বেইলি রোডে অগ্নিকাণ্ডে ৪৬ জন নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

0
169
বেইলি রোডে অগ্নিকাণ্ডে ৪৬ জন নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
বেইলি রোডে অগ্নিকাণ্ডে ৪৬ জন নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

আলোকিত ডেস্ক:

রাজধানীর বেইলি রোডের বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১ মার্চ শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, প্রধানমন্ত্রী আগুনে পুড়ে  মৃত্যুবরণকারীদের আত্মার মাগফেরাত কামনা করেছেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত চিকিৎসা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক নির্দেশনা দিয়েছেন। আগুন দ্রুত নিয়ন্ত্রণে নিয়োজিত সবার প্রতি প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলেও শোকবার্তায় জানানো হয়। এদিকে, বেইলি রোডে  গতরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। মন্ত্রী এক শোকবার্তায় নিহতদের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। সেই সঙ্গে তিনি  শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। আরও শোক জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম। ভয়াবহ এই আগুনের ঘটনায় মারা যাওয়াদের মরদেহ হস্তান্তর করা শুরু হয়েছে ।  উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের একটি ভবনে কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আলোকিত প্রতিদিন/ ১ মার্চ-২৪ /মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here