প্রতিনিধি,নোয়াখালী:
নোয়াখালী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ২৮ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টায় শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ৭৯ টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, অতিরিক্ত পুলিশ সুপার মোর্তাহিন বিল্লাহ,জেলা শিক্ষা কর্মকর্তা নূরউদ্দিন মোঃ জাহাঙ্গীর। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের নোয়াখালী জেলার সহকারী পরিচালক মোঃ আবদুল হামিদ। এসময় সম্মেলন কক্ষে আরো উপস্থিত ছিলেন জেলার ৯টি উপজেলা থেকে আগত ৭৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের মেন্টরগণ এবং জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে উদ্বেগ জানিয়ে তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবার হাত হতে রক্ষার জন্য সমাজের শিক্ষকের পাশাপাশি সব পেশা- শ্রেনির মানুষকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান। পাশাপাশি মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করার উপরে জোর দেন তিনি।
আলোকিত প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি-২৪/মওম