কাশিয়ানীতে জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

-Advertisement-

আরো খবর

আশরাফুজজামান:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে, গোপালগঞ্জের কাশিয়ানীতে, ঢাকা বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ১২ জন অভিজ্ঞ ডাক্তার দ্বারা, বিভিন্ন রোগের উপর এ মেডিকেল ক্যাম্পে প্রায় ১ হাজার রোগীদের কে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। ৩১ আগস্ট বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদের উদ্যোগে বন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় ও এলাকাবাসীর সার্বিক তত্ত্বাবধানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খায়েরহাট গ্রামে উপাচার্যের বাড়িতে দিন ব্যাপী এ মেডিকেল ক্যাম্পে রোগীদের স্বাস্থ্যসেবা দেওয়া হয়। এ ফ্রি মেডিকেল ক্যাম্পে, ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের, নাক কান গলা বিষয়ক কনসাল্টেন্ট,ডাঃ তানভীর আহমেদ,কার্ডিওলজি বিষয়ক কনসালটেন্ট ডাঃ কামাল হোসেন, ডাঃ শিপন (মেডিসিন), ডাঃ তৌফিক আহমেদ (মেডিসিন), ডাঃ মোঃ প্রাত্ত (মেডিসিন),ডাঃ মোঃ আফজাল মাহফুজউল্লাহ (চক্ষু),ডাঃ সুস্মিতা ইসলাম (গ্যাস্ট্রিএইরোলজি), ডআঃ তানজিনা আইভীন চৌধুরী (অবস ও গাইনী), ডাঃ মঈন হাসানসহ ১২ জন অভিজ্ঞ চিকিৎসক, এক মেডিকেল ক্যাম্পে উপস্থিত বিভিন্ন রোগের রোগীদের বিনামূল্যের সেবা দান করেন। এবং সেই সাথে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে বিনামূল্যে রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এ ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন বঙ্গবন্ধুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মাহমুদুল হাসান, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ আলম, উপজেলা আ, লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মোঃ শরাফত হোসেন লাভলু, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন, ভোরের কাগজ প্রতিনিধি শহীদুল আলম মুন্না, যায়যায় দিন,প্রতিনিধি নিজামুল আলম মোরাদ প্রমুখ।
আলোকিত প্রতিদিন/৩১ আগস্ট ২৩/মওম
- Advertisement -
- Advertisement -