[bangla_time] | [bangla_day] | [bangla_date] | [english_date] | [hijri_date]

পলাশবাড়ীতে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

-Advertisement-

আরো খবর

রানা ইস্কান্দার রহমান:
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১লা সেপ্টেম্বর সকাল ১০ টায় উপজেলায় দলীয় কার্যালয় জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পলাশবাড়ী উপজেলার বিএনপির কার্যালয়ে ও তিনমাথা মোডে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা উপস্থিত হতে থাকে। পরে একত্রিত হয়ে বিকাল ৪ টায় এক বিশাল র‌্যালি দলের প্রধান কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা ময়নুল হাসান সাদিক। এসময় আরো উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি আব্দুল সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক মোত্তালিব সরকার বকুল, জেলা ছাত্রদল  সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, জেলার ছাত্রদল সহ-সভাপতি মিল্লাত সরকার মিলন, জেলা ছাত্রদল যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিক্সন, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুমিন মন্ডল, সদস্য সচিব লিফেজ সরকার,থানা যুবদলের সদস্য সচিব রাজু আহম্মেদ,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামিম রেজা,সদস্য সচিব ইমরান সরকার,পৌর যুবদল, থানা ও পৌর জাসাস, শ্রমিক দল, মৎসজীবি দলসহ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। শহীদ জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনায় দোয়া এবং বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া  করা হয়। উল্লেখ্য,১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদী দল গঠন করেন। ৪৫ বছরে পা রাখলো দলটি, প্রতিষ্ঠার পর সাড়ে চার দশকের মধ্যে গত এক যুগের বেশি সময় ধরে সবচেয়ে প্রতিকূল সময় পার করছে দলটি।
আলোকিত প্রতিদিন/০২ সেপ্টেম্বর ২৩/মওম
- Advertisement -
- Advertisement -