এক দশকে কমেছে ঝুঁকিপূর্ণ কাজ, বেড়েছে শিশু শ্রমিক

0
2469

আলোকিত ডেস্ক:

গত ১০ বছরে দেশে শিশু শ্রমিকের সংখ্যা বেড়েছে ৭৭ হাজার ২০৩ জন। দেশে এখন শিশু শ্রমিকের সংখ্যা ১৭ লাখ ৭৬ হাজার ৯৭ জন। যা ২০১৩ সালে ছিল ১৬ লাখ ৯৮ হাজার ৮৯৪ জন। তবে শ্রমিকের সংখ্যা বাড়লেও ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের অংশগ্রহণ কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান বুরোর এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। গত ১৯ জুলাই পরিসংখ্যান ভবনে জাতীয় শিশু শ্রম জরিপ ২০২২ এর তথ্য প্রকাশ করা হয়। জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহসান ই এলাহি, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর টমো পাউটিয়াইনেন। সভাপতিত্ব করেন পরিসংখ্যান ব্যুরো মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মতিয়ার রহমান।জরিপের তথ্য বলছে, শিশু শ্রমিকে সংখ্যা বাড়লেও কমেছে ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের অংশগ্রহণ। প্রতিবেদনে দেখা যায়, ২০১৩ সালে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত ছিল ১২ লাখ ৮০ হাজার ১৯৫ শিশু। ২০২২ সালের জরিপে তা কমে হয়েছে ১০ লাখ ৬৮ হাজার ২১২ জন শিশু। সে হিসেবে ঝুঁকিপূর্ণ কাজে শিশু শ্রমিকের অংশগ্রহণ ৩ দশমিক ২ শতাংশ থেকে কমে হয়েছে ২ দশমিক ৭ শতাংশ। জরিপের তথ্য অনুযায়ী, ঝুঁকিপূর্ণ কাজে মেয়ে শিশুর তুলনায় ছেলে শিশুদের অংশগ্রহণ বেশি। তবে একই সময়ে বেড়েছে ঝুঁকিমুক্ত কাজে শিশুদের অংশগ্রহণ। ২০১৩ সালে ঝুঁকিমুক্ত কাজে নিয়োজিত ছিল চার লাখ ১৮ হাজার ৬৯৯ জন শিশু। যা ২০২২ সালে প্রায় তিন লাখ বেড়ে হয়েছে সাত লাখ সাত হাজার ৮৮৫ জনে। জরিপে দেখা যায়, সামগ্রিক শিশু শ্রমিকের হার ২০১৩ সালের ৪ দশমিক তিন থেকে বেড়ে হয়েছে ৪ দশমিক চার শতাংশ। জরিপে তথ্য বলছে, দেশে এখন মোট পাঁচ থেকে ১৭ বছর বয়সী শিশুর সংখ্যা তিন কোটি ৯৯ লাখ ৬৪ হাজার পাঁচজন। যা ২০১৩ সালে ছিল তিন কোটি ৯৬ লাখ ৫২ হাজার ৩৮৪ জন। এক দশকে শিশু বেড়েছে তিন লাখ ১১ হাজার ৬২৩ জন। জাতীয় শিশুশ্রম জরিপ ২০২২ ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, ৫-১৭ বছর বয়সী শিশুদের সংখ্যা হলো ৩৯,৯৬৪,০০৫ বা ৩৯.৯৬ মিলিয়ন। তাদের মধ্যে যথাক্রমে শ্রমজীবী শিশুর সংখ্যা ৩,৫৩৬,৯২৭ (৮.৯%) এবং শিশুশ্রমে নিযুক্ত শিশুর সংখ্যা ১,৭৭৬,০৯৭ (৪.৪%)। ২০১৩ সালের শিশুশ্রম জরিপে দেখা গেছে যে, ৫-১৭ বছর বয়সী শিশুদের সংখ্যা ছিল ৩৯,৬৫২,৩৮৪। তাদের মধ্যে যথাক্রমে ৩,৪৫০,৩৬৯ সংখ্যক ( ৮.৭%) শ্রমজীবী শিশু এবং শিশুশ্রমে নিযুক্ত শিশুর সংখ্যা ছিল ১.৬৯৮ ৮৯৪ (৪.৩%)। অনুষ্ঠানে জানানো হয়, জাতীয় শিশুশ্রম জরিপের উদ্দেশ্য ছিল শ্রমজীবী শিশুর সংখ্যা, শিশুশ্রম এবং ঝুঁকিপূর্ণ শিশুশ্রমে নিয়োজিত শিশুর সংখ্যা চিহ্নিত করা; বিভিন্ন সেক্টর, অবস্থান এবং পরিবার অনুযায়ী শিশু জনগোষ্ঠীর তথ্য সংগ্রহ করা। এছাড়া শিশু জনসংখ্যার শিক্ষা অর্জনের অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া। ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের এই উল্লেখযোগ্য হ্রাস দেশ থেকে শিশুশ্রম নির্মূল করার জন্য সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের কারণে সম্ভব হয়েছে বলে জানানো হয়। জাতীয় শিশুশ্রম জরিপ ২০২২ অনুযায়ী ৫১.৭৯% (২০,৬৯৮,০৭৭ বা ২০.৭০ মিলিয়ন) হলো পুরুষ শিশু এবং বাকি ৪৮.২১% (১৯২৬৫৩৭৫ বা ১৯.২৭ মিলিয়ন) হলো নারী শিশু। কর্মজীবী শিশুদের সংখ্যা ৩,৫৩৬৯২৭ জন, যার মধ্যে ২,৭৩৪,০৪৪ পুরুষ শিশু এবং ৮০২,৮৮৩ নারী শিশু রয়েছে। ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের মধ্যে পুরুষ শিশুর সংখ্যা যথাক্রমে ৮৯৫,১৯৫ এবং নারী শিশুর সংখ্যা ১৭৩০১৭ জন। ৫-১৭ বছর বয়সী শিশুদের মধ্যে, গ্রামাঞ্চলে ৩০ দশমিক ৩৫ মিলিয়ন শিশু এবং শহরাঞ্চলে ৯ দশমিক ৬৯ মিলিয়ন শিশু রয়েছে। গ্রামীণ ও শহরাঞ্চলে কর্মরত শিশুদের সংখ্যা যথাক্রমে ২,৭২৫,৪০০ (৯%), এবং ৮৯১,৫২৭ (৮.৪%)। একইভাবে, গ্রামীণ এলাকায় শিশুশ্রমে নিয়োজিত শিশুর সংখ্যা ১,৩৩৭, ৪৬৪ (৪.৪%) এবং শহরাঞ্চলে ৪৩৮,৬৩৪ (৪.৬%)। গ্রামীণ ও শহরাঞ্চলে, ঝুঁকিপূর্ণ শিশুশ্রমে জড়িত শিশু রয়েছে যথাক্রমে ৮৩২.৬৯৩ (২.৭%) এবং ২৩৫৫১৯ জন (২.৪%)। অর্থনৈতিক খাতসমূহের বিবেচনায়, ৫-১৭ বছর বয়সী মোট শিশুদের মধ্যে ১,০৭৯,৫৫৯ বা ১.০৮ মিলিয়ন শিশু কৃষি খাতে, ১,৯৯১,৮০৬ বা ১.১৯ মিলিয়ন শিশু শিল্প খাতে এবং ১,২৭০,৪৩১ বা ১.২৭ মিলিয়ন শিশু যথাক্রমে সেবা খাতে নিয়োজিত রয়েছে।

 

আলোকিত প্রতিদিন/ ১০ আগস্ট ২৩/ এসবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here