বিশেষ প্রতিবেদক :
মো: আব্দুর রউফ । জন্ম মানিকগঞ্জ জেলা । অভাবের টানাটানির সংসারে প্রথমে লবণ ব্যবসায় লস করে, পরে মানিকগঞ্জ শহরে এক আত্মীয়ের বাড়ী লজিং থেকে পড়াশোনা অতঃপর একটি বেসরকারী ব্যাংকে চাকরী নেন। অর্থ আত্মসাতের অভিযোগে সেখান থেকেও অব্যাহতি পান।
১৯৯০ সালের গণ-আন্দোলনের পর বিএনপি সরকারের সময় খন্দকার দেলোয়ার হোসেনের বদান্যতায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ( জাগৃক ) এ চাকুরী, সেই সূত্রে মিরপুর গৃহায়নের ডুইপ প্রজেক্টে ম্যানেজারী করেন দুই যুগের উপরে। মাথার
উপরে ঝুলাতেন তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও হাওয়া ভবনের তারেক (২০০১-২০০৬ ), ফখরুদ্দিন – মইনুদ্দিন ( ২০০৭-২০০৮), প্রধানমন্ত্রী শেখ হাসিনা (২০০৯-২০২০) ছবি।
সেবা প্রত্যাশী প্রত্যেকের কাছ থেকে টাকার চুক্তি করতেন ফাইল প্রতি। সে সকল ফাইল নিয়ে হেড অফিসে দৌড়াদৌড়ি করতেন প্রায় প্রতিদিনই ৷ মিরপুরের একাধীক স্থায়ী বাসিন্দারা নাম প্রকাশ না করার শর্তে জানান, ডুইপ ম্যানেজার রউফের মিরপুর-১,২,১০ ও মুক্তিযোদ্ধা মার্কেটসহ ৩০০ এর মতো দোকান আছে।
তাহার সে সময়কার পি.এ চাচাত ভাই আনোয়ার এবং ডুইপ অফিস স্টাফ শালা শফিকের নামে উত্তর খানের ময়নারটেক ও কামার পাড়ায় প্রচুর জমিসহ বাড়ী বসবাসের জন্য দিয়েছেন।
বিএনপির সাবেক দপ্তর সম্পাদক তৃপ্তি ও হাওয়া ভবনের কিছু অর্থ ও সম্পত্তি বেনামীতে ডুইপ প্রজেক্টে প্লট কিনে বিনিয়োগ করেন ডুইপ অফিস স্টাফ নামধারী দালাল মান্নানের নামে।
অনুসন্ধানে উঠে আসে কাওরান বাজারে রয়েছে তার আড়ত ও একাধিক দোকান। যা তিনি নিজে তদারকি করেন।
মালিকানা আছে বিলাস বহুল নিশান পেট্রল, রেঞ্জ রোভার, টয়োটা লেন্ড ক্রুজার পাজেরো সহ বেশ কতগুলো গাড়ীর। চলাফেরা করেনও তাতে।
নিজে থাকেন উত্তরার বিলাস বহুল বাড়ীতে। দাবী করেন নিজেকে উত্তরা সেক্টর বাড়ি মালিক সমিতির সভাপতি।
ক্ষমতাবান দুর্নীতিবাজ আব্দুর রউফ বিয়ে করেছেন নেত্রকোনা জেলায়। তার দুই ছেলে। তাদের রেখেছেন কানাডায় তার দুর্নীতির টাকায় কেনা বেগম পাড়ার একাধিক সম্পত্তি দেখাশোনা ও
রক্ষনাবেক্ষণ করতে। সম্পত্তি রক্ষা করার নিমিত্তে ছেলেদের বিয়ে দিয়ে আত্মীয়তা ও সক্ষতা গড়েছেন পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে এবং পুলিশের সাবেক আইজিপি বেনজীর তার আত্নীয় – ব্যবসায়িক পার্টনারশিপ আছে বলে বেড়ান এবং প্রচলিত আছে।
অতি সম্প্রতি তার স্ত্রীর ছোট ভাই রফিকুলকে বিপুল টাকা ঘুষ রফা দফা করে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের হিসাব বিভাগে সহকারী হিসাব রক্ষক পদে সরকারী চাকুরী দিয়ে ঢাকার মোহাম্মাদপুর জাগৃক প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে পদায়ন করেন এই দুর্নীতিবাজ ক্ষমতাবান সাবেক ডুইপ ম্যানেজার আব্দুর রউফ।
একই সাথে আবার তার মনোনীত প্রায় ১৫০ জন নিজের এবং স্ত্রীর বাড়ির পুরুষ ও মহিলাকে অরজিত দুর্নীতির টাকা থেকে বিমান রিজার্ভ করে হজ্জ করিয়ে নিয়ে আসেন।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মিরপুর ডুইপ অফিসের সাবেক এই দুর্নীতিবাজ ম্যানেজার আব্দুর রউফের রেখে যাওয়া সিস্টেমে বর্তমানে অফিস চালাচ্ছে আর আত্মীয় আনোয়ার ও শফিক সিন্ডিকেট। নাম না প্রকাশ করার শর্তে জাগৃকের একজন কর্মকর্তা অত্র প্রতিবেদককে আফসোস করে বলেন ” এই আনোয়ার – শফিক সিন্ডিকেট সব কাগজ ঠিক থাকলে একটি ফাইল সাক্ষরে আমাকে দেয় দুই থেকে তিন হাজার টাকা আর মানুষের কাছ থেকে নেয় লক্ষ টাকা। কাগজপত্রে কিছু ঘাটতি থাকলে তা উন্নীত হয়ে যায় কয়েক লক্ষ টাকায় ”
এদের আবার আছে পালিত দালাল চক্র। নেতৃত্ব দেয় দালাল মান্নান। নিজেকে দাবী করে অফিসার। নিয়মিত সময় ধরে অফিস করে জাগৃকের ডুইপ আনোয়ার – শফিক সিন্ডিকেটের সাথে টেবিল চেয়ার নিয়ে।
প্রতিদিন অর্জিত ঘুষের টাকার ভাগের অংশ পৌছে দেওয়া হয় এই ক্ষমতাবান মাফিয়া দুর্নীতিবাজ সাবেক ডুইপ ম্যানেজার আব্দুর রউফের কাছে। যা দিয়ে দিনের পর দিন ফুলে ফেপে উঠেন তিনি।
সাধারণ মানুষের রক্ত – ঘামের টাকা দেশ থেকে বিদেশে পাচার করে গড়ে তুলছেন বিপুল সাম্রাজ্য।
আলোকিত প্রতিদিন/ ৩ জুন ২০২৪/ দ ম দ