[bangla_time] | [bangla_day] | [bangla_date] | [english_date] | [hijri_date]

জয়পুরহাটে ফেনসিডিলসহ আটক-১

-Advertisement-

আরো খবর

মোস্তাফিজুর রহমান: 
জেলায় মদক ব্যাবসায়ীদের নেই কোন ছাড় জয়পুরহাটে মাদককে নির্মুল করতে সব সময় দক্ষতার সাথে কাজ করছে জয়পুরহাট র‍্যাব ৫। র‌্যাবের অভিযানে জয়পুরহাটের কল্যানপুর এলাকা হতে ১৩৬ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক। রাজশাহীর সিপিসি-৩ জয়পুরহাট র‌্যাব ৫ ক্যাম্পের একটি চৌকস দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল  ইসলাম এর নেতৃত্বে মঙ্গলবার (২৯ আগষ্ট) রাত সাড়ে দশটায় জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার করিয়া দরগারঘাট এলাকা হতে ১৩৬ ফেন্সিডিলসহ  মোঃ আবু হাসান সাজু (২৩), পিতা- মোঃ শাহাদাত, সাং-কল্যানপুর থানা ও জেলা-জয়পুরহাটকে গ্রেফতার করা হয় । উল্লেখ্য, ধৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদীন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে জয়পুরহাট এবং বগুড়া জেলার  বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫,জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে সীমান্ত থেকে ফেন্সিডিল এর একটি বড় চালান কোরিয়া বাজার এলাকা হয়ে পাঁচবিবি শহরের দিকে যাবে। এমন সংবাদের ভিত্তিতে পশ্চিম কোরিয়া দরগা ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ফেন্সিডিলসহ একজন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/৩০ আগস্ট ২৩/মওম
- Advertisement -
- Advertisement -