃ ফরহাদ রেজা (দেওয়ানগঞ্জ প্রতিনিধি) : জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মহাফিল করেছে সানন্দবাড়ী  প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ।  এ সময় দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন বক্তরা।
শনিবার (১৫ জুন) ৪ টায় সানন্দবাড়ী  প্রেসক্লাব জামালপুরের অস্থায়ী কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন রুবেল।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রশিদুল আলম শিকদার এর  সঞ্চলনায় বক্তব্য রাখেন সাংবাদিক ফরিদুল ইসলাম , হারুন অর রশিদ, মোস্তাইন বিল্লাহ, রিয়াদ হাসান, মুক্তারুল ইসলাম, শেখ মোঃ জিয়াউর রহমান  প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের এক বছর অতিবাহিত হলেও মামলার তদন্ত রিপোর্ট নিয়ে তালবাহানা চলছে। আসামিরা একের পর এক জামিনে বেরিয়ে নিহত সাংবাদিক পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে। এ অবস্থায় মামলার দ্বিতীয় আসামি বাবু চেয়াম্যানের ছেলে রিফাতকে গ্রেপ্তার করাসহ হাত্যাকারীদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি করনে তারা। অন্যাথায় বৃহত্তর আন্দোলনের নামার ঘোষণা দেন বক্তরা।
এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোকিত/১৫/০৬/২০২৪/আকাশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here